ETV Bharat / sports

Euro 2020 : ওয়েলস না ডেনমার্ক, কার স্বপ্নের দৌড় থামবে আমস্টারডামে ? - আমস্টারডাম

আগেই নক আউট নিশ্চিত হয়ে যাওয়ায় দলের কোচ রব পেজ ইতালির বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেন ৷ অনেকে এটাই ইতালির বিরুদ্ধে ওয়েলসের হারের প্রধন কারণ বলে ব্যাখ্যা করেছেন ৷

Euro 2020
Euro 2020
author img

By

Published : Jun 26, 2021, 1:15 PM IST

আমস্টারডাম, 26 জুন : ইউরো 2020 -র গ্রুপ স্টেজের খেলা শেষ ৷ এবার শেষ ষোলোর লড়াই ৷ প্রথম ম্যাচেই মুখোমুখি ওয়েলস ও ডেনমার্ক ৷ পশ্চিম নেদারল্যান্ডসের আমস্টারডামে কোয়ার্টার ফাইনালের উদ্দেশ্যে নামবে দুই দল ৷

দুটি দলই এ ও বি গ্রুপের রানার্স হয়ে গ্রুপ স্টেজের খেলা শেষ করেছে ৷ গ্রুপ এ-র রানার্স ওয়েলস ও গ্রুপ বি-র ডেনমার্ক ৷ শেষ ম্যাচে ইতালির কাছে হার দ্রুত ভুলে নক আউটে ডেনমার্কের বিরুদ্ধে লড়াইে নামতে চাইবে ওয়েলস ৷ তবে দেখার, কোয়ার্টার ফাইনালে পৌঁছে গতবারের মতো রূপকথার দৌড় অব্যাহত রাখতে পারে কি না গ্যারেথ বেলের ওয়েলস ? 2016 সালের ইউরোর সেমিফাইনালে খেলেছিল ওয়েলস ৷

আগেই নক আউট নিশ্চিত হয়ে যাওয়ায় দলের কোচ রব পেজ ইতালির বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেন ৷ অনেকে এটাই ইতালির বিরুদ্ধে ওয়েলসের হারের প্রধন কারণ বলে ব্যাখ্যা করেছেন ৷

অন্য দিকে, গ্রুপের একেবারে শেষ স্থান থেকে রাশিয়াকে 4-1 ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে ডেনমার্ক ৷ গ্রুপে প্রথম স্থানে শেষ করে লুকাকু, হ্যাজার্ডের বেলজিয়াম ৷ তবে তাঁদের গ্রুপ স্টেজের জার্নিটা খানিকটা রোলার কোস্টারের মতো ছিল ৷ দলের অন্যতম সেরা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন প্রথম ম্যাচেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে ছাড়েন ৷ পরপর দুই ম্যাচে হারের পরও রাশিয়ার বিরুদ্ধে নাছোড়বান্দা লড়াই এখনও তাঁদের ইউরোতে টিকিয়ে রেখেছে ৷ তাঁদের সেরা ইউরো অভিযানের থেকে মাত্র 90 মিনিট দূরে আছে কেসপার জুলমন্দের ডেনমার্ক ৷

আরও পড়ুন : World T-20I : 17 অক্টোবর থেকে আরবেই শুরু টি-20 বিশ্বকাপ

এখনও পর্যন্ত মোট 10টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুটি দেশ ৷ তার মধ্যে ডেনমার্ক জিতেছে 6 বার ৷ অন্যদিকে ওয়েলস জয় তুলে নিয়েছে 4 বার ৷ ডেনমার্কের 6টি জয়ের মধ্যে উয়েফা নেশনস লিগে ওয়েলসকে হোম ও অ্যাওয়ে ম্যাচেও আছে ৷ শেষ বার 2008 সালে এক ফ্রেন্ডলি ম্যাচে ডেনমার্ককে হারিয়েছিল ওয়েলস ৷

আমস্টারডাম, 26 জুন : ইউরো 2020 -র গ্রুপ স্টেজের খেলা শেষ ৷ এবার শেষ ষোলোর লড়াই ৷ প্রথম ম্যাচেই মুখোমুখি ওয়েলস ও ডেনমার্ক ৷ পশ্চিম নেদারল্যান্ডসের আমস্টারডামে কোয়ার্টার ফাইনালের উদ্দেশ্যে নামবে দুই দল ৷

দুটি দলই এ ও বি গ্রুপের রানার্স হয়ে গ্রুপ স্টেজের খেলা শেষ করেছে ৷ গ্রুপ এ-র রানার্স ওয়েলস ও গ্রুপ বি-র ডেনমার্ক ৷ শেষ ম্যাচে ইতালির কাছে হার দ্রুত ভুলে নক আউটে ডেনমার্কের বিরুদ্ধে লড়াইে নামতে চাইবে ওয়েলস ৷ তবে দেখার, কোয়ার্টার ফাইনালে পৌঁছে গতবারের মতো রূপকথার দৌড় অব্যাহত রাখতে পারে কি না গ্যারেথ বেলের ওয়েলস ? 2016 সালের ইউরোর সেমিফাইনালে খেলেছিল ওয়েলস ৷

আগেই নক আউট নিশ্চিত হয়ে যাওয়ায় দলের কোচ রব পেজ ইতালির বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেন ৷ অনেকে এটাই ইতালির বিরুদ্ধে ওয়েলসের হারের প্রধন কারণ বলে ব্যাখ্যা করেছেন ৷

অন্য দিকে, গ্রুপের একেবারে শেষ স্থান থেকে রাশিয়াকে 4-1 ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে ডেনমার্ক ৷ গ্রুপে প্রথম স্থানে শেষ করে লুকাকু, হ্যাজার্ডের বেলজিয়াম ৷ তবে তাঁদের গ্রুপ স্টেজের জার্নিটা খানিকটা রোলার কোস্টারের মতো ছিল ৷ দলের অন্যতম সেরা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন প্রথম ম্যাচেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে ছাড়েন ৷ পরপর দুই ম্যাচে হারের পরও রাশিয়ার বিরুদ্ধে নাছোড়বান্দা লড়াই এখনও তাঁদের ইউরোতে টিকিয়ে রেখেছে ৷ তাঁদের সেরা ইউরো অভিযানের থেকে মাত্র 90 মিনিট দূরে আছে কেসপার জুলমন্দের ডেনমার্ক ৷

আরও পড়ুন : World T-20I : 17 অক্টোবর থেকে আরবেই শুরু টি-20 বিশ্বকাপ

এখনও পর্যন্ত মোট 10টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুটি দেশ ৷ তার মধ্যে ডেনমার্ক জিতেছে 6 বার ৷ অন্যদিকে ওয়েলস জয় তুলে নিয়েছে 4 বার ৷ ডেনমার্কের 6টি জয়ের মধ্যে উয়েফা নেশনস লিগে ওয়েলসকে হোম ও অ্যাওয়ে ম্যাচেও আছে ৷ শেষ বার 2008 সালে এক ফ্রেন্ডলি ম্যাচে ডেনমার্ককে হারিয়েছিল ওয়েলস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.