ETV Bharat / sports

চিলির সিনিয়র মহিলা হকি দলকে আটকে দিল ভারতের জুনিয়াররা - ভারতীয় মহিলা জুনিয়ার দল

টুর অফ চিলির প্রথম তিনটি ম্যাচেই জয় তুলে নেওয়া ভারতীয় হকি দল প্রথম থেকেই দাপট নিয়েই খেলা শুরু করে ৷ কিন্তু প্রথম 15 মিনিটে সেভাবে সুযোগ তৈরি করতে পারছিলেন না ৷ অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর হকি খেলেন চিলির মেয়েরা ৷

ভারতীয় হকি দল
ভারতীয় হকি দল
author img

By

Published : Jan 22, 2021, 6:32 PM IST

স্যান্টিয়াগো, 22 জানুয়ারি : দুরন্ত পারফরমেন্স তুলে ধরলেন ভারতীয় মহিলা জুনিয়ার দল ৷ টুর অফ চিলির চতুর্থ ম্যাচে সেদেশের সিনিয়র মহিলা দলকে বিরুদ্ধে 2-2 গোলে ড্র করল ভারত ৷

ভারতের হয়ে গোল করলেন দীপিকা ও গগনদীপ কাউর ৷ 40 মিনিটে গোল করেন দীপিকা ৷ অন্যদিকে 55 মিনিটে গোল করলেন গগনদীপ ৷ দুইবারই পিছিয়ে থেকে গোল করে দলকে সমতায় ফেরান ভারতের মেয়েরা ৷

টুর অফ চিলির প্রথম তিনটি ম্যাচেই জয় তুলে নেওয়া ভারতীয় হকি দল প্রথম থেকেই দাপট নিয়েই খেলা শুরু করে ৷ কিন্তু প্রথম 15 মিনিটে সেভাবে সুযোগ তৈরি করতে পারছিলেন না ৷ অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর হকি খেলেন চিলির মেয়েরা ৷

21 মিনিটে চিলির হয়ে প্রথম গোল করেন মারিয়ানা ডেল জেসুস লাগোস ৷ কিন্তু দ্রুত ম্যাচে ফেরে ভারত ৷ এবং মাঝ মাঠের দখল নেয় ভারতের মেয়েরা ৷ ক্রমাগত চাপ বাড়িয়ে হাফ টাইমের আগেই সমতায় ফেরার মরিয়া চেষ্টা করে ভারত ৷

কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও, সেগুলি থেকে প্রয়োজনীয় গোল করতে পারছিলেন না ভারতের মেয়েরা ৷ কিন্তু দলগত প্রচেষ্টায় ম্যাচের 40 মিনিটে দুরন্ত গোল করেন দীপিকা ও স্কোর লেভেল করেন ৷

আরও পড়ুন : ভারতকে হারাতে হলে অ্য়াসেজের সুখস্মৃতি ভুলতে হবে ব্রিটিশদের :সোয়ান

কিন্তু 51 মিনিটে পেনাল্টি স্টোক থেকে গোল করে ফের লিড নেয় চিলি ৷ তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই গোল ৷ ম্যাচের 55 মনিটের মাথায় গোল করে ভারতকে সমতায় ফেরান গগনদীপ কাউর ৷

স্যান্টিয়াগো, 22 জানুয়ারি : দুরন্ত পারফরমেন্স তুলে ধরলেন ভারতীয় মহিলা জুনিয়ার দল ৷ টুর অফ চিলির চতুর্থ ম্যাচে সেদেশের সিনিয়র মহিলা দলকে বিরুদ্ধে 2-2 গোলে ড্র করল ভারত ৷

ভারতের হয়ে গোল করলেন দীপিকা ও গগনদীপ কাউর ৷ 40 মিনিটে গোল করেন দীপিকা ৷ অন্যদিকে 55 মিনিটে গোল করলেন গগনদীপ ৷ দুইবারই পিছিয়ে থেকে গোল করে দলকে সমতায় ফেরান ভারতের মেয়েরা ৷

টুর অফ চিলির প্রথম তিনটি ম্যাচেই জয় তুলে নেওয়া ভারতীয় হকি দল প্রথম থেকেই দাপট নিয়েই খেলা শুরু করে ৷ কিন্তু প্রথম 15 মিনিটে সেভাবে সুযোগ তৈরি করতে পারছিলেন না ৷ অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর হকি খেলেন চিলির মেয়েরা ৷

21 মিনিটে চিলির হয়ে প্রথম গোল করেন মারিয়ানা ডেল জেসুস লাগোস ৷ কিন্তু দ্রুত ম্যাচে ফেরে ভারত ৷ এবং মাঝ মাঠের দখল নেয় ভারতের মেয়েরা ৷ ক্রমাগত চাপ বাড়িয়ে হাফ টাইমের আগেই সমতায় ফেরার মরিয়া চেষ্টা করে ভারত ৷

কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও, সেগুলি থেকে প্রয়োজনীয় গোল করতে পারছিলেন না ভারতের মেয়েরা ৷ কিন্তু দলগত প্রচেষ্টায় ম্যাচের 40 মিনিটে দুরন্ত গোল করেন দীপিকা ও স্কোর লেভেল করেন ৷

আরও পড়ুন : ভারতকে হারাতে হলে অ্য়াসেজের সুখস্মৃতি ভুলতে হবে ব্রিটিশদের :সোয়ান

কিন্তু 51 মিনিটে পেনাল্টি স্টোক থেকে গোল করে ফের লিড নেয় চিলি ৷ তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই গোল ৷ ম্যাচের 55 মনিটের মাথায় গোল করে ভারতকে সমতায় ফেরান গগনদীপ কাউর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.