ETV Bharat / sports

লা লিগা: গড়াপেটার অভিযোগ অস্বীকার গেতাফে, ভিলারিয়ালের - গেতাফে

গত মরশুমে ভিলারিয়াল ও গেতাফের মধ্যে ম্যাচ গড়াপেটা নিয়ে দুজন প্রাক্তন ফুটবলারের কথোপকথনের প্রতিলিপি এবং তদন্তের ফাইল হাতে এসেছে । প্রতিলিপিটি স্প্যানিশ ফুটবলের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের একটি বৃহত্তর তদন্তের অংশ ।

La Liga
La Liga
author img

By

Published : May 16, 2020, 6:04 PM IST

মাদ্রিদ, 16 মে: ফের গড়াপেটার কালো ছায়া মেসি-সুয়ারেজদের লিগে । এবার লা লিগার দুটির প্রথম ডিভিশনের ক্লাবের ফুটবলারদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে । যদিও এই কেলেঙ্কারিতে দলের সদস্যদের জড়ানোর খবর পুরোপুরি অস্বীকার করেছে ক্লাব দুটি । স্প্যানিশ রেডিও-র ফাঁস করা সেই খবরের পর গেতাফে ও ভিলারিয়াল ক্লাবের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাদের দলের ফুটবলাররা মোটেও গড়াপেটার সঙ্গে যুক্ত ছিল না । এই বিষয়ে ক্লাবগুলি ফুটবলারদের পাশে রয়েছে ।

যে লিগে লিওনেল মেসির মতো ফুটবল জগতের নক্ষত্রের নাম জড়িয়ে রয়েছে, যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকা দাপিয়ে খেলেছেন সেই লা লিগায় গড়াপেটার ছায়া অনেকদিন আগেই পড়েছে । সম্প্রতি স্প্যানিশ রেডিও দাবি করে, গত মরশুমে ভিলারিয়াল ও গেতাফের মধ্যে ম্যাচ গড়াপেটা নিয়ে দুজন প্রাক্তন ফুটবলারের কথোপকথনের প্রতিলিপি এবং তদন্তের ফাইল তাদের হাতে এসেছে । প্রতিলিপিটি স্প্যানিশ ফুটবলের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের একটি বৃহত্তর তদন্তের অংশ । গত মরশুমের সেই ম্যাচ শেষ হয়েছিল 2-2 ব্যবধানে । এই ফলাফলের পর লা লিগায় 2 পয়েন্ট কম নিয়ে ভিলারিয়ালের পরেই পঞ্চম স্থানে ঠাঁই হয়েছিল গেতাফের । যে কারণে একটুর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারায় 2018 সালে প্রিমিয়র ডিভিশন থেকে উঠে আসা ক্লাবটি ।

La Liga
La Liga

স্প্যানিশ রেডিওর প্রকাশিত ওই প্রতিবেদনে দুজন প্রাক্তন খেলোয়াড়ের মধ্যে রয়েছে জর্জ মোলিনার নাম । জর্জ গেতাফের অধিনায়ক ছিলেন । কিন্তু এই অভিযোগের ওঠার পরও মোলিনার পাশেই দাঁড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি । প্রসঙ্গত, গত মাসেই ফুটবলে গড়াপেটার জন্য 9 জন প্রাক্তন ফুটবল এক্সিকিউটিভ, খেলোয়াড় এবং একজন ব্যবসায়ীকে শাস্তি দিয়েছে স্প্যানিশ কোর্ট । এই প্রথম গড়াপেটার জন্য শাস্তি দেখল স্পেন । তাই গেতাফে ও ভিলারিয়ালের খেলোয়াড়দের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়বে ক্লাব দুটি ।

মাদ্রিদ, 16 মে: ফের গড়াপেটার কালো ছায়া মেসি-সুয়ারেজদের লিগে । এবার লা লিগার দুটির প্রথম ডিভিশনের ক্লাবের ফুটবলারদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে । যদিও এই কেলেঙ্কারিতে দলের সদস্যদের জড়ানোর খবর পুরোপুরি অস্বীকার করেছে ক্লাব দুটি । স্প্যানিশ রেডিও-র ফাঁস করা সেই খবরের পর গেতাফে ও ভিলারিয়াল ক্লাবের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাদের দলের ফুটবলাররা মোটেও গড়াপেটার সঙ্গে যুক্ত ছিল না । এই বিষয়ে ক্লাবগুলি ফুটবলারদের পাশে রয়েছে ।

যে লিগে লিওনেল মেসির মতো ফুটবল জগতের নক্ষত্রের নাম জড়িয়ে রয়েছে, যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকা দাপিয়ে খেলেছেন সেই লা লিগায় গড়াপেটার ছায়া অনেকদিন আগেই পড়েছে । সম্প্রতি স্প্যানিশ রেডিও দাবি করে, গত মরশুমে ভিলারিয়াল ও গেতাফের মধ্যে ম্যাচ গড়াপেটা নিয়ে দুজন প্রাক্তন ফুটবলারের কথোপকথনের প্রতিলিপি এবং তদন্তের ফাইল তাদের হাতে এসেছে । প্রতিলিপিটি স্প্যানিশ ফুটবলের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের একটি বৃহত্তর তদন্তের অংশ । গত মরশুমের সেই ম্যাচ শেষ হয়েছিল 2-2 ব্যবধানে । এই ফলাফলের পর লা লিগায় 2 পয়েন্ট কম নিয়ে ভিলারিয়ালের পরেই পঞ্চম স্থানে ঠাঁই হয়েছিল গেতাফের । যে কারণে একটুর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারায় 2018 সালে প্রিমিয়র ডিভিশন থেকে উঠে আসা ক্লাবটি ।

La Liga
La Liga

স্প্যানিশ রেডিওর প্রকাশিত ওই প্রতিবেদনে দুজন প্রাক্তন খেলোয়াড়ের মধ্যে রয়েছে জর্জ মোলিনার নাম । জর্জ গেতাফের অধিনায়ক ছিলেন । কিন্তু এই অভিযোগের ওঠার পরও মোলিনার পাশেই দাঁড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি । প্রসঙ্গত, গত মাসেই ফুটবলে গড়াপেটার জন্য 9 জন প্রাক্তন ফুটবল এক্সিকিউটিভ, খেলোয়াড় এবং একজন ব্যবসায়ীকে শাস্তি দিয়েছে স্প্যানিশ কোর্ট । এই প্রথম গড়াপেটার জন্য শাস্তি দেখল স্পেন । তাই গেতাফে ও ভিলারিয়ালের খেলোয়াড়দের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়বে ক্লাব দুটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.