বার্সেলোনা, 30 সেপ্টেম্বর : লিওনেল মেসি ও বার্সেলোনার ব্যুরোফ্যাক্স কাহিনি এখন সবার মুখে মুখে ৷ সেই বিতর্কিত অধ্যায়ের পর দ্বিতীয়বার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মেসি ৷ আর তাঁর মুখ খোলা মানেই সংবাদপত্রের শিরোনামে জায়গা করে নেওয়া ৷ ঠিক সেভাবেই ক্লাবের সঙ্গে তিক্ততা সরিয়ে বার্সার একনিষ্ঠ সমর্থকদের এক হতে বলে ফের শিরোনামে জায়গা করে নিলেন আর্জেন্টাইন তারকা ৷
কাতালান ক্রীড়া পত্রিকা "স্পোর্ট"-কে দেওয়া সাক্ষাৎকারে এই বিতর্কের সমাপ্তি ঘটনোর ইঙ্গিত দিলেন মেসি ৷ তিনি বলেন, এতদিন যা কিছু হয়েছে তার শেষ চাইছি ৷ বার্সেলোনার ফ্যানরা একত্র হও ৷ তোমরা বিশ্বাস করো যে একদিন ভালো কিছু হবেই ৷ বার্সাকে আরও শক্তিশালী ও উন্নত করতে গিয়ে আমি যদি কিছু ভুল করে থাকি তার জন্য ক্ষমা চাইছি ৷" তাঁর আশা, সমর্থকরা এক হলে ক্লাবের মাথায় ফের সেরার শিরোপা উঠবে ৷
সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, "যদি কোনওদিন আমি ক্লাবের বিরুদ্ধে কোনও কাজ করে তোমাদের আঘাত দিই তাহলে বুঝবে যা করেছি তা ক্লাবের ভালোর জন্যই ৷ এই বিষয়ে কোনও সন্দেহ রাখবে না ৷"