ETV Bharat / sports

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস অমিতের, পদক উৎসর্গ দেশকে - অমিত পাংঘাল

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতলেন অমিত পাংঘাল ৷ আজ ফাইনালে শাখোবিদিন জ়ইরোভের কাছে হেরে যান তিনি ৷

অমিত
author img

By

Published : Sep 21, 2019, 11:59 PM IST

একতেরিনবার্গ(রাশিয়া), 21 সেপ্টেম্বর : প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতলেন অমিত পাংঘাল ৷ আজ ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন শাখোবিদিন জ়ইরোভের কাছে হেরে সোনা জয়ের একধাপ আগেই থেমে যেতে হল তাঁকে ৷

ফাইনালের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন শাখোবিদিন ৷ ব্যাকফুটে পড়ে যান অমিত ৷ ডিফেন্সিভ খেলতে থাকেন তিনি ৷ পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও ম্যাচে আধিপত্য ছিল অলিম্পিক চ্যাম্পিয়নের ৷ শেষ পর্যন্ত 5-0 ব্যবধানে হেরে রূপোতেই সন্তুষ্ট থাকতে হয় অমিতকে ৷

ফাইনালে হেরে গেলেও একেবার ভেঙে পড়তে রাজি নন অমিত ৷ তিনি বলেন, "আমার মনে হয়, আজ আমার পাঞ্চে কিছুটা শক্তির অভাব ছিল ৷ আমি এটা নিয়ে কাজ করব ৷ আমার থেকে বেশিদিন ধরে এই বিভাগে খেলছেন জ়ইরোভ ৷ আজ ওটাই তাঁকে অনেকটা সাহায্য করল ৷ যাই হোক, এটা আমার ক্যারিয়ারের সবথেকে বড় পদক ৷ দেশকে এই পদক উৎসর্গ করছি৷ "

একতেরিনবার্গ(রাশিয়া), 21 সেপ্টেম্বর : প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতলেন অমিত পাংঘাল ৷ আজ ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন শাখোবিদিন জ়ইরোভের কাছে হেরে সোনা জয়ের একধাপ আগেই থেমে যেতে হল তাঁকে ৷

ফাইনালের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন শাখোবিদিন ৷ ব্যাকফুটে পড়ে যান অমিত ৷ ডিফেন্সিভ খেলতে থাকেন তিনি ৷ পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও ম্যাচে আধিপত্য ছিল অলিম্পিক চ্যাম্পিয়নের ৷ শেষ পর্যন্ত 5-0 ব্যবধানে হেরে রূপোতেই সন্তুষ্ট থাকতে হয় অমিতকে ৷

ফাইনালে হেরে গেলেও একেবার ভেঙে পড়তে রাজি নন অমিত ৷ তিনি বলেন, "আমার মনে হয়, আজ আমার পাঞ্চে কিছুটা শক্তির অভাব ছিল ৷ আমি এটা নিয়ে কাজ করব ৷ আমার থেকে বেশিদিন ধরে এই বিভাগে খেলছেন জ়ইরোভ ৷ আজ ওটাই তাঁকে অনেকটা সাহায্য করল ৷ যাই হোক, এটা আমার ক্যারিয়ারের সবথেকে বড় পদক ৷ দেশকে এই পদক উৎসর্গ করছি৷ "

Bengaluru, Sep 21 (ANI): Congress and JDS have called out the new Karnataka government led by Chief Minister B.S. Yeddyurappa for freezing civic grants worth Rs 642 crores which was allocated by previous HD Kumaraswamy-led coalition government across the state. Karnataka Congress Pradesh Committee (KPCC) president Dinesh Gundu Rao accused state BJP government of "partisan politics" said except in special cases, no new government stops work started by the previous government, adding that "all works have been stopped" by the Yeddyurappa government. Janata Dal Secular leader Ramesh Babu said Yeddyurappa is doing "vengeance politics" as the state government has recalled funds allotted to Congress and JDS constituencies for work in irrigation and rural and urban development.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.