ETV Bharat / sports

Archery World Cup : জোড়া ফাইনালে দেশের তিরন্দাজরা, নজর অতনু-দীপিকার দিকে

author img

By

Published : Jun 26, 2021, 4:45 PM IST

মিক্সড টিমের ফাইনালে উঠেছেন বঙ্গ তিরন্দাজ দম্পতি অতনু দাস ও দীপিকা কুমারী ৷ এছাড়া মহিলা রিকার্ভ টিমও বিশ্বকাপের ফাইনালে উঠেছে ৷

Archery
Archery

প্যারিস, 26 জুন : তিরন্দাজিতে ভারতের সামনে জোড়া স্বর্ণ পদক জয়ের হাতছানি ৷ একদিকে বিশ্বকাপ স্টেজ থ্রি-র ফাইনালে উঠেছে মেয়েদের রিকার্ভ টিম ৷ পাশাপাশি গুয়াতেমালা সিটিতে বিশ্বকাপের মিক্সড টিম ফাইনালে উঠেছেন বাংলার তিরন্দাজ দম্পতি অতনু দাস এবং দীপিকা কুমারী ৷ রবিবার দুটি টিমই ফাইনাল খেলতে নামবে ৷ ফাইনালে ওঠা দুটি দলেই রয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারী ৷ রবিবাসরীয় ফাইনালে তাঁর দিকে তাকিয়ে গোটা দেশ ৷

হাতে একমাসেরও কম সময় ৷ 23 জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে টোকিয়ো অলিম্পিকস ৷ তার আগে তিরন্দাজিতে জোড়া সোনার পদক জয়ের সুযোগ ভারতের সামনে ৷ প্যারিসের গুয়াতেমালা সিটিতে চলতি আর্চারি বিশ্বকাপের ফাইনালে উঠেছে তিন সদস্যের ভারতীয় মেয়েদের রিকার্ভ টিম ৷ ওই দলে রয়েছেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভগৎ এবং কোমালিকা বারি ৷ ফাইনালে ওঠার পথে 6-2 ব্যবধানে ফ্রান্সকে হারায় ভারত ৷ রবিবার ফাইনালে দীপিকাদের প্রতিপক্ষ মেক্সিকো ৷

আরও পড়ুন : PV Sindhu : টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতকা বহন করবেন সিন্ধু !

বিশ্বকাপে নজর কেড়ে নিয়েছে দেশের তারকা তিরন্দাজ দম্পতি দীপিকা কুমারী ও অতনু দাস ৷ দু'জনে মিক্সড টিম ইভেন্টের তৃতীয় স্টেজের ফাইনালে উঠেছেন ৷ সেমিফাইনালে দীপিকা-অতনু জুটির প্রতিপক্ষ ছিল স্পেন ৷ 5-3 ব্যবধানে স্প্যানিশ জুটিকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে ভারতীয় মিক্সড টিম ৷ ফাইনালে তাদের প্রতি অগাধ আস্থা ভারতের ৷ তবে টোকিয়ো অলিম্পিকসের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতীয় মহিলা তিরন্দাজ দল ৷ প্যারিসে সোনা জিতলে টোকিয়োর টিকিট না পাওয়ার দুঃখ কিছুটা হলেও মিটবে ৷

প্যারিস, 26 জুন : তিরন্দাজিতে ভারতের সামনে জোড়া স্বর্ণ পদক জয়ের হাতছানি ৷ একদিকে বিশ্বকাপ স্টেজ থ্রি-র ফাইনালে উঠেছে মেয়েদের রিকার্ভ টিম ৷ পাশাপাশি গুয়াতেমালা সিটিতে বিশ্বকাপের মিক্সড টিম ফাইনালে উঠেছেন বাংলার তিরন্দাজ দম্পতি অতনু দাস এবং দীপিকা কুমারী ৷ রবিবার দুটি টিমই ফাইনাল খেলতে নামবে ৷ ফাইনালে ওঠা দুটি দলেই রয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারী ৷ রবিবাসরীয় ফাইনালে তাঁর দিকে তাকিয়ে গোটা দেশ ৷

হাতে একমাসেরও কম সময় ৷ 23 জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে টোকিয়ো অলিম্পিকস ৷ তার আগে তিরন্দাজিতে জোড়া সোনার পদক জয়ের সুযোগ ভারতের সামনে ৷ প্যারিসের গুয়াতেমালা সিটিতে চলতি আর্চারি বিশ্বকাপের ফাইনালে উঠেছে তিন সদস্যের ভারতীয় মেয়েদের রিকার্ভ টিম ৷ ওই দলে রয়েছেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভগৎ এবং কোমালিকা বারি ৷ ফাইনালে ওঠার পথে 6-2 ব্যবধানে ফ্রান্সকে হারায় ভারত ৷ রবিবার ফাইনালে দীপিকাদের প্রতিপক্ষ মেক্সিকো ৷

আরও পড়ুন : PV Sindhu : টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতকা বহন করবেন সিন্ধু !

বিশ্বকাপে নজর কেড়ে নিয়েছে দেশের তারকা তিরন্দাজ দম্পতি দীপিকা কুমারী ও অতনু দাস ৷ দু'জনে মিক্সড টিম ইভেন্টের তৃতীয় স্টেজের ফাইনালে উঠেছেন ৷ সেমিফাইনালে দীপিকা-অতনু জুটির প্রতিপক্ষ ছিল স্পেন ৷ 5-3 ব্যবধানে স্প্যানিশ জুটিকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে ভারতীয় মিক্সড টিম ৷ ফাইনালে তাদের প্রতি অগাধ আস্থা ভারতের ৷ তবে টোকিয়ো অলিম্পিকসের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতীয় মহিলা তিরন্দাজ দল ৷ প্যারিসে সোনা জিতলে টোকিয়োর টিকিট না পাওয়ার দুঃখ কিছুটা হলেও মিটবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.