ETV Bharat / sports

Copa America 2021: কোপার মেগা ফাইনাল, বন্ধু এখানে শত্রু - ব্রাজিল বনাম আর্জেন্টিনা

কোপা আমেরিকার মঞ্চে দুই দলের দুই তারকা জ্বলে উঠেছেন ৷ চার গোল করে দলকে ফাইনালে তুলেছেন মেসি ৷ অন্যদিকে দুটি গোল করেছেন নেইমার ৷ তাই বলাই বাহুল্য মেগা ফাইনালের জন্য তেতে আছেন দুই তারকা ৷

Copa America 2021 final
Copa America 2021 final
author img

By

Published : Jul 9, 2021, 6:50 PM IST

রিও ডি জেনেইরো, 9 জুলাই : দ্বি-বিভক্ত ফুটবল বিশ্ব ৷ দ্বি-বিভক্ত বাঙালি ৷ কাকে করবেন সমর্থন ৷ ব্রাজিল না আর্জেন্টিনা ৷ লাতিন আমেরিকার সেরা টুর্নামেন্টের স্বপ্নের ফাইনাল ৷ মুখোমুখি নেইমারের ব্রাজিল ও মেসির আর্জেন্টিনা ৷ একসময় মেসির সতীর্থ ছিলেন নেইমার ৷ মেসির নিখুঁত পাস থেকে গোলও করেছেন অসংখ্য ৷ তবে মেগা ফাইনালে বন্ধু মেসিকে একচুলও জায়গা ছাড়তে রাজি নন ব্রাজিল ফুটবলের পোস্টার বয় ৷

কোপা আমেরিকার মঞ্চে দুই দলের দুই তারকা জ্বলে উঠেছেন ৷ চার গোল করে দলকে ফাইনালে তুলেছেন মেসি ৷ অন্যদিকে দুটি গোল করেছেন নেইমার ৷ তাই বলাই বাহুল্য মেগা ফাইনালের জন্য তেতে আছেন দুই তারকা ৷

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমারকে এক সময়ের বার্সা সতীর্থ লিওনেল মেসির সম্পর্কে প্রশ্ন করা হয় ৷ নেইমার উত্তর দেন, ‘‘যেমনটা আমি আগেও বলেছি, আমি যাঁদের সঙ্গে খেলেছি, তাঁদের মধ্যে মেসি সেরা ফুটবলার ৷ এবং ও আমার খুব ভাল বন্ধু ৷ কিন্তু এখন আমরা ফাইনালে ৷ আমরা প্রতিদ্বন্দ্বী ৷ আমি ভীষণভাবে এই খেতাব জিততে চাই ৷ এটাই আমার প্রথম কোপা ফাইনাল হতে চলেছে ৷’’

ভারতীয় সময় রবিবার ভোরে মারাকান স্টেডিয়ামে মেগা ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ নেইমার বলছেন, ব্রাজিল না থাকলে বা নক আউট হয়ে গেলে, যে কোনও টুর্নামেন্টে তাঁর সমর্থন থাকে মেসি ও আর্জেন্টিনার উপর ৷ এমনকি 2014 -র বিশ্বকাপেও আর্জেন্টিনাকে সমর্থন করেন নেইমার ৷ তবে রবিবার সেই আর্জেন্টিনাকেই হারিয়ে কোপা আমেরিকার ট্রফি হাতে তুলতে চান নেইমার ৷

আরও পড়ুন : বাগানে ফুল ফোটাতে এবার সোনার বল জয়ী বুমোস

ব্রাজিল তারকা বলছেন, ‘‘বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের হয়ে নিজের প্রথম টুর্নামেন্টে জেতার চেষ্টা করছেন মেসি ৷ এবং প্রত্যেকবার, যদি ব্রাজিল না থাকে, আমি মেসির জন্য গলা ফাটিয়েছি ৷ যেমনটা 2014 সালের বিশ্বকাপের ফাইনালে করেছিলাম ৷’’

রিও ডি জেনেইরো, 9 জুলাই : দ্বি-বিভক্ত ফুটবল বিশ্ব ৷ দ্বি-বিভক্ত বাঙালি ৷ কাকে করবেন সমর্থন ৷ ব্রাজিল না আর্জেন্টিনা ৷ লাতিন আমেরিকার সেরা টুর্নামেন্টের স্বপ্নের ফাইনাল ৷ মুখোমুখি নেইমারের ব্রাজিল ও মেসির আর্জেন্টিনা ৷ একসময় মেসির সতীর্থ ছিলেন নেইমার ৷ মেসির নিখুঁত পাস থেকে গোলও করেছেন অসংখ্য ৷ তবে মেগা ফাইনালে বন্ধু মেসিকে একচুলও জায়গা ছাড়তে রাজি নন ব্রাজিল ফুটবলের পোস্টার বয় ৷

কোপা আমেরিকার মঞ্চে দুই দলের দুই তারকা জ্বলে উঠেছেন ৷ চার গোল করে দলকে ফাইনালে তুলেছেন মেসি ৷ অন্যদিকে দুটি গোল করেছেন নেইমার ৷ তাই বলাই বাহুল্য মেগা ফাইনালের জন্য তেতে আছেন দুই তারকা ৷

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমারকে এক সময়ের বার্সা সতীর্থ লিওনেল মেসির সম্পর্কে প্রশ্ন করা হয় ৷ নেইমার উত্তর দেন, ‘‘যেমনটা আমি আগেও বলেছি, আমি যাঁদের সঙ্গে খেলেছি, তাঁদের মধ্যে মেসি সেরা ফুটবলার ৷ এবং ও আমার খুব ভাল বন্ধু ৷ কিন্তু এখন আমরা ফাইনালে ৷ আমরা প্রতিদ্বন্দ্বী ৷ আমি ভীষণভাবে এই খেতাব জিততে চাই ৷ এটাই আমার প্রথম কোপা ফাইনাল হতে চলেছে ৷’’

ভারতীয় সময় রবিবার ভোরে মারাকান স্টেডিয়ামে মেগা ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ নেইমার বলছেন, ব্রাজিল না থাকলে বা নক আউট হয়ে গেলে, যে কোনও টুর্নামেন্টে তাঁর সমর্থন থাকে মেসি ও আর্জেন্টিনার উপর ৷ এমনকি 2014 -র বিশ্বকাপেও আর্জেন্টিনাকে সমর্থন করেন নেইমার ৷ তবে রবিবার সেই আর্জেন্টিনাকেই হারিয়ে কোপা আমেরিকার ট্রফি হাতে তুলতে চান নেইমার ৷

আরও পড়ুন : বাগানে ফুল ফোটাতে এবার সোনার বল জয়ী বুমোস

ব্রাজিল তারকা বলছেন, ‘‘বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের হয়ে নিজের প্রথম টুর্নামেন্টে জেতার চেষ্টা করছেন মেসি ৷ এবং প্রত্যেকবার, যদি ব্রাজিল না থাকে, আমি মেসির জন্য গলা ফাটিয়েছি ৷ যেমনটা 2014 সালের বিশ্বকাপের ফাইনালে করেছিলাম ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.