ETV Bharat / sports

Sunil Chhetri : দেখা হলে মেসিকে বলব, আমি তোমার ফ্যান - লিওনেল মেসি

প্রাক বিশ্বকাপ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল করে মেসিকে টপকে গিয়েছেন সুনীল ৷ তারপর থেকেই মেসির সঙ্গে তাঁর তুলনা টানা শুরু করে দিয়েছেন ফুটবলপ্রেমীরা ৷

Sunil Chhetri
Sunil Chhetri
author img

By

Published : Jun 12, 2021, 7:17 PM IST

দোহা, 12 জুন : লিওনেল মেসির সঙ্গে তাঁর কোনওভাবেই তুলনা চলে না ৷ সম্প্রতি আন্তর্জাতিক গোলের নিরিখে লিওনেল মেসিকে টপকে গিয়েছেন সুনীল ছেত্রী ৷ তারপর থেকে শিরোনামে রয়েছেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় ৷ সুনীল বলছেন, মেসির সঙ্গে কোনওদিন দেখা হলে হাত মেলাবেন ৷ আর্জেন্টাইন ফুটবল মহাতারকাকে জানাবেন মেসির কত বড় ফ্যান তিনি ৷

প্রাক বিশ্বকাপ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল করে মেসিকে টপকে গিয়েছেন সুনীল ৷ গোলের নিরিখে সক্রিয় ফুটবলার হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ৷ তারপর থেকেই মেসির সঙ্গে তাঁর তুলনা টানা শুরু করে দিয়েছে ফুটবলপ্রেমীরা ৷ সুনীলের পরিবারেও হইচই পড়ে গিয়েছে ৷ এমন তুলনার যে কোনও মানে হয় না তা ভারত অধিনায়ক আগেই বলে দিয়েছিলেন ৷ বরং এতে তিনি বিরক্ত হন ৷

ছয়বারের ব্যালন ডি'ওর জয়ীর সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে সুনীল বলেছেন, "প্রচুর মানুষ এই নিয়ে কথা বলছেন ৷ এমনকী ফ্যামিলি হোয়্যাটসঅ্যাপ গ্রুপেও তুলনা চলছে ৷ আমি সবাইকে একটাই কথা বলেছি ৷ মেসির মানের খেলোয়াড়ের সঙ্গে আমার কোনও তুলনাই হয় না ৷ বিশ্বের আরও পাঁচটা ফুটবলপ্রেমীর মতো আমিও মেসির বড় ফ্যান ৷ দু‘জনের মধ্য়ে কোনও তুলনাই চলে না ৷" ভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে অকপট সুনীল ৷

আরও পড়ুন : EURO 2020 : বেলের নেতৃত্বে ইউরোর মহারণে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামছে ওয়েলস

মেসির সঙ্গে কোনওদিন দেখা হলে কী করবেন ? সুনীল বলছেন, "প্রথমেই বলব, আমি সুনীল ছেত্রী ৷ আমি আপনার বড় ফ্যান ৷ এর থেকে বেশি বিরক্ত করব না ৷ আমি মেসির ম্যাচের ভিডিয়ো দেখি ৷ দেখতে ভাল লাগে ৷ তাই দেখা হলে মেসির সঙ্গে হাত মেলাব ৷ জানাব আমি ওঁর কত বড় অনুরাগী ৷" প্রাক বিশ্বকাপ ম্যাচ খেলতে বর্তমানে দোহায় রয়েছেন সুনীল ৷ 15 জুন আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত ৷ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারলেও ব্লু টাইগার্সদের সামনে এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের প্রবল হাতছানি ৷

দোহা, 12 জুন : লিওনেল মেসির সঙ্গে তাঁর কোনওভাবেই তুলনা চলে না ৷ সম্প্রতি আন্তর্জাতিক গোলের নিরিখে লিওনেল মেসিকে টপকে গিয়েছেন সুনীল ছেত্রী ৷ তারপর থেকে শিরোনামে রয়েছেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় ৷ সুনীল বলছেন, মেসির সঙ্গে কোনওদিন দেখা হলে হাত মেলাবেন ৷ আর্জেন্টাইন ফুটবল মহাতারকাকে জানাবেন মেসির কত বড় ফ্যান তিনি ৷

প্রাক বিশ্বকাপ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল করে মেসিকে টপকে গিয়েছেন সুনীল ৷ গোলের নিরিখে সক্রিয় ফুটবলার হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ৷ তারপর থেকেই মেসির সঙ্গে তাঁর তুলনা টানা শুরু করে দিয়েছে ফুটবলপ্রেমীরা ৷ সুনীলের পরিবারেও হইচই পড়ে গিয়েছে ৷ এমন তুলনার যে কোনও মানে হয় না তা ভারত অধিনায়ক আগেই বলে দিয়েছিলেন ৷ বরং এতে তিনি বিরক্ত হন ৷

ছয়বারের ব্যালন ডি'ওর জয়ীর সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে সুনীল বলেছেন, "প্রচুর মানুষ এই নিয়ে কথা বলছেন ৷ এমনকী ফ্যামিলি হোয়্যাটসঅ্যাপ গ্রুপেও তুলনা চলছে ৷ আমি সবাইকে একটাই কথা বলেছি ৷ মেসির মানের খেলোয়াড়ের সঙ্গে আমার কোনও তুলনাই হয় না ৷ বিশ্বের আরও পাঁচটা ফুটবলপ্রেমীর মতো আমিও মেসির বড় ফ্যান ৷ দু‘জনের মধ্য়ে কোনও তুলনাই চলে না ৷" ভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে অকপট সুনীল ৷

আরও পড়ুন : EURO 2020 : বেলের নেতৃত্বে ইউরোর মহারণে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামছে ওয়েলস

মেসির সঙ্গে কোনওদিন দেখা হলে কী করবেন ? সুনীল বলছেন, "প্রথমেই বলব, আমি সুনীল ছেত্রী ৷ আমি আপনার বড় ফ্যান ৷ এর থেকে বেশি বিরক্ত করব না ৷ আমি মেসির ম্যাচের ভিডিয়ো দেখি ৷ দেখতে ভাল লাগে ৷ তাই দেখা হলে মেসির সঙ্গে হাত মেলাব ৷ জানাব আমি ওঁর কত বড় অনুরাগী ৷" প্রাক বিশ্বকাপ ম্যাচ খেলতে বর্তমানে দোহায় রয়েছেন সুনীল ৷ 15 জুন আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত ৷ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারলেও ব্লু টাইগার্সদের সামনে এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের প্রবল হাতছানি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.