ETV Bharat / sports

অনুশীলনে খেলোয়াড়দের নিজেদের তোয়ালে ও বোতল ব্যবহারের নির্দেশ হকি ইন্ডিয়ার - corona impact on sports

লকডাউন পরবর্তী সময়ে খেলার মাঠে ও অনুশীলনের সময় কী কী নিয়ম মেনে চলতে হবে তা নিয়ে 20 পাতার একটি নির্দেশিকা জারি করেছে হকি ইন্ডিয়া ।

Hockey
Hockey
author img

By

Published : May 14, 2020, 6:43 PM IST

দিল্লি, 14 মে: লকডাউন ওঠার পর স্বাভাবিকভাবেই ছন্দে ফিরবে খেলার মাঠ । কিন্তু কোরোনা সংক্রমণ রুখতে সেখানেও খেলোয়াড়দের মেনে চলতে হবে একাধিক নিয়ম । লকডাউন পরবর্তী সময়ে খেলার মাঠে ও অনুশীলনের সময় কী কী নিয়ম মেনে চলতে হবে তা নিয়ে 20 পাতার একটি গাইডলাইন প্রকাশ করেছে হকি ইন্ডিয়া । নিয়মাবলীর মধ্যে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করাও বাধ্যতামূলক করেছে ভারতীয় হকি ফেডারেশন ।

নির্দেশিকায় বলা হয়েছে, খেলার সময়টুকু ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে খেলোয়াড়দের । পুরো মাঠটিকে চার ভাগে ভাগ করা হবে । অনুশীলনের সময় একসঙ্গে 4-6 জন থাকতে পারবে । 40x20m"-এর মধ্যে অনুশীলন করতে পারবে 4-6 জনের দলটি । খেলোয়াড়দের মাঝে 1 মিটারের দূরত্ব থাকবে । এভাবে কোরোনা সংক্রমণের সম্ভাবনা এড়িয়ে একসঙ্গে 3-4টি দল অনুশীলন করতে পারবে । শুধু তাই নয়, খেলার মাঝে সেলিব্রেশন করতে গিয়ে হাই ফাইভ, ফিস্ট বাম্প একেবারে নিষিদ্ধ ।

মহিলা হকি টিম
মহিলা হকি টিম

পাশাপাশি এখন থেকে খেলোয়াড়দের অনুশীলনে আসার আগে নিজেদের সব সরঞ্জাম নিয়ে আসতে হবে । যাতে চেঞ্জিং রুম এবং বাথরুমের ব্যবহার কম হয় । খেলোয়াড়দের নিজেদের তোয়ালে এবং জলের বোতল আনার নির্দেশও দেওয়া হয়েছে 20 পাতার ওই নির্দেশিকায় । ট্রেনিং গ্রাউন্ড ছাড়া জিম, পুল সেশনেও একই নিয়ম মেনে চলতে হবে । যে কাজগুলি বাড়ি থেকে করা সম্ভব যেমন রিকভারি সেশন, সেগুলি বাড়ি থেকেই করার কথা বলেছে হকি ইন্ডিয়া । অনুশীলনের পরে ব্যবহৃত সমস্ত সরঞ্জাম স্যানিটাইজ় করা হবে । খেলোয়াড় এবং স্টাফেদের আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে । কোনও ইভেন্টে যাওয়ার আগে ওই অ্যাপের মাধ্যমে নিজেদের শারিরীক পরিস্থিতি দেখে নিতে হবে । আরোগ্য সেতু অ্যাপে যদি সেফ বা লো রিস্ক দেখায় তবেই যাওয়ার অনুমতি মিলবে ।

অলিম্পিকের প্রস্তুতির জন্য লকডাউন শুরুর আগে থেকেই বেঙ্গালুরুর স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (SAI) সেন্টারে রয়েছে পুরুষ ও মহিলা সিনিয়র হকি দলের সদস্যরা । বুধবারের একটি বিশেষ বৈঠকে হকি খেলোয়াড়রা যাতে টোকিয়ো অলিম্পিকের প্রস্তুতি চালিয়ে যেতে পারে সেই প্রস্তাব দিয়েছে হকি ফেডারেশন । কোরোনা সংক্রমণের কারণে এক বছর পিছিয়ে গেছে টোকিয়ো অলিম্পিক । এতে প্রস্তুতির জন্য অনেকটাই সময় পাচ্ছে দেশের পুরুষ ও মহিলা হকি টিম । জুলাই থেকে বছরের শেষ পর্যন্ত এই প্রস্তুতি চালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে হকি ইন্ডিয়া ।

দিল্লি, 14 মে: লকডাউন ওঠার পর স্বাভাবিকভাবেই ছন্দে ফিরবে খেলার মাঠ । কিন্তু কোরোনা সংক্রমণ রুখতে সেখানেও খেলোয়াড়দের মেনে চলতে হবে একাধিক নিয়ম । লকডাউন পরবর্তী সময়ে খেলার মাঠে ও অনুশীলনের সময় কী কী নিয়ম মেনে চলতে হবে তা নিয়ে 20 পাতার একটি গাইডলাইন প্রকাশ করেছে হকি ইন্ডিয়া । নিয়মাবলীর মধ্যে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করাও বাধ্যতামূলক করেছে ভারতীয় হকি ফেডারেশন ।

নির্দেশিকায় বলা হয়েছে, খেলার সময়টুকু ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে খেলোয়াড়দের । পুরো মাঠটিকে চার ভাগে ভাগ করা হবে । অনুশীলনের সময় একসঙ্গে 4-6 জন থাকতে পারবে । 40x20m"-এর মধ্যে অনুশীলন করতে পারবে 4-6 জনের দলটি । খেলোয়াড়দের মাঝে 1 মিটারের দূরত্ব থাকবে । এভাবে কোরোনা সংক্রমণের সম্ভাবনা এড়িয়ে একসঙ্গে 3-4টি দল অনুশীলন করতে পারবে । শুধু তাই নয়, খেলার মাঝে সেলিব্রেশন করতে গিয়ে হাই ফাইভ, ফিস্ট বাম্প একেবারে নিষিদ্ধ ।

মহিলা হকি টিম
মহিলা হকি টিম

পাশাপাশি এখন থেকে খেলোয়াড়দের অনুশীলনে আসার আগে নিজেদের সব সরঞ্জাম নিয়ে আসতে হবে । যাতে চেঞ্জিং রুম এবং বাথরুমের ব্যবহার কম হয় । খেলোয়াড়দের নিজেদের তোয়ালে এবং জলের বোতল আনার নির্দেশও দেওয়া হয়েছে 20 পাতার ওই নির্দেশিকায় । ট্রেনিং গ্রাউন্ড ছাড়া জিম, পুল সেশনেও একই নিয়ম মেনে চলতে হবে । যে কাজগুলি বাড়ি থেকে করা সম্ভব যেমন রিকভারি সেশন, সেগুলি বাড়ি থেকেই করার কথা বলেছে হকি ইন্ডিয়া । অনুশীলনের পরে ব্যবহৃত সমস্ত সরঞ্জাম স্যানিটাইজ় করা হবে । খেলোয়াড় এবং স্টাফেদের আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে । কোনও ইভেন্টে যাওয়ার আগে ওই অ্যাপের মাধ্যমে নিজেদের শারিরীক পরিস্থিতি দেখে নিতে হবে । আরোগ্য সেতু অ্যাপে যদি সেফ বা লো রিস্ক দেখায় তবেই যাওয়ার অনুমতি মিলবে ।

অলিম্পিকের প্রস্তুতির জন্য লকডাউন শুরুর আগে থেকেই বেঙ্গালুরুর স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (SAI) সেন্টারে রয়েছে পুরুষ ও মহিলা সিনিয়র হকি দলের সদস্যরা । বুধবারের একটি বিশেষ বৈঠকে হকি খেলোয়াড়রা যাতে টোকিয়ো অলিম্পিকের প্রস্তুতি চালিয়ে যেতে পারে সেই প্রস্তাব দিয়েছে হকি ফেডারেশন । কোরোনা সংক্রমণের কারণে এক বছর পিছিয়ে গেছে টোকিয়ো অলিম্পিক । এতে প্রস্তুতির জন্য অনেকটাই সময় পাচ্ছে দেশের পুরুষ ও মহিলা হকি টিম । জুলাই থেকে বছরের শেষ পর্যন্ত এই প্রস্তুতি চালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে হকি ইন্ডিয়া ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.