কলকাতা, 25 জুন: শনিবার রাতে নেপালের বিরুদ্ধে ভারতের জয়ের রেশ এখনও টাটকা ফুটবল অনুরাগীদের মননে ৷ রবিবাসরীয় সকালে সেই ফিল গুড আবহেই আসন্ন মরশুমের সবচেয়ে বড় সাইনিংয়ের ঘোষণাটা সেরে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ আলবেনিয়ার জাতীয় দলের স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে দলে নিয়ে চমক দিল সবুজ-মেরুন।
আলবেনিয়ার 32 বছর বয়সি স্ট্রাইকার সাদিকুর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস ৷ 2016 ইউরো কাপে প্রতিযোগিতায় প্রথম জয় পেয়েছিল দক্ষিণ-পূর্ব ইউরোপের ছোট্ট দেশটি ৷ রোমানিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সেই জয়ের ম্যাচে একমাত্র গোলটি এসেছিল সাদিকুর হেডে ৷ জাতীয় দলের জার্সিতে 38 ম্যাচে 12 গোল করা আলবেনিয়ার তারকা দু'বছরের চুক্তিতে সবুজ-মেরুন জার্সি পরছেন। বক্সের বাইরে কিংবা ভিতরে নিশানায় অব্যর্থ সাদিকু স্পেনের দ্বিতীয় ডিভিশনে ক্লাব এফসি কার্তাহেনা থেকে এদেশে খেলতে আসছেন। প্রসিদ্ধ স্প্যানিশ ক্লাব লেভান্তে এবং মালাগা-সহ ইউরোপিয়ান ক্লাব ফুটবলে 400 ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন সাদিকু আসায় আসন্ন মরশুমের বাগানের স্ট্রাইকিং ফোর্সে শক্তি যে আরও কয়েকগুণ বাড়ল, তা বলাই বাহুল্য।
দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসের সঙ্গে আপফ্রন্টে জুটি বাঁধতে চলেছেন সাদিকু ৷ স্পেন ছাড়াও পোল্যান্ড, বলিভিয়া, তুরস্কের একাধিক ক্লাবে খেলেছেন বাগানের নয়া তারকা। আলবেনিয়ার যুব দলের হয়ে নিয়মিত গোল করা সাদিকু আলবেনিয়ার সিনিয়র দলেরও নিয়মিত সদস্য। ভারতীয় ফুটবলে খেলতে আসার আগ্রহের কথা শোনাতে গিয়ে সাদিকু বলছেন, "স্পেনে ভারতীয় ফুটবল সম্পর্কে ভালো ধারণা তৈরি হয়েছে। ভারতে খেলে যাওয়া স্প্যানিশ ফুটবলাররা ভালোই ধারণা পোষণ করছেন। তাই প্রস্তাব পাওয়ার পর আমি বিষয়টি নিয়ে আগ্রহী হয়েছিলাম এবং সম্মতি জানাই। 133 বছরের পুরনো ক্লাব মোহনবাগান। সেই ঐতিহ্য সম্পর্কেও আমি আগ্রহী। তাদের জার্সি পরে খেলব ভেবে গর্বিত। আমি আবার ক্লাবের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সামিল হতে চাই।"
-
𝑨 𝑯𝒆𝒓𝒐 𝑪𝒂𝒏 𝑩𝒆 𝑨𝒏𝒚𝒐𝒏𝒆...
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
12 pm. Stay tuned.#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/su8DXRQZ3g
">𝑨 𝑯𝒆𝒓𝒐 𝑪𝒂𝒏 𝑩𝒆 𝑨𝒏𝒚𝒐𝒏𝒆...
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 25, 2023
12 pm. Stay tuned.#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/su8DXRQZ3g𝑨 𝑯𝒆𝒓𝒐 𝑪𝒂𝒏 𝑩𝒆 𝑨𝒏𝒚𝒐𝒏𝒆...
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 25, 2023
12 pm. Stay tuned.#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/su8DXRQZ3g
আরও পড়ুন: পাকিস্তানের পর এবার নেপালকে উড়িয়ে সাফের শেষ চারে ভারত
এদিকে নয়া ফুটবলার ঘোষণার সঙ্গে সঙ্গে গত মরশুমের বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়তে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। লিস্টন কোলাসো, প্রীতম কোটাল, পুইতিয়াদের নাম রয়েছে তালিকায় ৷