ETV Bharat / sports

এক গোলে জিততে পারতাম : কিবু - মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল

সুহের ভিপি একাই দুটো সহজ সুযোগ নষ্ট করেছেন । তবে এজন্য তাঁকে কাঠগড়ায় তুলতে রাজি নন মোহনবাগান কোচ । সুহের ভিপির পাশাপাশি রোমারিও জেসুরাজের গোল করা উচিত ছিল বলে মনে করেন কিবু ।

কিবু ভিকুনা
author img

By

Published : Sep 1, 2019, 7:50 PM IST

Updated : Sep 1, 2019, 8:37 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : অন্তত আমরা একটি গোলে জিততে পারতাম । ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে এভাবেই নিজের দলের জয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন কিবু ভিকুনা ।

ভারতীয় ক্লাব ফুটবলে কোচিং করতে এসে প্রথম বার ডার্বির ডাগ আউটে । স্বদেশীয় আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে না পারলেও মোহনবাগান মোটের ওপর ভালো ফুটবল খেলেছে সেব্যাপারে সন্দেহ নেই । কিবু ভিকুনা বলছেন, দুটো দলের কাছেই ম্যাচটি কঠিন ছিল । এবং তাঁর দল যে প্রতিপক্ষের তুলনায় গোলের সুযোগ বেশি পেয়েছিল সে ব্যাপারে সন্দেহ নেই । তবে প্রতিপক্ষ কোচের মতো তিনিও মানছেন মাত্র দু'মাসের মধ্যে এধরনের কঠিন ম্যাচ সবসময় চ্যালেঞ্জিং । মোহনবাগানের ফিটনেস নিয়ে অনেক শব্দ খরচ করা হয়েছে । ভিকুনা বলছেন, প্রতি তিন দিন অন্তর ম্যাচ খেলার ঝক্কি সবসময় কঠিন । তবে সুযোগ বেশি পাওয়া সত্ত্বেও জয় না পাওয়ায় কিবু হতাশ । তবে দল যেভাবে খেলেছে তাতে কোচ হিসেবে খুশি ।

ভিডিয়োয় শুনুন কিবু ভিকুনার বক্তব্য...

আরও পড়ুন : বিবর্ণ ফুটবলেও সন্তুষ্ট ইস্টবেঙ্গল কোচ

সুহের ভিপি একাই দুটো সহজ সুযোগ নষ্ট করেছেন । তবে এজন্য তাঁকে কাঠগড়ায় তুলতে রাজি নন মোহনবাগান কোচ । সুহের ভিপির পাশাপাশি রোমারিও জেসুরাজের গোল করা উচিত ছিল বলে মনে করেন কিবু ।

সাত পয়েন্ট নষ্ট করে লিগ খেতাব ধরে রাখা কঠিন । সবুজ মেরুন কোচ বলছেন, তিনি আশা ছাড়ছেন না ।

কলকাতা, 1 সেপ্টেম্বর : অন্তত আমরা একটি গোলে জিততে পারতাম । ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে এভাবেই নিজের দলের জয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন কিবু ভিকুনা ।

ভারতীয় ক্লাব ফুটবলে কোচিং করতে এসে প্রথম বার ডার্বির ডাগ আউটে । স্বদেশীয় আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে না পারলেও মোহনবাগান মোটের ওপর ভালো ফুটবল খেলেছে সেব্যাপারে সন্দেহ নেই । কিবু ভিকুনা বলছেন, দুটো দলের কাছেই ম্যাচটি কঠিন ছিল । এবং তাঁর দল যে প্রতিপক্ষের তুলনায় গোলের সুযোগ বেশি পেয়েছিল সে ব্যাপারে সন্দেহ নেই । তবে প্রতিপক্ষ কোচের মতো তিনিও মানছেন মাত্র দু'মাসের মধ্যে এধরনের কঠিন ম্যাচ সবসময় চ্যালেঞ্জিং । মোহনবাগানের ফিটনেস নিয়ে অনেক শব্দ খরচ করা হয়েছে । ভিকুনা বলছেন, প্রতি তিন দিন অন্তর ম্যাচ খেলার ঝক্কি সবসময় কঠিন । তবে সুযোগ বেশি পাওয়া সত্ত্বেও জয় না পাওয়ায় কিবু হতাশ । তবে দল যেভাবে খেলেছে তাতে কোচ হিসেবে খুশি ।

ভিডিয়োয় শুনুন কিবু ভিকুনার বক্তব্য...

আরও পড়ুন : বিবর্ণ ফুটবলেও সন্তুষ্ট ইস্টবেঙ্গল কোচ

সুহের ভিপি একাই দুটো সহজ সুযোগ নষ্ট করেছেন । তবে এজন্য তাঁকে কাঠগড়ায় তুলতে রাজি নন মোহনবাগান কোচ । সুহের ভিপির পাশাপাশি রোমারিও জেসুরাজের গোল করা উচিত ছিল বলে মনে করেন কিবু ।

সাত পয়েন্ট নষ্ট করে লিগ খেতাব ধরে রাখা কঠিন । সবুজ মেরুন কোচ বলছেন, তিনি আশা ছাড়ছেন না ।

Intro:অন্তত আমরা একটি গোলে জিততে পারতাম। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এভাবেই নিজের দলের জয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন কিবু ভিকুনা। ভারতীয় ক্লাব ফুটবলে কোচিং করতে এসে প্রথম বার ডার্বির ডাগ আউটে।স্বদেশীয় আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে না পারলেও মোহনবাগান মোটের ওপর ভালো ফুটবল খেলেছে সেব্যাপারে সন্দেহ নেই। কিবু ভিকুনা বলছেন দুটো দলের কাছেই ম্যাচটি কঠিন ছিল। এবং তার দল যে প্রতিপক্ষের তুলনায় গোলের সুযোগ বেশি পেয়েছিল সেব্যাপারে সন্দেহ নেই। তবে প্রতিপক্ষ কোচের মত তিনিও মানছেন মাত্র দুমাসের মধ্যে এধরনের কঠিন ম্যাচ সবসময় চ্যালেঞ্জিং। মোহনবাগানের ফিটনেস নিয়ে অনেক শব্দ খরচ করা হয়েছে। ভিকুনা বলছেন প্রতি তিন দিন অন্তর ম্যাচ খেলার ঝক্কি সবসময় কঠিন। তবে সুযোগ বেশি পাওয়া সত্ত্বেও জয় না পাওয়ায় কিবু ভিকুনা হতাশ।তবে দল যে ভাবে খেলেছে তাতে কোচ হিসেবে খুশি।
সে য়ের ভিপি একাই দুটো সহজ সুযোগ নষ্ট করেছেন। তবে এজন্য তাকে কাঠগড়ায় দাড় করাতে রাজি নন মোহনবাগান কোচ। সুহের ভিপি পাশাপাশি রোমারিও জেসুরাজের গোল করা উচিত ছিল বলে মনে করেন।
সাত পয়েন্ট নষ্ট করে লিগ খেতাব ধরে রাখা কঠিন। সবুজ মেরুন কোচ বলছেন তিনি আশা ছাড়ছেন না।


Body:eb


Conclusion:
Last Updated : Sep 1, 2019, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.