ETV Bharat / sports

Juan Ferrando on Florentin Pogba: ফ্লোরেন্টিন পোগবাকে সহজে রাজি করানো যায়নি, জানালেন ফেরান্দো

আগামী মরশুমে ফুটবলার সই করানোর দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান ৷ সবুজ-মেরুন শিবিরের এখনও পর্যন্ত সবচেয়ে বড় চমক ফ্লোরেন্টিন পোগবাকে সই করানো ৷ তবে, সেই কাজ মোটেও সহজ ছিল না বলে জানালেন মোহনবাগান কোচ (ATK Mohun Bagan Did Hard Work to Convince Florentin Pogba to Sign) ৷

ATK Mohun Bagan Did Hard Work to Convince Florentin Pogba to Sign
ATK Mohun Bagan Did Hard Work to Convince Florentin Pogba to Sign
author img

By

Published : Jul 17, 2022, 12:04 PM IST

কলকাতা, 17 জুলাই: সেন্ট্রাল ডিফেন্ডার ফ্লোরেন্টিন পোগবাকে এটিকে মোহনবাগানে আসতে রাজি করানো সহজ ছিল না (ATK Mohun Bagan Did A Hard Work to Convince Florentin Pogba to Sign) ৷ এমনটাই জানালেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) ৷ ফ্রান্সের তারকা ফুটবলার পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবাকে সই করানো এবারের আইএসএল-এ মোহনবাগানের সবচেয়ে বড় চমক বলে মনে করা হচ্ছে ৷

শুধু তাই নয়, ট্রান্সফারের বাজারে এটিকে মোহনবাগান এবারের সবচেয়ে সক্রিয় দল ৷ যারা 2022-23 মরশুমের জন্য বেশ কয়েকজন ভালো ফুটবলারকে দলে সই করিয়েছে ৷ আর তাঁদের মধ্যে সবচেয়ে বড় সই ফ্লোরেন্টিন পোগবা ৷ যাঁকে দলে নেওয়া নিয়ে সবুজ-মেরুন কোচ জানিয়েছেন, ফ্লোরেন্টিনকে সই করানো কখনই সহজ কাজ ছিল না ৷ তাঁকে রাজি করানোর ক্ষেত্রেও ক্লাব কর্তৃপক্ষকে অনেক পরিশ্রম করতে হয়েছে ৷ বিশেষ করে এটিকে মোহনবাগানের ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত শোনার পরেই, নাকি ফ্লোরেন্টিন পোগবা সই করতে রাজি হয়েছেন ৷

আরও পড়ুন: বেঙ্গালুরু এফসি'র পথে বাগানের প্রাক্তন রয় কৃষ্ণা

জুয়ান ফেরান্দো জানান, এএফসি কাপের তিনটি ম্যাচ শেষ হওয়ার পরেই মোহনবাগান বাঁ পায়ে খেলতে স্বচ্ছন্দ এমন একজন উন্নতমানে সেন্টার ব্যাকের খোঁজ করছিল ৷ আর সেখানে ফ্লোরেন্টিন মোহনবাগানের পরিকল্পনা অনুযায়ী, একেবার সঠিক ফুটবলার বলে জানান ফেরান্দো ৷ মোহনবাগান ক্লাব ফ্লোরেন্টিন পোগবাকে দীর্ঘ কয়েকমাস ধরে নিজেদের নজরে রেখেছিল ৷ তাঁর আগের ক্লাবের হয়ে পারফর্ম্যান্সও খতিয়ে দেখা হয় ৷ তারপরেই গতমাসে ফ্লোরেন্টিন পোগবার সঙ্গে আলোচনা শুরু করা হয় ৷ যা দারুণভাবে সফলও হয়েছে ৷

কলকাতা, 17 জুলাই: সেন্ট্রাল ডিফেন্ডার ফ্লোরেন্টিন পোগবাকে এটিকে মোহনবাগানে আসতে রাজি করানো সহজ ছিল না (ATK Mohun Bagan Did A Hard Work to Convince Florentin Pogba to Sign) ৷ এমনটাই জানালেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) ৷ ফ্রান্সের তারকা ফুটবলার পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবাকে সই করানো এবারের আইএসএল-এ মোহনবাগানের সবচেয়ে বড় চমক বলে মনে করা হচ্ছে ৷

শুধু তাই নয়, ট্রান্সফারের বাজারে এটিকে মোহনবাগান এবারের সবচেয়ে সক্রিয় দল ৷ যারা 2022-23 মরশুমের জন্য বেশ কয়েকজন ভালো ফুটবলারকে দলে সই করিয়েছে ৷ আর তাঁদের মধ্যে সবচেয়ে বড় সই ফ্লোরেন্টিন পোগবা ৷ যাঁকে দলে নেওয়া নিয়ে সবুজ-মেরুন কোচ জানিয়েছেন, ফ্লোরেন্টিনকে সই করানো কখনই সহজ কাজ ছিল না ৷ তাঁকে রাজি করানোর ক্ষেত্রেও ক্লাব কর্তৃপক্ষকে অনেক পরিশ্রম করতে হয়েছে ৷ বিশেষ করে এটিকে মোহনবাগানের ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত শোনার পরেই, নাকি ফ্লোরেন্টিন পোগবা সই করতে রাজি হয়েছেন ৷

আরও পড়ুন: বেঙ্গালুরু এফসি'র পথে বাগানের প্রাক্তন রয় কৃষ্ণা

জুয়ান ফেরান্দো জানান, এএফসি কাপের তিনটি ম্যাচ শেষ হওয়ার পরেই মোহনবাগান বাঁ পায়ে খেলতে স্বচ্ছন্দ এমন একজন উন্নতমানে সেন্টার ব্যাকের খোঁজ করছিল ৷ আর সেখানে ফ্লোরেন্টিন মোহনবাগানের পরিকল্পনা অনুযায়ী, একেবার সঠিক ফুটবলার বলে জানান ফেরান্দো ৷ মোহনবাগান ক্লাব ফ্লোরেন্টিন পোগবাকে দীর্ঘ কয়েকমাস ধরে নিজেদের নজরে রেখেছিল ৷ তাঁর আগের ক্লাবের হয়ে পারফর্ম্যান্সও খতিয়ে দেখা হয় ৷ তারপরেই গতমাসে ফ্লোরেন্টিন পোগবার সঙ্গে আলোচনা শুরু করা হয় ৷ যা দারুণভাবে সফলও হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.