ETV Bharat / sports

ISL 2022-23: প্লে-অফের প্রস্তুতি শুরু বুমোসদের, ডার্বির টিকিট কলহ অব্যাহত মোহনবাগানে - ISL 2023

শনিবার 4 মার্চ ওড়িশা এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে এটিকে মোহনবাগান ৷ সেমি ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য এই ম্যাচটি জিততেই হবে ৷ তাই সোমবার থেকেই অনুশীলন শুরু করে দিল সবুজ-মেরুন (ATK Mohun Bagan eye to beat Odisha FC) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 28, 2023, 9:41 AM IST

Updated : Feb 28, 2023, 11:53 AM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: প্রাথমিক পর্ব শেষ । এবার প্লে-অফ । তিন নম্বরে শেষ করায় এটিকে মোহনবাগান ঘরের মাঠে 4 মার্চ শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে (ATK Mohun Bagan vs Odisha FC) । সেমিফাইনালে জায়গা করে নিতে এই নকআউট ম্যাচটি জিততেই হবে । তাই সোমবার থেকে অনুশীলনে নেমে পড়ল সবুজ-মেরুন । ডার্বিতে জয় জুয়ান ফেরান্দোর দলকে শুধু মর্যাদার লড়াইয়ে অপরাজিত তকমা ধরে রাখতে সাহায্য করেনি, পয়েন্ট টেবিলে 3 নম্বর জায়গা পাকা করে দিয়েছে । যদিও মেরিনার্সরা মিশন প্লে অফের স্ট্যান্স শূন্য থেকে শুরু করতে চাইছে ।

সোমবার অনুশীলনে ডার্বির একাদশে ব্যস্ত থাকল স্ট্রেচিং এবং ফিজিক্যাল কন্ডিশানিং নিয়ে । বাকিরা অনুশীলন করলেন বল নিয়ে । চোটের জন্য কার্ল ম্যাকহিউ ডার্বিতে খেলতে পারেননি । প্লে অফের অনুশীলনে তিনি নেমেছেন । তবে বল নিয়ে নয়, রিহ্যাব করতেই ব্যস্ত থাকলেন । আইরিশ ডিফেন্ডার বলেন, ''আশা করি ফিট হয়ে উঠতে পারব । তারপর প্রথম একাদশে রাখার বিষয়টি কোচের ওপর নির্ভর করবে । সতীর্থদের ডার্বিতে জয় তুলে নিয়ে আসার কথা বলেছিলাম । ওরা তা করেছে । এবার প্লে-অফে ফের জয়ের ধারা বজায় রাখার চ্যালেঞ্জ '' বলছেন । সেই সঙ্গেই যোগ করেছেন, '' ঘরের মাঠে খেলাটা অবশ্যই অ্যাডভান্টেজ । দল হিসেবে ওড়িশা এফসি শক্তিশালী । সতর্ক হয়ে খেলতে হবে ।'' চোট সমস্যা কাটছে । কার্ড সমস্যা নেই । ফলে ওড়িশার বিরুদ্ধে পূর্ণ উদ্যোমে শুরু করলেন সবুজ-মেরুন কোচ । ডার্বিতে চোট এবং কার্ড সমস্যা সত্ত্বেও দলের বাকিরা বিশেষ করে নবাগত দুই বিদেশির পারফরম্যান্সে আত্মবিশ্বাসী জুয়ান ফেরান্দো ।

আরও পড়ুন: পয়েন্ট টেবিলে 10 নম্বরে দল ! কনস্ট্যান্টাইনের মতে, এই সাফল্য আগামীর ভিত্তিস্থাপন

এদিকে ডার্বির টিকিট বন্টন নিয়ে সরগরম মোহনবাগান ক্লাব । প্রয়োজনীয় সংখ্যক টিকিট না-পাওয়ায় ডার্বির টিকিট ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন সবুজ মেরুন সচিব দেবাশিস দত্ত । কিন্তু এটিকের তরফে জানানো হয়েছে, চাহিদা মত টিকিটই মোহনবাগানকে দেওয়া হয়েছিল । কিন্তু কোনও টিকিট ক্লাবের তরফে ফিরিয়ে দেওয়া হয়নি । এরই সঙ্গে সচিবের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ডার্বির ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্য়ায় (বাবুন)-সহ আরও দু‘জন কার্যকরী কমিটির সদস্য । তাঁরাও জানান চাহিদা মত টিকিট এসেছিল । কার্যকরী কমিটির সদস্যদের চাহিদা মেটানোতে তাতে সমস্যা ছিল না । সচিব কার্যকরী কমিটিকে বঞ্চিত করে কার্যকরী কমিটিকে সন্তুষ্ট রাখতে আগ্রহী । তার এই সিদ্ধান্তের আগামাথা বুঝতে না পেরেই আমরা মাঠে থেকে জয় উপভোগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তা করেছি । এই ঘটনা মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির অন্তরকলহকে সামনে নিয়ে এল বলে মনে করছে ময়দান ।

কলকাতা, 28 ফেব্রুয়ারি: প্রাথমিক পর্ব শেষ । এবার প্লে-অফ । তিন নম্বরে শেষ করায় এটিকে মোহনবাগান ঘরের মাঠে 4 মার্চ শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে (ATK Mohun Bagan vs Odisha FC) । সেমিফাইনালে জায়গা করে নিতে এই নকআউট ম্যাচটি জিততেই হবে । তাই সোমবার থেকে অনুশীলনে নেমে পড়ল সবুজ-মেরুন । ডার্বিতে জয় জুয়ান ফেরান্দোর দলকে শুধু মর্যাদার লড়াইয়ে অপরাজিত তকমা ধরে রাখতে সাহায্য করেনি, পয়েন্ট টেবিলে 3 নম্বর জায়গা পাকা করে দিয়েছে । যদিও মেরিনার্সরা মিশন প্লে অফের স্ট্যান্স শূন্য থেকে শুরু করতে চাইছে ।

সোমবার অনুশীলনে ডার্বির একাদশে ব্যস্ত থাকল স্ট্রেচিং এবং ফিজিক্যাল কন্ডিশানিং নিয়ে । বাকিরা অনুশীলন করলেন বল নিয়ে । চোটের জন্য কার্ল ম্যাকহিউ ডার্বিতে খেলতে পারেননি । প্লে অফের অনুশীলনে তিনি নেমেছেন । তবে বল নিয়ে নয়, রিহ্যাব করতেই ব্যস্ত থাকলেন । আইরিশ ডিফেন্ডার বলেন, ''আশা করি ফিট হয়ে উঠতে পারব । তারপর প্রথম একাদশে রাখার বিষয়টি কোচের ওপর নির্ভর করবে । সতীর্থদের ডার্বিতে জয় তুলে নিয়ে আসার কথা বলেছিলাম । ওরা তা করেছে । এবার প্লে-অফে ফের জয়ের ধারা বজায় রাখার চ্যালেঞ্জ '' বলছেন । সেই সঙ্গেই যোগ করেছেন, '' ঘরের মাঠে খেলাটা অবশ্যই অ্যাডভান্টেজ । দল হিসেবে ওড়িশা এফসি শক্তিশালী । সতর্ক হয়ে খেলতে হবে ।'' চোট সমস্যা কাটছে । কার্ড সমস্যা নেই । ফলে ওড়িশার বিরুদ্ধে পূর্ণ উদ্যোমে শুরু করলেন সবুজ-মেরুন কোচ । ডার্বিতে চোট এবং কার্ড সমস্যা সত্ত্বেও দলের বাকিরা বিশেষ করে নবাগত দুই বিদেশির পারফরম্যান্সে আত্মবিশ্বাসী জুয়ান ফেরান্দো ।

আরও পড়ুন: পয়েন্ট টেবিলে 10 নম্বরে দল ! কনস্ট্যান্টাইনের মতে, এই সাফল্য আগামীর ভিত্তিস্থাপন

এদিকে ডার্বির টিকিট বন্টন নিয়ে সরগরম মোহনবাগান ক্লাব । প্রয়োজনীয় সংখ্যক টিকিট না-পাওয়ায় ডার্বির টিকিট ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন সবুজ মেরুন সচিব দেবাশিস দত্ত । কিন্তু এটিকের তরফে জানানো হয়েছে, চাহিদা মত টিকিটই মোহনবাগানকে দেওয়া হয়েছিল । কিন্তু কোনও টিকিট ক্লাবের তরফে ফিরিয়ে দেওয়া হয়নি । এরই সঙ্গে সচিবের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ডার্বির ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্য়ায় (বাবুন)-সহ আরও দু‘জন কার্যকরী কমিটির সদস্য । তাঁরাও জানান চাহিদা মত টিকিট এসেছিল । কার্যকরী কমিটির সদস্যদের চাহিদা মেটানোতে তাতে সমস্যা ছিল না । সচিব কার্যকরী কমিটিকে বঞ্চিত করে কার্যকরী কমিটিকে সন্তুষ্ট রাখতে আগ্রহী । তার এই সিদ্ধান্তের আগামাথা বুঝতে না পেরেই আমরা মাঠে থেকে জয় উপভোগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তা করেছি । এই ঘটনা মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির অন্তরকলহকে সামনে নিয়ে এল বলে মনে করছে ময়দান ।

Last Updated : Feb 28, 2023, 11:53 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.