একতেরিনবার্গ(রাশিয়া), 21 সেপ্টেম্বর : প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতলেন অমিত পাংঘাল ৷ আজ ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন শাখোবিদিন জ়ইরোভের কাছে হেরে সোনা জয়ের একধাপ আগেই থেমে যেতে হল তাঁকে ৷
ফাইনালের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন শাখোবিদিন ৷ ব্যাকফুটে পড়ে যান অমিত ৷ ডিফেন্সিভ খেলতে থাকেন তিনি ৷ পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও ম্যাচে আধিপত্য ছিল অলিম্পিক চ্যাম্পিয়নের ৷ শেষ পর্যন্ত 5-0 ব্যবধানে হেরে রূপোতেই সন্তুষ্ট থাকতে হয় অমিতকে ৷
ফাইনালে হেরে গেলেও একেবার ভেঙে পড়তে রাজি নন অমিত ৷ তিনি বলেন, "আমার মনে হয়, আজ আমার পাঞ্চে কিছুটা শক্তির অভাব ছিল ৷ আমি এটা নিয়ে কাজ করব ৷ আমার থেকে বেশিদিন ধরে এই বিভাগে খেলছেন জ়ইরোভ ৷ আজ ওটাই তাঁকে অনেকটা সাহায্য করল ৷ যাই হোক, এটা আমার ক্যারিয়ারের সবথেকে বড় পদক ৷ দেশকে এই পদক উৎসর্গ করছি৷ "
-
#SilverMedal #AIBAWorldBoxingChampionships #yekatrinburg #Russia देश वासियों के प्यार बना रहे।🇮🇳🇮🇳🇮🇳 जय हिंद। pic.twitter.com/W0KMtOS5P8
— Amit Panghal (@Boxerpanghal) September 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#SilverMedal #AIBAWorldBoxingChampionships #yekatrinburg #Russia देश वासियों के प्यार बना रहे।🇮🇳🇮🇳🇮🇳 जय हिंद। pic.twitter.com/W0KMtOS5P8
— Amit Panghal (@Boxerpanghal) September 21, 2019#SilverMedal #AIBAWorldBoxingChampionships #yekatrinburg #Russia देश वासियों के प्यार बना रहे।🇮🇳🇮🇳🇮🇳 जय हिंद। pic.twitter.com/W0KMtOS5P8
— Amit Panghal (@Boxerpanghal) September 21, 2019