ETV Bharat / sports

UEFA Euro 2020 : ঐতিহ্য আর দক্ষতার মিশেলে মগজাস্ত্রের লড়াই দুই বিশ্বজয়ীর - Germany

গত কয়েক বছরে চিত্রটা বদলেছে অনেকটাই । বিশ্বফুটবলে জার্মান দাপট অনেকটাই স্তিমিত । বিশ্বফুটবলে এখন ফরাসী সুবাস । সাম্প্রতিক পারফরমেন্সেও বেশ খানিকটা এগিয়ে দিদিয়ের দেশঁর লে ব্লুজরা । শেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত ফ্রান্স । শুধু তাই নয় চারটিতে জয় ছিনিয়ে নিয়েছে বিশ্বজায়ীরা । এদিকে নিজেদের শেষ তিনটি ম্যাচের মধ্যে একটি হেরেছে জার্মানি ।

clash of titans
clash of titans
author img

By

Published : Jun 14, 2021, 9:03 PM IST

মিউনিখ , 14 জুন : ইউরোর শুরুতেই মহারণ , গ্রুপ এফের ম্যাচে মুখোমুখি জার্মানি ও ফ্রান্স । ঐতিহ্য আর দক্ষতার প্রশ্নে দুই দেশই ফুটবল বিশ্বের মহাশক্তি । মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে 12 টায় মিউনিখ এরিনায় মুখোমুখি প্রাক্তন ও বর্তমান বিশ্বজয়ী । এই প্রথম দুই দেশ কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে । ইউরো হোক কিংবা বিশ্বকাপ এর আগে দুই দেশের সাক্ষাৎ শেষ আটের আগে হয়নি ।

ইউরোতে যেমন ফ্রান্স আধিপত্য ধরে রেখেছে , তেমনই বিশ্বকাপে দাপট দেখিয়েছে জার্মানি । ইউরোতে তিনবারের সাক্ষাতে ফ্রান্স জিতেছে 2 বার , ড্র হয়েছে একটি ম্যাচ । 2016 সালের ইউরোর সেমিফাইনালে মার্সেইয়ে তৎকালীন বিশ্বজয়ী জার্মানিকে 2-0 গোলে হারিয়ে দেয় আয়োজক ফ্রান্স । জোড়া গোল করেন আঁতোয়ানে গ্রিয়েজম্যান ।

এদিকে বিশ্বকাপে 4 টি ম্যাচের মধ্যে 2 টি জিতেছে জার্মানি । 1 টি ফ্রান্স ও 1 টি ম্যাচ ড্র । এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য 1958 সালের বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ । সেই প্রথম কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হয় ফ্রান্স ও জার্মানি । 9 গোলের রুদ্ধশ্বাস ম্যাচ জেতে ফ্রান্স । হ্যাটট্রিক করেছিলেন ফরাসি কিংবদন্তী জা ফঁতে । অবশ্য 1982 ও 86 সালের বিশ্বকাপের সেমিফাইনালে ফরাসীদের হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল জার্মানরা ।

তবে গত কয়েক বছরে চিত্রটা বদলেছে অনেকটাই । বিশ্বফুটবলে জার্মান দাপট অনেকটাই স্তিমিত । বিশ্বফুটবলে এখন ফরাসী সুবাস । সাম্প্রতিক পারফরমেন্সেও বেশ খানিকটা এগিয়ে দিদিয়ের দেশঁর লে ব্লুজরা । শেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত ফ্রান্স । শুধু তাই নয় চারটিতে জয় ছিনিয়ে নিয়েছে বিশ্বজায়ীরা । এদিকে নিজেদের শেষ তিনটি ম্যাচের মধ্যে একটি হেরেছে জার্মানি ।

এবারের ইউরোয় গ্রুপ এফ কার্যত গ্রুপ অফ ডেথ । ফ্রান্স , জার্মানির পাশাপাশি গ্রুপে রয়েছে পর্তুগাল ও হাঙ্গেরি । একটা ম্যাচ হারলেই ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল । তাই প্রথম ম্যাচ থেকেই গ্রাফ তুলে রাখতে মরিয়া ফ্রান্স ও জার্মানি ।

গতবার ঘরের মাঠে দিদিয়ের দেশঁর স্বপ্নভঙ্গ করেছিল রোনাল্ডোর পর্তুগাল । এবার তাই প্রথম ম্যাচ থেকেই সতর্ক তিনি । দলের সেরা খেলোয়াড়দের প্রথম থেকেই আক্রমণে নামাচ্ছেন তিনি । সামনে জোড়া ফলা কিলিয়ান এমবাপ্পে ও করিম বেঞ্জেমা । একটু পিছনে থাকবেন প্লেমেকার আঁতোয়ানে গ্রিয়েজম্যান । মাঝমাঠের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ পল পোগবা । তাঁর সঙ্গে উইংয়ে থাকছেন অদ্রিয়েন ও লুকাস হার্নান্ডেজ । সেন্টাল ডিফেন্সে দেওয়াল তুলতে তৈরি এনগোলো কঁতে ও ভারানে । লেফেট ব্যাকে হিসেবে দেশঁর ভরসা কিমপেম্বে । ডানদিকে থাকছেন বেঞ্জামিন পাভার্ড । গোলে হুগো লরিসের বিশ্বস্ত হাতেই ভরসা লে ব্লুজ দের ।

জার্মান শিবিরও বিনা লড়াইয়ে ফরাসিদের জমি ছাড়তে নারাজ জোয়াকিম লোয়েফ । অতীতের মত দক্ষ না হলেও জার্মানদের মূল অস্ত্র সহজাত হার না মানা মনোভাব । গোলে থাকছেন ম্যানুয়েল নয়্যার । মাঠে দলের খেলা পরিচালনা করবেন তিনিই । সেন্ট্রাল ডিফেন্সে রুডিগার ,ম্যাট হামেলস ও ম্যাথিয়ার গিন্টার দুর্গ আগলাবেন । একটু ওপরে ব্লকার হিসেবে থাকছেন হোশুয়া কিমিচ । পোগবা -এমবাপে - গ্রিয়েরম্যানদের আটকে বল ঠেলে দেবেন সামনের দিকে ।

আরও পড়ুন : WTC Final : বিরাটদের মুখোমুখি হওয়ার আগে টেস্টে এক নম্বরে নিউজ়িল্যান্ড

মাঝমাঠের মধ্যমণি অবশ্যই টনি ক্রস । এক দিকে বল সংগ্রহ অন্য দিকে আক্রমণ ভাগে বল সরবরাহ করতে তাঁর মত কুশলী বিশ্বফুটবলে বিরল । তাঁর সঙ্গে দুই উইয়ে আক্রমের ফুল ফোটাবেন ইকে গুন্ডোগান ও রবিন গোসেনস । আক্রমণ ভাগে একদম সামনে থাকবেন সুযোগসন্ধানী থমাস মুলার । একটু পিছন থেকে প্রেসিং করবেন কাই হাভার্ৎজ ও সেয়াজ নাব্রি ।

দুই মহাশক্তির লড়াই যে জমজমাট হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না । ঐতিহ্য আর দক্ষতার সঙ্গে দুই দলেরই রয়েছে বিশ্বজয়ী দুই কোচ । যাদের মগজাস্ত্রের লড়াই হয়ত জায়গা করে নেবে ইতিহাসে ।

আরও পড়ুন : WTC final : জিতলে কত টাকার পুরস্কার পাবেন কোহলিরা ? জানলে চোখ কপালে উঠবে

ফ্রান্সের সম্ভাব্য একাদশ ( 4-3-1-2) : হুগো লরিস (Hugo Lloris) (গোলরক্ষক), বেঞ্জামিন পাভার্ড (Benjamin Pavard) , রাফায়েল ভারানে (Raphael Varane) , প্রেসনেল কিমপেম্বে (Presnel Kimpembe) , লুকাস হার্নান্ডেজ (Lucas Hernandez), এনগোলো কঁতে (N'Golo Kante), পল পোগবা (Paul Pogba) , আদ্রিয়েন র‌্যাবিয়ট (Adrien Rabiot) , আঁতোয়ানে গ্রিয়েজম্যান (Antoine Griezmann) , কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), করিম বেঞ্জেমা (Karim Benzema)

জার্মানির সম্ভাব্য একাদশ (3-4-2-1) : ম্যানুয়েল নয়্যার (Manuel Neuer) (গোলরক্ষক), ম্যাথিয়াস গিন্টার (Matthias Ginter), ম্যাট হামেলস (Matts Hummels), অ্যান্টনিও রুডিগার (Antonio Rudiger) , হোশুয়া কিমিচ (Joshua Kimmich), টনি ক্রুস (Toni Kroos), ইকে গুন্ডোগান (Ilkay Gundogan) , রবিন গোসেনস (Robin Gosens), কাই হাভার্ৎজ (Kai Havertz) , থমাস মুলার (Thomas Muller), সেয়াজ নাব্রি (Serge Gnabry) ।

মিউনিখ , 14 জুন : ইউরোর শুরুতেই মহারণ , গ্রুপ এফের ম্যাচে মুখোমুখি জার্মানি ও ফ্রান্স । ঐতিহ্য আর দক্ষতার প্রশ্নে দুই দেশই ফুটবল বিশ্বের মহাশক্তি । মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে 12 টায় মিউনিখ এরিনায় মুখোমুখি প্রাক্তন ও বর্তমান বিশ্বজয়ী । এই প্রথম দুই দেশ কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে । ইউরো হোক কিংবা বিশ্বকাপ এর আগে দুই দেশের সাক্ষাৎ শেষ আটের আগে হয়নি ।

ইউরোতে যেমন ফ্রান্স আধিপত্য ধরে রেখেছে , তেমনই বিশ্বকাপে দাপট দেখিয়েছে জার্মানি । ইউরোতে তিনবারের সাক্ষাতে ফ্রান্স জিতেছে 2 বার , ড্র হয়েছে একটি ম্যাচ । 2016 সালের ইউরোর সেমিফাইনালে মার্সেইয়ে তৎকালীন বিশ্বজয়ী জার্মানিকে 2-0 গোলে হারিয়ে দেয় আয়োজক ফ্রান্স । জোড়া গোল করেন আঁতোয়ানে গ্রিয়েজম্যান ।

এদিকে বিশ্বকাপে 4 টি ম্যাচের মধ্যে 2 টি জিতেছে জার্মানি । 1 টি ফ্রান্স ও 1 টি ম্যাচ ড্র । এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য 1958 সালের বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ । সেই প্রথম কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হয় ফ্রান্স ও জার্মানি । 9 গোলের রুদ্ধশ্বাস ম্যাচ জেতে ফ্রান্স । হ্যাটট্রিক করেছিলেন ফরাসি কিংবদন্তী জা ফঁতে । অবশ্য 1982 ও 86 সালের বিশ্বকাপের সেমিফাইনালে ফরাসীদের হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল জার্মানরা ।

তবে গত কয়েক বছরে চিত্রটা বদলেছে অনেকটাই । বিশ্বফুটবলে জার্মান দাপট অনেকটাই স্তিমিত । বিশ্বফুটবলে এখন ফরাসী সুবাস । সাম্প্রতিক পারফরমেন্সেও বেশ খানিকটা এগিয়ে দিদিয়ের দেশঁর লে ব্লুজরা । শেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত ফ্রান্স । শুধু তাই নয় চারটিতে জয় ছিনিয়ে নিয়েছে বিশ্বজায়ীরা । এদিকে নিজেদের শেষ তিনটি ম্যাচের মধ্যে একটি হেরেছে জার্মানি ।

এবারের ইউরোয় গ্রুপ এফ কার্যত গ্রুপ অফ ডেথ । ফ্রান্স , জার্মানির পাশাপাশি গ্রুপে রয়েছে পর্তুগাল ও হাঙ্গেরি । একটা ম্যাচ হারলেই ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল । তাই প্রথম ম্যাচ থেকেই গ্রাফ তুলে রাখতে মরিয়া ফ্রান্স ও জার্মানি ।

গতবার ঘরের মাঠে দিদিয়ের দেশঁর স্বপ্নভঙ্গ করেছিল রোনাল্ডোর পর্তুগাল । এবার তাই প্রথম ম্যাচ থেকেই সতর্ক তিনি । দলের সেরা খেলোয়াড়দের প্রথম থেকেই আক্রমণে নামাচ্ছেন তিনি । সামনে জোড়া ফলা কিলিয়ান এমবাপ্পে ও করিম বেঞ্জেমা । একটু পিছনে থাকবেন প্লেমেকার আঁতোয়ানে গ্রিয়েজম্যান । মাঝমাঠের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ পল পোগবা । তাঁর সঙ্গে উইংয়ে থাকছেন অদ্রিয়েন ও লুকাস হার্নান্ডেজ । সেন্টাল ডিফেন্সে দেওয়াল তুলতে তৈরি এনগোলো কঁতে ও ভারানে । লেফেট ব্যাকে হিসেবে দেশঁর ভরসা কিমপেম্বে । ডানদিকে থাকছেন বেঞ্জামিন পাভার্ড । গোলে হুগো লরিসের বিশ্বস্ত হাতেই ভরসা লে ব্লুজ দের ।

জার্মান শিবিরও বিনা লড়াইয়ে ফরাসিদের জমি ছাড়তে নারাজ জোয়াকিম লোয়েফ । অতীতের মত দক্ষ না হলেও জার্মানদের মূল অস্ত্র সহজাত হার না মানা মনোভাব । গোলে থাকছেন ম্যানুয়েল নয়্যার । মাঠে দলের খেলা পরিচালনা করবেন তিনিই । সেন্ট্রাল ডিফেন্সে রুডিগার ,ম্যাট হামেলস ও ম্যাথিয়ার গিন্টার দুর্গ আগলাবেন । একটু ওপরে ব্লকার হিসেবে থাকছেন হোশুয়া কিমিচ । পোগবা -এমবাপে - গ্রিয়েরম্যানদের আটকে বল ঠেলে দেবেন সামনের দিকে ।

আরও পড়ুন : WTC Final : বিরাটদের মুখোমুখি হওয়ার আগে টেস্টে এক নম্বরে নিউজ়িল্যান্ড

মাঝমাঠের মধ্যমণি অবশ্যই টনি ক্রস । এক দিকে বল সংগ্রহ অন্য দিকে আক্রমণ ভাগে বল সরবরাহ করতে তাঁর মত কুশলী বিশ্বফুটবলে বিরল । তাঁর সঙ্গে দুই উইয়ে আক্রমের ফুল ফোটাবেন ইকে গুন্ডোগান ও রবিন গোসেনস । আক্রমণ ভাগে একদম সামনে থাকবেন সুযোগসন্ধানী থমাস মুলার । একটু পিছন থেকে প্রেসিং করবেন কাই হাভার্ৎজ ও সেয়াজ নাব্রি ।

দুই মহাশক্তির লড়াই যে জমজমাট হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না । ঐতিহ্য আর দক্ষতার সঙ্গে দুই দলেরই রয়েছে বিশ্বজয়ী দুই কোচ । যাদের মগজাস্ত্রের লড়াই হয়ত জায়গা করে নেবে ইতিহাসে ।

আরও পড়ুন : WTC final : জিতলে কত টাকার পুরস্কার পাবেন কোহলিরা ? জানলে চোখ কপালে উঠবে

ফ্রান্সের সম্ভাব্য একাদশ ( 4-3-1-2) : হুগো লরিস (Hugo Lloris) (গোলরক্ষক), বেঞ্জামিন পাভার্ড (Benjamin Pavard) , রাফায়েল ভারানে (Raphael Varane) , প্রেসনেল কিমপেম্বে (Presnel Kimpembe) , লুকাস হার্নান্ডেজ (Lucas Hernandez), এনগোলো কঁতে (N'Golo Kante), পল পোগবা (Paul Pogba) , আদ্রিয়েন র‌্যাবিয়ট (Adrien Rabiot) , আঁতোয়ানে গ্রিয়েজম্যান (Antoine Griezmann) , কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), করিম বেঞ্জেমা (Karim Benzema)

জার্মানির সম্ভাব্য একাদশ (3-4-2-1) : ম্যানুয়েল নয়্যার (Manuel Neuer) (গোলরক্ষক), ম্যাথিয়াস গিন্টার (Matthias Ginter), ম্যাট হামেলস (Matts Hummels), অ্যান্টনিও রুডিগার (Antonio Rudiger) , হোশুয়া কিমিচ (Joshua Kimmich), টনি ক্রুস (Toni Kroos), ইকে গুন্ডোগান (Ilkay Gundogan) , রবিন গোসেনস (Robin Gosens), কাই হাভার্ৎজ (Kai Havertz) , থমাস মুলার (Thomas Muller), সেয়াজ নাব্রি (Serge Gnabry) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.