ETV Bharat / sports

ভবানীপুরের বলজিৎ এখন ভারতীয় হকির কবীর খান - India Hockey Team

ভবানীপুরের বাসিন্দা বলজিৎ সিং সাইনি এখন দেশের হকি মহলের কবীর খান । বাংলা ছেড়ে বর্তমানে থাকেন জলন্ধরে । সেখানেই নিজের অ্যাকাডেমিতে নতুন হকি প্রতিভার অন্বেষণ ও তাঁদের গড়ে তোলার কাজ করেন । সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন ভারতীয় মহিলা জুনিয়র হকি টিমের কোচের ।

বলজিৎ
author img

By

Published : Jun 23, 2019, 11:29 PM IST

Updated : Jun 23, 2019, 11:48 PM IST

কলকাতা, 23 জুন : দেশের হকি মহলে এখন কবীর খান ভবানীপুরের বাসিন্দা বলজিৎ সিং সাইনি । বাংলা থেকে সাফল্যের সঙ্গে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন এই হকি চ্যাম্পিয়ন । তবে, বাংলা ছেড়ে বর্তমানে থাকেন জলন্ধরে । সেখানেই নিজের অ্যাকাডেমিতে নতুন হকি প্রতিভার অন্বেষণ ও তাঁদের গড়ে তোলার কাজ করেন । সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন ভারতীয় মহিলা জুনিয়র হকি টিমের কোচের ।

বাংলা ছেড়েছেন বেশ কয়েক বছর হল । ডাক পেলে বাংলায় আসতে দ্বিধা করেন না কখনও । গতকাল এসেছেন কলকাতায় । তারপর আজ বেশিরভাগ সময় কাটালেন কর্নেল নন্দী সিং হকি অ্যাকাডেমি আয়োজিত সাবজুনিয়র পর্যায়ের একটি হকি প্রতিযোগিতায় । অনেকটা ওয়ান ডে ফুটবলের আদলে ময়দানের কাস্টমস টেন্টের লনে আয়োজিত এই প্রতিযোগিতায় এসে তিনি জানান, এই মাঠে আধুনিক হকি সম্ভব নয় । কলকাতায় অ্যাস্ট্রোটার্ফ না হলে বাংলায় হকির উন্নতি সম্ভব নয় ।

ভিডিয়োয় শুনুন বলজিৎ সিং সাইনির বক্তব্য

তাঁর ছ'জন ছাত্রী এখন ভারতীয় মহিলা দলে । খেলছেন জাপানে । টোকিও অলিম্পিকের পাসওয়ার্ড পাওয়ার জন্য এই টুর্নামেন্টে সাফল্য জরুরি । তাঁদের নিয়ে আত্মবিশ্বাসী সাইনি । কোচ হিসেবে গর্বিতও । ঠিক অনেকটা চক দে ইন্ডিয়ার কবীর খানের আদল বাংলার এই প্রাক্তনের মধ্যে । সেই কারণে হকি মহলে "শাহরুখ কবীর খান" বলেই ডাকা হয় তাঁকে ।

মহিলা দলের কোচ বলে শুধু মহিলা দলই নয়, ছেলেদের হকির পারফরম্যান্স নিয়েও নতুনভাবে স্বপ্ন দেখছেন বলজিৎ । তাঁর মতে, বিশ্ব হকি ব়্যাঙ্কিংয়ে ভারতীয় দল এখন পাঁচ নম্বরে । চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার সুযোগ পেয়েছে । টোকিও অলিম্পিকে যোগ্যতা পাওয়াই এখন পাখির চোখ । তার জন্য আপাতত ভুবনেশ্বরে প্রথম ধাপ পেরনো সম্ভব হয়েছে । এবার শুধু ফাইনালের দিকে নজর । আর ভারতীয় দলে তারুণ্য ও অভিজ্ঞতা মিশ্রণই সাফল্যের মূল কথা বলে মনে করেন তিনি । দলের সিনিয়রদের চোট বাঁচিয়ে ব্যবহার করতে পারলে উপকার মিলবে বলেও আশাবাদী তিনি ।

দেশি-বিদেশি কোচের পার্থক্য নিয়ে প্রশ্ন করতে জানান, এই বিভাজনে তিনি যেতেই চান না । বিদেশি কোচের হাতে দায়িত্ব দেওয়ার মধ্যে ভুল নেই । তবে সংশ্লিষ্ট বিদেশি কোচকে ভারতীয় খেলোয়াড়দের মাঠ ও মাঠের বাইরের মানসিকতা বোঝা জরুরি। একই সঙ্গে জানিয়েছেন প্রথমেই সোনার স্বপ্ন দেখলে তা পূরণ করা সম্ভব নয় । প্রথমে ব্রোঞ্জ, তারপর রূপো এবং ধাপে ধাপে সোনা জয় করা সম্ভব ।

কলকাতা, 23 জুন : দেশের হকি মহলে এখন কবীর খান ভবানীপুরের বাসিন্দা বলজিৎ সিং সাইনি । বাংলা থেকে সাফল্যের সঙ্গে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন এই হকি চ্যাম্পিয়ন । তবে, বাংলা ছেড়ে বর্তমানে থাকেন জলন্ধরে । সেখানেই নিজের অ্যাকাডেমিতে নতুন হকি প্রতিভার অন্বেষণ ও তাঁদের গড়ে তোলার কাজ করেন । সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন ভারতীয় মহিলা জুনিয়র হকি টিমের কোচের ।

বাংলা ছেড়েছেন বেশ কয়েক বছর হল । ডাক পেলে বাংলায় আসতে দ্বিধা করেন না কখনও । গতকাল এসেছেন কলকাতায় । তারপর আজ বেশিরভাগ সময় কাটালেন কর্নেল নন্দী সিং হকি অ্যাকাডেমি আয়োজিত সাবজুনিয়র পর্যায়ের একটি হকি প্রতিযোগিতায় । অনেকটা ওয়ান ডে ফুটবলের আদলে ময়দানের কাস্টমস টেন্টের লনে আয়োজিত এই প্রতিযোগিতায় এসে তিনি জানান, এই মাঠে আধুনিক হকি সম্ভব নয় । কলকাতায় অ্যাস্ট্রোটার্ফ না হলে বাংলায় হকির উন্নতি সম্ভব নয় ।

ভিডিয়োয় শুনুন বলজিৎ সিং সাইনির বক্তব্য

তাঁর ছ'জন ছাত্রী এখন ভারতীয় মহিলা দলে । খেলছেন জাপানে । টোকিও অলিম্পিকের পাসওয়ার্ড পাওয়ার জন্য এই টুর্নামেন্টে সাফল্য জরুরি । তাঁদের নিয়ে আত্মবিশ্বাসী সাইনি । কোচ হিসেবে গর্বিতও । ঠিক অনেকটা চক দে ইন্ডিয়ার কবীর খানের আদল বাংলার এই প্রাক্তনের মধ্যে । সেই কারণে হকি মহলে "শাহরুখ কবীর খান" বলেই ডাকা হয় তাঁকে ।

মহিলা দলের কোচ বলে শুধু মহিলা দলই নয়, ছেলেদের হকির পারফরম্যান্স নিয়েও নতুনভাবে স্বপ্ন দেখছেন বলজিৎ । তাঁর মতে, বিশ্ব হকি ব়্যাঙ্কিংয়ে ভারতীয় দল এখন পাঁচ নম্বরে । চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার সুযোগ পেয়েছে । টোকিও অলিম্পিকে যোগ্যতা পাওয়াই এখন পাখির চোখ । তার জন্য আপাতত ভুবনেশ্বরে প্রথম ধাপ পেরনো সম্ভব হয়েছে । এবার শুধু ফাইনালের দিকে নজর । আর ভারতীয় দলে তারুণ্য ও অভিজ্ঞতা মিশ্রণই সাফল্যের মূল কথা বলে মনে করেন তিনি । দলের সিনিয়রদের চোট বাঁচিয়ে ব্যবহার করতে পারলে উপকার মিলবে বলেও আশাবাদী তিনি ।

দেশি-বিদেশি কোচের পার্থক্য নিয়ে প্রশ্ন করতে জানান, এই বিভাজনে তিনি যেতেই চান না । বিদেশি কোচের হাতে দায়িত্ব দেওয়ার মধ্যে ভুল নেই । তবে সংশ্লিষ্ট বিদেশি কোচকে ভারতীয় খেলোয়াড়দের মাঠ ও মাঠের বাইরের মানসিকতা বোঝা জরুরি। একই সঙ্গে জানিয়েছেন প্রথমেই সোনার স্বপ্ন দেখলে তা পূরণ করা সম্ভব নয় । প্রথমে ব্রোঞ্জ, তারপর রূপো এবং ধাপে ধাপে সোনা জয় করা সম্ভব ।

Wb_Darj_23Jun_19_Hanging bridge collapse_2Expired_Sanjib_7205425 ------------- পাহাড়ে প্রাচীন ঝুলন্ত সেতু ভেঙ্গে দুজনের মৃত্যু, জখম চার কালিম্পং , ২৩ জুন : ব্রিটিশ আমলের ঝুলন্ত সেতু ভেঙ্গে দুজনের মৃত্যু । জখম অন্তত চার । রবিবার সন্ধ্যা নাগাদ কালিম্পংয়ের পাপরিটাংয়ের ঘটনা । মুঙপেল বস্তির ঘটনা । রোজকার মতো এদিনও সেতুটি পার হওয়ার সময় সেতুর তার ছিঁড়ে হুড়মুরিয়ে পড়ে । কালিম্পং শহর থেকে প্রত্যন্ত এই গ্রামটিতে যেতে তিনঘণ্টা সময় লাগে । এই গ্রামেই এদিন আচমকা সেতু ভেঙ্গে পড়ে । এরফলে ছয়জন আহত হন । তাঁদের কালিম্পং জেলা হাসপাতালে আনার পথে দুজনের মৃত্যু হয় । বাকি চারজনের মধ্যে একজনকে শিলিগুড়িতে রেফার করা হয়েছে । তিনজনের চিকিৎসা চলছে কালিম্পং জেলা হাসপাতালে । জেলা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের নাম টেক বাহাদুর সুব্বা (৫২) ও আইতরাজ রাই (২৩)। অন্যান্য আহতরা হলেন, নহাঙ সুব্বা, টিকারাম সুব্বা, বিবেক সুব্বা ও সুকমান সুব্বা । এরমধ্যে নাহাঙ সুব্বার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কালিম্পং থেকে শিলিগুড়ি রেফার করা হয়েছে । বাকিরা স্থিতিশীল বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন । পাহাড়ে অনেক প্রাচীন ঝুলন্ত সেতু রয়েছে। নদী ঝোরা পেরিয়ে এক গ্রামের সঙ্গে আর এক গ্রামের মধ্যে যোগাযোগ রক্ষায় এই ব্যবস্থা কালিম্পং ও দার্জিলিংয়ের অনেক জায়গায় এখনও দেখা যায় । কিন্তু ওইসব প্রাচীন জরাজীর্ণ সেতুগুলির অবস্থা এখন আর ভাল নেই । এর আগেও দার্জিলিংয়ের বিজনবাড়িতে সেতু ভেঙ্গে হতাহতের ঘটনা ঘটেছিল । এবার কালিম্পংয়ে । জানা গেছে
Last Updated : Jun 23, 2019, 11:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.