কলকাতা, 19 অগাস্ট : মাঠে নেমে অনুশীলন করার অনুমতি পেল মহমেডান স্পোর্টিং ও ভবানীপুর ক্লাব। মঙ্গলবার দুপুরে দুই ক্লাবের কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আই লিগের দ্বিতীয় ডিভিশন কড়া নাড়ছে। তাই অবিলম্বে প্রস্তুতি শুরু করা জরুরি। সেই ভাবনা থেকে পরিস্থিতি বিবেচনা করে ঘেরা মাঠে অনুশীলন শুরু করার অনুমতি দেন ক্রীড়ামন্ত্রী।
রাজ্য সরকারের অনুমতি পেয়েই অনুশীলনে নামছে ভবানীপুর। আপাতত তারা জিম করবে ।বল নিয়ে মাঠে নামবে কয়েক দিন পরে। ভবানীপুর ক্লাব অনুশীলন করবে মোহনবাগান মাঠে। অন্যদিকে মহমেডান অনুশীলন শুরু করবে শনিবার থেকে। দলের বেশ কয়েকজন ফুটবলার শহরের বাইরে থাকায় কয়েকদিন দেরিতে নামছে সাদা কালো শিবির। মাঠে নামার আগে যাবতীয় সুরক্ষা বিধি পালনের ব্যবস্থা করা হচ্ছে ।
IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, " ফেডারেশন দুটি আই লিগের আয়োজনের দায়িত্ব দিয়ে আমাদের কড়া চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছেন । তবে পরিকাঠামোর দিক থেকে আমরা তৈরি। রাজ্য সরকার সবদিক থেকে সাহায্য করছে । প্যান্ডেমিকের জেরেএই বছর আই লিগ আয়োজন করতে বাড়তি সতর্কতা নিতে হবে । আমাদের কর্মীরা দক্ষ , কঠিন পরিস্থিতি সামলাতে পারবে ।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত বলেছেন," স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল আই লিগের দুটো ডিভিশনে কড়াভাবে মানা হবে। সেই জন্য অর্থের কার্পণ্য করা হবে না । এই দুটো লিগ সফলভাবে করতে রাজ্য সরকারের সাহায্য সর্বোতভাবে দরকার । "