মারগাও, 3 মার্চ : কোভিড কাঁটা, চোট সমস্যা কাটিয়ে অনেক দিন পরে প্রথম একাদশে ফিরলেন রয় কৃষ্ণা । পরিচিত ছন্দে না ফিরলেও স্কোরিং বুটটা হারিয়ে ফেলেননি ফিজিয়ান স্ট্রাইকার ৷ জনি কাউকোর ডিফেন্স চেরা পাস ধরে তাঁর করা একমাত্র গোলেই চেন্নাইয়িন এফসি-কে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রইল বাগান (ATK Mohun Bagan beat Chennaiyin FC) ।
হুগো বুমোস, ডেভিড উইলিয়ামসকে ছাড়া দলের বাকি বিদেশিদের নিয়ে প্রথম একাদশ গড়েছিলেন জুয়ান ফেরান্দো । তাঁর পরিকল্পনায় যে খাদ ছিল না তা বিরতির আগে দলের পারফরম্যান্সে প্রমাণিত । গোটা মাঠে দাপিয়ে বেড়ালেন মেরিনার্সরা । উল্টোদিকে প্রতিপক্ষের চাপ সামলালেন সাবির পাশার ছেলেরাও । কিন্তু জনি কাউকোর অসাধারণ ফুটবল নৈপুণ্য এবং রয় কৃষ্ণার ফিনিশিংয়ে এটিকে মোহনবাগানের মিশন 37 সফল ।
বিরতির পরে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে চেন্নাইয়িন । যদিও একাধিকবার প্রতিপক্ষের গোলমুখ খুলে ফেললেও বল গোল লাইন পার করাতে ব্যর্থ রহিম আলি, জবি জাস্টিনরা ।
-
WE ARE THROUGH TO THE SEMIFINALS! 💚♥️
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
A brilliant job once again by the Green & Maroon brigade. 👏#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #CFCATKMB pic.twitter.com/CR5JAk7Zad
">WE ARE THROUGH TO THE SEMIFINALS! 💚♥️
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 3, 2022
A brilliant job once again by the Green & Maroon brigade. 👏#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #CFCATKMB pic.twitter.com/CR5JAk7ZadWE ARE THROUGH TO THE SEMIFINALS! 💚♥️
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 3, 2022
A brilliant job once again by the Green & Maroon brigade. 👏#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #CFCATKMB pic.twitter.com/CR5JAk7Zad
আরও পড়ুন : Eb Gets Invitaion From Bangladesh : শেখ রাসেল ক্রীড়াচক্রের আমন্ত্রণ লাল-হলুদকে, আরও জোরাল বিনিয়োগের সম্ভাবনা
7 মার্চ মোহনবাগানের প্রতিপক্ষ জামশেদপুর এফসি । শুক্রবার ওড়িশা এফসির বিরুদ্ধে ইস্পাতনগরী জয় পেলে তারা 40 পয়েন্টে পৌঁছে যাবে । সেক্ষেত্রে বাগানকে লিগ চ্যাম্পিয়ন হতে গেলে শেষ দুই ম্যাচেই হারতে হবে জামশেদপুরকে ৷ তার আগে প্রতিপক্ষকে চাপে রাখার কাজটা সেরে রাখল গঙ্গাপাড়ের ক্লাব ৷