ETV Bharat / sports

বড় পদক্ষেপ ফেডারেশনের, ওয়েঙ্গারের উপস্থিতিতে ওড়িশায় ট্যালেন্ট অ্যাকাডেমির মউ স্বাক্ষর ফিফার সঙ্গে

AIFF FIFA Talent Academy at Odisha: ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে বড় পদক্ষেপ নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ওড়িশা সরকার ৷ দু'পক্ষের মধ্যে স্বাক্ষরিত হল একটি মউ চুক্তি ৷ এবার ওড়িশায় ফিফা এবং ভারতীয় ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে তৈরি হবে একটি ট্যালেন্ট অ্যাকাডেমি ৷

AIFF FIFA Talent Academy at Odisha
ফুটবলের উন্নতির স্বার্থে ওড়িশায় এআইএফএফ-ফিফা ট্যালেন্ট অ্যাকাডেমি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 9:35 PM IST

ভুবনেশ্বর, 21 নভেম্বর: ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে বড় পদক্ষেপ নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ওড়িশা সরকার ৷ মঙ্গলবার ফিফা'র একটি মউ চুক্তি স্বাক্ষর করেছে দু'পক্ষ ৷ চুক্তি অনুযায়ী, ওড়িশা ফুটবল অ্যাকাডেমিতে তৈরি করা হবে একটি এআইএফএফ-ফিফা ট্যালেন্ট অ্যাকাডেমি ৷ ফিফার গ্লোবাল ফুটবল ডেভলপমেন্ট বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গারের উপস্থিতিতে তৈরি হবে এই অ্যাকােডেমি ৷ তরুণ ফুটবলার তৈরি করার উপর জোর দেবে এই সংস্থা ৷

মঙ্গলবার এই মউ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি কল্য়াণ চৌবে এবং ওড়িশা সরকারের স্পোর্টস অ্যান্ড ইয়ুথ সার্ভিসেস বিভাগের কমিশনার তথা সেক্রেটারি আর ভিনিল কৃষ্ণা ৷ সঙ্গে ছিলেন ওড়িশার ক্রীড়ামন্ত্রী তুষার কান্তি বেরাও ৷ কল্যাণ বলেন, "ওড়িশা সরকার ও ফিফা প্রেসিডেন্টকে ধন্যবাদ ভারতীয় ফুটবলকে যতটা সম্ভব সাহায্য় করার জন্য ৷ তাঁদের সহায়তার জেরেই আজ আর্সেনে ওয়েঙ্গার ভারতে এসেছেন ৷"

তিনি আরও বলেন, "তাঁর পরামর্শ, নেতৃত্ব, টেকনিক্যাল কলাকৌশল এবং স্ট্র্যাটেজি ভারতের স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে ৷ আসুন আজ আমরা একটা লক্ষ্য ঠিক করি, আমরা অনূর্ধ্ব-17 বিশ্বকাপে দক্ষতা দিয়ে জায়গা করে নেব ৷ আর পরে সিনিয়রদের বিশ্বকাপেও ৷ আমার আশা এআইএফএফ-ফিফা ট্যালেন্ট অ্যাকাডেমি আমাদের তিন বছরে সেরা অনূর্ধ্ব-17 দল খুঁজে পেতে সাহায্য় করবে ৷"

ওয়েঙ্গারও ভারতে এসে ভীষণ খুশি ৷ তিনি বলেন, "আমার টিম নিয়ে ভারতে আসতে পেরে আমি ভীষণ খুশি ৷ যে সুযোগ সুবিধা ওড়িশায় রয়েছে তা সত্যিই দারুণ ৷ আমরা দেখেছি 211টি দেশের বেশিরভাগ দেশেই তরুণদের সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় না ৷ সেরা দেশগুলো কিন্তু এর উপরেই জোর দেয় ৷ আর এখনে বহু ছেলে মেয়ে সুযোগটাই পায় না ৷ আমাদের এই টিমের লক্ষ্যই হল প্রত্যেক প্রতিভাকে সঠিক সুযোগ দেওয়া ৷ ভারতীয় প্রতিভাদের নির্বাচন করে তাঁদের সঠিক শিক্ষার মাধ্যমে দুরন্ত খেলোয়াড় তৈরি করা ৷ কতদিন লাগবে জানি না, তবে শিক্ষা না-পেলে আমরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে যাব ৷"

ভুবনেশ্বরকে বেছে নেওয়ার জন্য ফিফাকে ধন্য়বাদ জানিয়েছেন ভিনিল কৃষ্ণা ৷ অন্যদিকে ক্রীড়ামন্ত্রী তুষার কান্তি বেরা বলেন, "এআইএফএফ-ফিফা ট্যালেন্ট অ্যাকাডেমি ভারতে এই প্রথম ৷ ওড়িশা যেভাবে ক্রীড়াক্ষেত্রে সারা বিশ্বের জন্য একটি হাব হয়ে উঠছে এটাই তার প্রমাণ ৷"

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচ খেলতে 2 বছর মারাকানায় ফিরল আর্জেন্তিনা, প্রতিপক্ষ ব্রাজিল
  2. 'হারানোর কিছু নেই', কাতার ম্যাচের আগে অলআউট খেলার বার্তা কোচ ইগর স্টিম্যাচের

ভুবনেশ্বর, 21 নভেম্বর: ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে বড় পদক্ষেপ নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ওড়িশা সরকার ৷ মঙ্গলবার ফিফা'র একটি মউ চুক্তি স্বাক্ষর করেছে দু'পক্ষ ৷ চুক্তি অনুযায়ী, ওড়িশা ফুটবল অ্যাকাডেমিতে তৈরি করা হবে একটি এআইএফএফ-ফিফা ট্যালেন্ট অ্যাকাডেমি ৷ ফিফার গ্লোবাল ফুটবল ডেভলপমেন্ট বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গারের উপস্থিতিতে তৈরি হবে এই অ্যাকােডেমি ৷ তরুণ ফুটবলার তৈরি করার উপর জোর দেবে এই সংস্থা ৷

মঙ্গলবার এই মউ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি কল্য়াণ চৌবে এবং ওড়িশা সরকারের স্পোর্টস অ্যান্ড ইয়ুথ সার্ভিসেস বিভাগের কমিশনার তথা সেক্রেটারি আর ভিনিল কৃষ্ণা ৷ সঙ্গে ছিলেন ওড়িশার ক্রীড়ামন্ত্রী তুষার কান্তি বেরাও ৷ কল্যাণ বলেন, "ওড়িশা সরকার ও ফিফা প্রেসিডেন্টকে ধন্যবাদ ভারতীয় ফুটবলকে যতটা সম্ভব সাহায্য় করার জন্য ৷ তাঁদের সহায়তার জেরেই আজ আর্সেনে ওয়েঙ্গার ভারতে এসেছেন ৷"

তিনি আরও বলেন, "তাঁর পরামর্শ, নেতৃত্ব, টেকনিক্যাল কলাকৌশল এবং স্ট্র্যাটেজি ভারতের স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে ৷ আসুন আজ আমরা একটা লক্ষ্য ঠিক করি, আমরা অনূর্ধ্ব-17 বিশ্বকাপে দক্ষতা দিয়ে জায়গা করে নেব ৷ আর পরে সিনিয়রদের বিশ্বকাপেও ৷ আমার আশা এআইএফএফ-ফিফা ট্যালেন্ট অ্যাকাডেমি আমাদের তিন বছরে সেরা অনূর্ধ্ব-17 দল খুঁজে পেতে সাহায্য় করবে ৷"

ওয়েঙ্গারও ভারতে এসে ভীষণ খুশি ৷ তিনি বলেন, "আমার টিম নিয়ে ভারতে আসতে পেরে আমি ভীষণ খুশি ৷ যে সুযোগ সুবিধা ওড়িশায় রয়েছে তা সত্যিই দারুণ ৷ আমরা দেখেছি 211টি দেশের বেশিরভাগ দেশেই তরুণদের সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় না ৷ সেরা দেশগুলো কিন্তু এর উপরেই জোর দেয় ৷ আর এখনে বহু ছেলে মেয়ে সুযোগটাই পায় না ৷ আমাদের এই টিমের লক্ষ্যই হল প্রত্যেক প্রতিভাকে সঠিক সুযোগ দেওয়া ৷ ভারতীয় প্রতিভাদের নির্বাচন করে তাঁদের সঠিক শিক্ষার মাধ্যমে দুরন্ত খেলোয়াড় তৈরি করা ৷ কতদিন লাগবে জানি না, তবে শিক্ষা না-পেলে আমরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে যাব ৷"

ভুবনেশ্বরকে বেছে নেওয়ার জন্য ফিফাকে ধন্য়বাদ জানিয়েছেন ভিনিল কৃষ্ণা ৷ অন্যদিকে ক্রীড়ামন্ত্রী তুষার কান্তি বেরা বলেন, "এআইএফএফ-ফিফা ট্যালেন্ট অ্যাকাডেমি ভারতে এই প্রথম ৷ ওড়িশা যেভাবে ক্রীড়াক্ষেত্রে সারা বিশ্বের জন্য একটি হাব হয়ে উঠছে এটাই তার প্রমাণ ৷"

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচ খেলতে 2 বছর মারাকানায় ফিরল আর্জেন্তিনা, প্রতিপক্ষ ব্রাজিল
  2. 'হারানোর কিছু নেই', কাতার ম্যাচের আগে অলআউট খেলার বার্তা কোচ ইগর স্টিম্যাচের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.