ETV Bharat / sports

Achinta in Kolkata: ঘরে ফিরলেন সোনার ছেলে, অচিন্ত্যকে নিতে বিমানবন্দরে গোটা দেউলপুর - অচিন্ত্যকে নিতে বিমানবন্দরে গোটা দেউলপুর

ছেলেকে বাড়ি নিয়ে যেতে কলকাতা বিমানবন্দরে ঢল নামে মানুষের, ভেঙে পড়ে গোটা দেউলপুর । এলাকা কচিকাঁচা থেকে যুবকে, সকলেই চলে আসেন বিমানবন্দরে । ফুল-মালা সহকারে অচিন্ত্যকে বরণ করে নেওয়া হয় বিমানবন্দর চত্বরে । ঢোল বাজিয়ে চলতে থাকে সেলিব্রেশন (Achinta in Kolkata) ।

CWG 2022
কমনওয়েলথ গেমসে সোনা জিতে শহরে ফিরলেন ঘরের ছেলে ভারোত্তোলক অচিন্ত্য শিউলি
author img

By

Published : Aug 9, 2022, 9:57 AM IST

কলকাতা, 9 অগস্ট: কমনওয়েলথ গেমসে সোনা পেয়েছেন বাংলার অচিন্ত্য শিউলি । ভারোত্তোলনের 73 কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছেন হাওড়ার তরুণ । একাদশতম বাঙালি হিসাবে কমনওয়েলথে সোনা জেতাই শুধু নয়, অচিন্ত্য গেমস রেকর্ড গড়েছেন মোট 313 কিলো তুলে । বার্মিংহ্যামে বাজিমাত করে এবার ঘরে ফিরলেন সোনার ছেলে (Achinta Sheuli back to Kolkata) ।

কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবন বন্দ্যোপাধ্যায় । বিমানবন্দরে অচিন্ত্য শিউলিকে ফুলের স্তবক ও মুকুট পরিয়ে সংবর্ধনা জানান ক্রীড়ামন্ত্রী ।

কমনওয়েলথ গেমসে সোনা জিতে শহরে ফিরলেন ঘরের ছেলে ভারোত্তোলক অচিন্ত্য শিউলি

এদিন ঘরের ছেলেকে বাড়ি নিয়ে যেতে কলকাতা বিমানবন্দরে ঢল নামে মানুষের, ভেঙে পড়ে গোটা দেউলপুর । এলাকা কচিকাঁচা থেকে যুবকে, সকলেই চলে আসেন বিমানবন্দরে । ফুল-মালা সহকারে অচিন্ত্যকে বরণ করে নেওয়া হয় বিমানবন্দর চত্বরে । ঢোল বাজিয়ে চলতে থাকে সেলিব্রেশন । বিমানবন্দরে দাঁড়িয়ে অচিন্ত্যর দাদা জানান, ভাইয়ের জন্য তাঁরা গর্বিত । বাড়িতে ভাইয়ের প্রিয় খাওয়ার কড়াইশুঁটির কচুরি ও আলুরদম হচ্ছে । অচিন্ত্যর কোচ অষ্টম দাস জানান, ইতিমধ্যেই আগামী এশিয়াডের জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন অচিন্ত্য ।

আরও পড়ুন : বিদায়বেলায় উজ্জ্বল! টেবল টেনিস সিঙ্গলসে সোনা আনলেন শরথ কমল

কলকাতা, 9 অগস্ট: কমনওয়েলথ গেমসে সোনা পেয়েছেন বাংলার অচিন্ত্য শিউলি । ভারোত্তোলনের 73 কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছেন হাওড়ার তরুণ । একাদশতম বাঙালি হিসাবে কমনওয়েলথে সোনা জেতাই শুধু নয়, অচিন্ত্য গেমস রেকর্ড গড়েছেন মোট 313 কিলো তুলে । বার্মিংহ্যামে বাজিমাত করে এবার ঘরে ফিরলেন সোনার ছেলে (Achinta Sheuli back to Kolkata) ।

কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবন বন্দ্যোপাধ্যায় । বিমানবন্দরে অচিন্ত্য শিউলিকে ফুলের স্তবক ও মুকুট পরিয়ে সংবর্ধনা জানান ক্রীড়ামন্ত্রী ।

কমনওয়েলথ গেমসে সোনা জিতে শহরে ফিরলেন ঘরের ছেলে ভারোত্তোলক অচিন্ত্য শিউলি

এদিন ঘরের ছেলেকে বাড়ি নিয়ে যেতে কলকাতা বিমানবন্দরে ঢল নামে মানুষের, ভেঙে পড়ে গোটা দেউলপুর । এলাকা কচিকাঁচা থেকে যুবকে, সকলেই চলে আসেন বিমানবন্দরে । ফুল-মালা সহকারে অচিন্ত্যকে বরণ করে নেওয়া হয় বিমানবন্দর চত্বরে । ঢোল বাজিয়ে চলতে থাকে সেলিব্রেশন । বিমানবন্দরে দাঁড়িয়ে অচিন্ত্যর দাদা জানান, ভাইয়ের জন্য তাঁরা গর্বিত । বাড়িতে ভাইয়ের প্রিয় খাওয়ার কড়াইশুঁটির কচুরি ও আলুরদম হচ্ছে । অচিন্ত্যর কোচ অষ্টম দাস জানান, ইতিমধ্যেই আগামী এশিয়াডের জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন অচিন্ত্য ।

আরও পড়ুন : বিদায়বেলায় উজ্জ্বল! টেবল টেনিস সিঙ্গলসে সোনা আনলেন শরথ কমল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.