কলকাতা, 15 এপ্রিল: পাঁচ গোলে প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পরে দ্বিতীয় ম্যাচে বিপর্যয় । পয়লা বৈশাখের বারপুজোর আনন্দ উৎসবের আগে মেরিনার্সদের শিবিরে ব্যর্থতার করুন সুর । পর পর দুটো ড্র করে ইস্টবেঙ্গল এখনও খাতায় কলমে বেঁচে রয়েছে । শেষ ম্যাচে তিন গোলে জিততে পারলে ইস্টবেঙ্গল সুপার কাপে টিকে যেতে পারে । কিন্তু জামশেদপুর এফসি'র বিরুদ্ধে 0-3 গোলে হেরে সুপার কাপ থেকে বিদায় নিল আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান । এফসি গোয়ার পর মোহনবাগানকেও হারিয়ে সেমিফাইনালে চলে গেল জামশেদপুর এফসি ।
চৈত্র সংক্রাক্তির দিন, মরশুমটা হেরেই শেষ করলেন প্রীতম কোটালরা । অথচ এমনটা যে হতে পারে তার কোনও ইঙ্গিত ছিল না । বরং আত্মবিশ্বাসী সবুজ-মেরুন ফের জয় তুলে নেবে সেটাই ছিল আশা । কিন্তু আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথম থেকেই রাশ তুলে নেয় জামশেদপুর । 21 মিনিটে গোল করে এগিয়ে যায় তারা । প্রীতমের পাশ থেকে বল ক্রস করেন ঋত্বিক দাস । গোল করে যান বরিস সিং । আবারও গোল খেয়ে যেতে পারত মোহনবাগান । আসলে সেই সময় কিছুটা চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান ডিফেন্স । বোঝাপড়া দেখা যায়নি । ডিফেন্সের ভুলেই প্রথমার্ধের আগেই আরও একটা গোল খেয়ে যায় মোহনবাগান । আবারও সবুজ-মেরুনের জালে বল জড়ান বরিস ।
প্রথমার্ধের শেষদিকে গোল খেয়ে যায় মোহনবাগান । ফের সেই ডিফেন্সের ভুলেই । 41 মিনিটে আবারও ঋত্বিক দাসের সঙ্গে দারুণ বোঝাপড়ার প্রমাণ দিলেন বরিস । বাঙালি ফুটবলারের ক্রস থেকেই বল জালে জড়ান ভারতীয় স্ট্রাইকার । ঋত্বিক দাস এবং বোঝাপড়ার কোনও উত্তর সবুজ-মেরুন রক্ষণের কাছে ছিল না । বিরতির পরে প্রত্যাঘাত আশা করা হয়েছিল । কিন্তু প্রত্যাশিত ছন্দ এটিকে মোহনবাগানের খেলায় দেখা যায়নি । মিস পাস এবং প্রতিপক্ষ আক্রমণ রুখতে না-পারার ব্যর্থতায় বারবার চাপে পড়ছিল সবুজ-মেরুন রক্ষণ ।
পাঁচ গোলে জেতা ম্যাচের পরে এই পারফরম্যান্স সত্যিই অবিশ্বাস্য । প্রতিটি ম্যাচ ফাইনাল ধরে খেলার কথা বলেছিলেন জুয়ান ফেরান্দো । কিন্তু দলের পারফরম্যান্সে তা দেখা যায়নি । শেষ গোল আসে ইনজুরি টাইমে । মোহনবাগানের কফিনে শেষ পেরেক পোঁতেন সোয়ার । আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে সুপার কাপ জয়ের স্বপ্ন তাই এই পরাজয়ের শেষ । যা বাংলা ক্যালেন্ডারের নতুন বছরের আগে খারাপ খবর ।