কলকাতা, 25 জুলাই : চলতি মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের খেলার সম্ভাবনা কমছে ৷ চব্বিশ ঘণ্টা আগে ETV ভারত তার ইঙ্গিত দিয়েছিল । সেই ইঙ্গিত এবার সত্যি হতে চলেছে । এই মরশুমে ISL-এ দল সংখ্যা বৃদ্ধি না করানোর সিদ্ধান্ত নিল FSDL ৷
অর্থাৎ চলতি বছরের ISL-এ ইস্টবেঙ্গলের খেলার সম্ভাবনা কার্যত নেই । সম্ভবত অগাস্ট মাসের 7 তারিখ ISL কোথায় হবে তা জানিয়ে দেওয়া হবে । অক্টোবরে অংশগ্রহনকারী দলগুলোকে বিধিনিষেধের তালিকা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেবে FSDL । তাই এই অবস্থায় ফের ইস্টবেঙ্গলের ISL-এ জায়গা পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হল ।
যদিও লাল-হলুদ শিবির সেই আশঙ্কাকে পাত্তা দিতে রাজি নয় । বরং ISL-এ খেলার ব্যাপারে আশাবাদী । ক্লাবের নবনিযুক্ত CEO সৈকত গঙ্গোপাধ্যায় বলছেন, ‘‘ISL নিয়ে কোনও নোটিফিকেশন জারি হয়েছে বলে খবর আমার জানা নেই । আমাদের তাই ISL নিয়ে আশা এই বছর নেই, তা মেনে নিচ্ছি না ।’’
ফুটবল সচিব রাজা গুহ ISL-এ ইস্টবেঙ্গলের আশা নেই এই প্রশ্ন শুনেই বিরক্ত । ‘‘শুক্রবার ISL কমিটি দশ দলের সঙ্গে বৈঠক করেছে । এখন দল সংখ্যা দশ । তাই তাদের সঙ্গে বৈঠক করেছে । এখানে ইস্টবেঙ্গলের আশা এইবার নেই, এই কথা কীভাবে ছড়িয়ে পড়ল,বুঝতে পারছি না,’’ বলছেন রাজা গুহ । প্রায় একই সঙ্গে যোগ করলেন, ‘‘দেশের পরিস্থিতি কোন পথে যাবে তা কেউ বলতে পারছে না । বিদেশি ফুটবলাররা আসতে পারবে কি না তা স্পষ্ট নয় । এখন দেখছি সবাই ইস্টবেঙ্গল ISL খেলতে পারবে কি না তা নিয়ে সবাই বেশি আগ্রহী ।’’