দিল্লি, 2 জুন : রাজীব গান্ধি খেলরত্ন সম্মানের জন্য ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালের নাম মনোনীত করল ভারতীয় হকি ৷ পাশাপাশি অর্জুন সম্মান প্রদানের জন্য বন্দনা কাটারিয়া, মনিকা ও হরমনপ্রীত সিং-এর নাম প্রস্তাব দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে ধ্যানচাঁদ সম্মান লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য ভারতীয় প্রাক্তন হকি খেলোয়াড় আর পি সিং ও তুষার খান্ডেকর নামের প্রস্তাব দিয়েছে ভারতীয় হকি নিয়ামক সংস্থা ৷ এর পাশাপাশি দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতীয় জুনিয়র হকি দলের প্রাক্তন কোচ বি জে কারিয়াপ্পা ও রমেশ পাঠানিয়া ৷
2016 সালের 1 জানুয়ারি থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই তিন বছরের মধ্যে ভারতীয় খেলায় খেলোয়াড়দের অবদানের উপর ভিত্তি করে দেওয়া হবে রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার ৷
উল্লেখ্য, 2017 সালে হকি এশিয়ান কাপে (মহিলা) ভারতীয় জাতীয় মহিলা হকি দলকে ঐতিহাসিক জয়ের নেতৃত্ব দিয়েছিলেন রানি রামপাল ৷ 2018 সালে এশিয়ান গেমসে রুপোর পদক জয়ী হন ৷ পাশাপাশি 2019 সালে টোকিও অলিম্পিকে ভারতের যোগ্যতা নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রানি রামপাল ৷ 2016 ও 2020 সালে যথাক্রমে অর্জুন সম্মান ও পদ্মশ্রী সম্মানেও রানিকে সম্মানিত করা হয় ৷
অন্যদিকে ভারতীয় মহিলা দলের হয়ে 200টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বন্দনা ৷ জাতীয় স্তরে 150টি ম্যাচ খেলেছেন মনিকা ৷ 2019-এ জাপানের হিরোশিমায় FIH পর্বের ফাইনালে ভারতীয় মহিলা হকি দলের জয় ও 2020 সালে ভুবনেশ্বরে টোকিও অলিম্পিকে ভারতীয় দলের যোগ্যতা নির্ণয়েও উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ অন্যদিকে গত অলিম্পিকে রাশিয়ার বিরুদ্ধে ভারতীয় জাতীয় দলের যোগ্যতা নির্ণয়ে নিজের দায়িত্ব পালন করেছেন হরমনপ্রীত সিং ৷ 2020 সালে অলিম্পিক টেস্টে মনপ্রীত সিংয়ের অনুপস্থিতিতে তিনি দলের অধিনায়কের ভূমিকা পালন করেন ও দলকে জয় এনে দেন ৷
এবিষয়ে ভারতীয় হকির সভাপতি মহম্মদ মুস্তাকিউ আহমেদ বলেন, "সর্দার সিং-এর পর আর কোনও হকি খেলোয়াড় খেলরত্ন সম্মানে সম্মানিত হননি ৷ রানি ভারতীয় মহিলা হকিকে নতুন উচ্চতায় পৌঁছিয়ে দিয়েছেন ৷ এই সর্বোচ্চ সম্মানের উপযুক্ত তিনি ৷"
বিভিন্ন জাতীয় ফেডারেশনগুলির থেকে মনোনয়ন সংগ্রহ করার জন্য খুব শীঘ্রই ক্রীড়া মন্ত্রকের তরফে একটি প্যানেল গঠন করা হবে ৷ 29 অগাস্ট প্রদান করা হবে সম্মান ৷