রিও ডি জেনেইরো, 21 নভেম্বর: 2021 সালে রিও শহরের মারাকানা স্টেডিয়ানে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্তিনা ৷ ব্রাজিলকে তাদের ঘরের মাঠে 2-0 হারিয়ে ৷ অনেকই মনে করেন এই স্টেডিয়াম থেকেই 2022 ফিফা বিশ্বকাপ জয়ের যাত্রা শুরু করেছিল নীল-সাদা ব্রিগেড ৷ সেই মারাকানাতে আবারও ফিরে এসেছে আর্জেন্তিনা ফুটবল দল ৷ এই মাঠে 28 বছরের ট্রফির খরা কেটেছিল আর্জেন্তিনার ৷ এমনকী লিওনেল মেসি আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ট্রফি এসেছিল এই মাঠেই ৷ এবার তাদের লক্ষ্য 2026 ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন ৷
ব্রাজিল ও আর্জেন্তিনা দুই দলই তাদের আগের ম্যাচ হেরেছে ৷ কলম্বিয়ার বিরুদ্ধে ব্রাজিল 2-1 গোলে হার হজম করেছে ৷ আর অন্যদিকে, আর্জেন্তিনা ঘরের মাঠে 0-2 গোলে উরুগুয়ের কাছে হেরেছে ৷ ব্রাজিলের বিরুদ্ধে দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকা গ্রুপের পরের ম্যাচ খেলতে নামবে ভারতীয় সময় বুধবার ভোরবেলা ৷ এই মুহূর্তে লাতিন আমেরিকা গ্রুপে আর্জেন্তিনা যোগ্যতা অর্জনের দৌড়ে একনম্বরে রয়েছে ৷ আর আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রাজিল রয়েছে 5 নম্বরে ৷
আর্জেন্তিনার পয়েন্ট 5 ম্যাচ খেলে 12 ৷ উরুগুয়ে 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ৷ কলম্বিয়া 9 পয়েন্টে তিন, ভেনেজুয়েলা 8 পয়েন্টে চার এবং ব্রাজিল 7 পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে রয়েছে ৷ সেখানেই গ্রুপের বাকি দল ইকুয়েডর, প্যারাগুয়ে ও চিলি 5 পয়েন্ট করে পেয়েছে, আর বলিভিয়া ও পেরু এক পয়েন্টে রয়েছে ৷ 2026 ফিফা বিশ্বকাপ আয়োজিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে ৷ যেখানে আয়োজক তিন দেশ-সহ প্রথমবার মোট 48টা দেশ অংশ নেবে ৷ ফলে 45টি দেশ যোগ্যতা অর্জন করতে পারবে মূলপর্বে ৷
লাতিন আমেরিকার গ্রুপ থেকে সরাসরি প্রথম 6টি দল মূলপর্বে যাবে ৷ আর সপ্তম দলকে ইন্টারকন্টিন্যান্টাল প্লে-অফ খেলে মূলপর্বের জন্য যোগ্যতা অর্জন করতে হবে ৷ উল্লেখ্য, এ দিন আর্জেন্তিনা দল রিও ডি জেনিরোতে পৌঁছনোর সঙ্গেই, বহু আর্জেন্তাইন সমর্থকও সেখানে উপস্থিত হয়েছে ৷ টিম হোটেলের বাইরে কয়েকশো সমর্থককে এ দিন দেখা গিয়েছে ৷ যাঁরা করোনার কারণে মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল দেখতে পারেননি ৷ তবে, স্থানীয় সময় মঙ্গলবার রাতের টিকিট পেয়ে গিয়েছেন তাঁরা সকলে ৷
আরও পড়ুন: