কলকাতা, 13 নভেম্বর : বেটন কাপ চ্যাম্পিয়ন হল ইন্ডিয়ান অয়েল । পূর্বাঞ্চলীয় সাই কমপ্লেক্সের আস্ট্রোটার্ফের মাঠে অনুষ্ঠিত ফাইনালে ইন্ডিয়ান অয়েল 2-0 গোলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে পরাজিত করে ।
ফাইনালে করণজিৎ সিং ও গুরজিন্দর সিং ইন্ডিয়ান অয়েলের হয়ে গোল করেন । ভারতীয় পুরুষ দল টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করায় দেশের প্রথম সারির চল্লিশ জন জাতীয় তারকাকে কোনও প্রতিযোগিতায় খেলার ছাড়পত্র দেয়নি হকি ইন্ডিয়া । সেজন্য বেটন নিষ্প্রভ । তা সত্ত্বেও বেটন কাপের বেশ কয়েকটি ম্যাচে দুরন্ত প্রতিদ্বন্দ্বিতা এবারের টুর্নামেন্টের ইউএসপি ছিল ।
ফাইনালে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যপাল জগদীপ ধনকড়কে। উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ানরা । প্রত্যেকেই ভারতীয় হকি দলের পারফরম্যান্সের প্রশংসা করেন । কঠোর অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের মাধ্যমে তৈরি হলে অলিম্পিকের পদক অসম্ভব নয় বলে মনে করেন তাঁরা ।