কলকাতা, 17 সেপ্টেম্বর : ISL- এর সূচি ঘোষণার সময় যত এগিয়ে আসছে ততই তৎপরতা বাড়ছে লেসলি ক্লডিয়াস সরণিতে । ISL- এর বিড পেপার জমা দেওয়ার কাজ মিটতেই শক্তিশালী দল গঠনে জোর দিতে শুরু করেছে ইস্টবেঙ্গল । তবে সবার আগে দ্রুত এক হেভিওয়েট কোচ নিয়োগ করার কথা ভাবছে তারা ।
ইতিমধ্যে বেশ কয়েকজন নামজাদা কোচের বায়োডাটা ম্যানেজমেন্টের হাতে পৌঁছেছে। যাঁদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা চলছে । তাঁদের মধ্যে দৌড়ে এগিয়ে ইউসেবিও স্যাক্রিস্টান এবং রবি ফাউলার । এই দুই বিখ্যাত কোচের কোচিং বায়োডাটা চমকে দেওয়ার মতো । স্পেনের হয়ে দাপিয়ে ফুটবল খেলাই নয়, বার্সেলোনার হয়ে নজরকাড়া ফুটবল খেলেছেন ইউসেবিও সাক্রিস্টান । কোচিং জীবনে ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।2003 থেকে 2008 সাল পর্যন্ত বার্সেলোনার কোচিং ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইউসোবিও সাক্রিস্টান কাজ করেছেন রোনাল্ডিনহো, লিওনেল মেসির মতো প্রাক্তন এবং বর্তমান কিংবদন্তিদের সঙ্গে । গত মরশুমে জিরোনার কোচের দায়িত্ব সামলেছেন । সাম্প্রতিক কালের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ফাঁকা সময়ে ইংরাজি উন্নত করার চেষ্টা করছেন । মনে করা হচ্ছে, ইস্টবেঙ্গলের ডাগ আউটে বসার হোমওয়ার্ক সেটি।
অন্যদিকে রবি ফাউলার অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব ব্রিজবেন রোরের হয়ে দায়িত্ব সামলেছেন । লকডাউনে লিগ বন্ধ হওয়ার পরে তিনি ইংল্যান্ড ফিরে যান । ইংল্যান্ডের জাতীয় দল এবং লিভারপুলের প্রাক্তন স্ট্রাইকারের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্লাবটি চুক্তি ছিন্ন করেছে । পঁয়তাল্লিশ বছর বয়সি মানুষটি নিজেও আগ্রহী । তিনি যেহেতু ইংরাজিতে সড়গড় ফলে সাজঘরে ভাব আদানপ্রদানে সুবিধা হবে ।
দু'জনের মধ্যে একজনকে বেছে নিতে চাইছে লাল-হলুদ । ইস্টবেঙ্গল ক্লাব এবং বিনিয়োগ সংস্থা কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।