ETV Bharat / sports

দ্রোণাচার্য নইমুদ্দিনের সঙ্গে দেখা করলেন নতুন মহামেডান সচিব - নতুন মহমেডান সচিব ওয়াসিম আক্রম

ইতিমধ্যে শক্তিশালী দল গড়ার কথা বলা হয়েছে মহামেডানের তরফে । সেই জন্য প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে ফুটবল সচিব করা হয়েছে । দীপেন্দু বিশ্বাসও নতুন দায়িত্ব পেয়ে কাজে নেমে পড়তে চাইছেন ।

image
নতুন মহমেডান সচিব
author img

By

Published : Jul 3, 2020, 10:37 PM IST

কলকাতা, 3 জুলাই : দ্রোণাচার্য সৈয়দ নইমুদ্দিনের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করলেন নবনিযুক্ত মহামেডান সচিব ওয়াসিম আক্রম ৷ মহামেডানের সচিব পদে দায়িত্ব নেওয়ার 24 ঘণ্টার মধ্যে নিজের কর্মসূচির রূপরেখা সাজিয়ে ফেললেন তরুণ সচিব ।

কামারুদ্দিনের হাত থেকে প্রশাসনিক ব্যাটন তুলে নেওয়ার দিনেই বলেছিলেন ক্লাবে সবাইকে নিয়ে চলতে চান । পাশাপাশি ক্লাবে কর্পোরেট কালচার নিয়ে আসাই লক্ষ্য তাঁর । সেই পরিকল্পনা সফল করতেই বৃহস্পতিবার দ্রোনাচার্য কোচ সৈয়দ নইমুদ্দিনের সঙ্গে দেখা করলেন তিনি । বর্ষীয়ান কোচের অধীনে বহু বছর খেলেছে মহামেডান । এবার নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু হচ্ছে ।

নতুন সচিব ওয়াসিম আক্রম বলেছেন,"আমি নইম স্যারকে বলেছি ক্লাবে আসতে । নতুনভাবে ক্লাবকে গড়ে তুলতে ওনার মতামত দরকার । ইচ্ছে আছে একটি পরামর্শ দাতা কমিটি গঠনের । সেখানে তাঁকে রাখার ভাবনা রয়েছে । তিনিও বলেছেন নতুনভাবে মহামেডানের পথ চলার জন্য যা করা তারপক্ষে সম্ভব, তিনি করবেন ।"

আরও পড়ুন :- কোরোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য 40 হাজার ইউরো অনুদান জোকভিচের

ইতিমধ্যে শক্তিশালী দল গড়ার কথা বলা হয়েছে । সেই জন্য প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে ফুটবল সচিব করা হয়েছে । যা ক্লাবের ইতিহাসে প্রথম । দীপেন্দু বিশ্বাসও নতুন দায়িত্ব পেয়ে কাজে নেমে পড়তে চাইছেন । গত মরশুমের মতো এবারও হয়তো ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টরের পদে থাকবেন তিনি । ফলে দলের সাফল্য ব্যর্থতার যাবতীয় দায় তাঁর উপর । আই লিগে জায়গা করে নেওয়াকে পাখির চোখ মহামেডানের । সেই লক্ষ্য পূরণের জন্য কাজে

কলকাতা, 3 জুলাই : দ্রোণাচার্য সৈয়দ নইমুদ্দিনের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করলেন নবনিযুক্ত মহামেডান সচিব ওয়াসিম আক্রম ৷ মহামেডানের সচিব পদে দায়িত্ব নেওয়ার 24 ঘণ্টার মধ্যে নিজের কর্মসূচির রূপরেখা সাজিয়ে ফেললেন তরুণ সচিব ।

কামারুদ্দিনের হাত থেকে প্রশাসনিক ব্যাটন তুলে নেওয়ার দিনেই বলেছিলেন ক্লাবে সবাইকে নিয়ে চলতে চান । পাশাপাশি ক্লাবে কর্পোরেট কালচার নিয়ে আসাই লক্ষ্য তাঁর । সেই পরিকল্পনা সফল করতেই বৃহস্পতিবার দ্রোনাচার্য কোচ সৈয়দ নইমুদ্দিনের সঙ্গে দেখা করলেন তিনি । বর্ষীয়ান কোচের অধীনে বহু বছর খেলেছে মহামেডান । এবার নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু হচ্ছে ।

নতুন সচিব ওয়াসিম আক্রম বলেছেন,"আমি নইম স্যারকে বলেছি ক্লাবে আসতে । নতুনভাবে ক্লাবকে গড়ে তুলতে ওনার মতামত দরকার । ইচ্ছে আছে একটি পরামর্শ দাতা কমিটি গঠনের । সেখানে তাঁকে রাখার ভাবনা রয়েছে । তিনিও বলেছেন নতুনভাবে মহামেডানের পথ চলার জন্য যা করা তারপক্ষে সম্ভব, তিনি করবেন ।"

আরও পড়ুন :- কোরোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য 40 হাজার ইউরো অনুদান জোকভিচের

ইতিমধ্যে শক্তিশালী দল গড়ার কথা বলা হয়েছে । সেই জন্য প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে ফুটবল সচিব করা হয়েছে । যা ক্লাবের ইতিহাসে প্রথম । দীপেন্দু বিশ্বাসও নতুন দায়িত্ব পেয়ে কাজে নেমে পড়তে চাইছেন । গত মরশুমের মতো এবারও হয়তো ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টরের পদে থাকবেন তিনি । ফলে দলের সাফল্য ব্যর্থতার যাবতীয় দায় তাঁর উপর । আই লিগে জায়গা করে নেওয়াকে পাখির চোখ মহামেডানের । সেই লক্ষ্য পূরণের জন্য কাজে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.