ETV Bharat / sports

East Bengal : সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত ইস্টবেঙ্গল - ইনভেস্টর শ্রী সিমেন্টে

ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তিতে এখনও সই করেনি লাল-হলুদ ক্লাব কর্তৃপক্ষ ৷ তারপর স্পোর্টিং রাইটস না ফেরানোর হুমকি দিয়েছে, বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট ৷ তাঁদের সাফ কথা, হয় চুক্তি পত্রে সই করতে হবে ক্লাবের কর্তাদের, নতুবা ফেরাতে হবে আগের বছরের বিনিয়োগের টাকা ৷ তারপরই ক্লাবের স্পোর্টিং রাইটস ফেরৎ দেবে শ্রী সিমেন্ট ৷

উত্তপ্ত ইস্টবেঙ্গল
উত্তপ্ত ইস্টবেঙ্গল
author img

By

Published : Jul 21, 2021, 4:44 PM IST

Updated : Jul 21, 2021, 7:03 PM IST

কলকাতা, 21 জুলাই : ধিক ধিক করে আগুনটা জ্বলছিলই ৷ আজ কার্যত তা বিস্ফোরণ হল ৷ সদস্য-সমর্থকদের বিক্ষোভ সমাবেশে উত্তাল হল ইস্টবেঙ্গল ক্লাব চত্ত্বর ৷

ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তিতে এখনও সই করেনি লাল-হলুদ ক্লাব কর্তৃপক্ষ ৷ তারপর স্পোর্টিং রাইটস না ফেরানোর হুমকি দিয়েছে, বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট ৷ তাঁদের সাফ কথা, হয় চুক্তি পত্রে সই করতে হবে ক্লাবের কর্তাদের, নতুবা ফেরাতে হবে আগের বছরের বিনিয়োগের টাকা ৷ তারপরই ক্লাবের স্পোর্টিং রাইটস ফেরৎ দেবে শ্রী সিমেন্ট ৷

বিনিয়োগকারী সংস্থা ও ক্লাব কর্তৃপক্ষের নাছোড় মনোভাবে প্রায় বিশ বাঁও জলে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা ৷ একই সঙ্গে অন্যান্য প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠেছে ৷ আর এটাই মানতে পারছেন না সদস্য সমর্থকরা ৷ কার্যত দুই দলে ভাগ হয়ে গিয়েছেন তাঁরা ৷ একদলের দাবি, কর্তাদের অবিলম্বে বিনিয়োগকারীর দেওয়া চুক্তিপত্রে সই করা ও আইএসএল-সহ অন্য সমস্ত টুর্নামেন্টে অংশ নেওয়া ৷ অন্যপক্ষের দাবি কোনও ভাবেই ক্লাবের স্বার্থ বির্সজন দিয়ে বিনিয়োগকারীর চুক্তিতে সই নয় ৷

উত্তপ্ত ইস্টবেঙ্গল

আরও পড়ুন : IND vs SL : কঠিন লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ় জয় ভারতের

আজ বেশ কিছু সমর্থক গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত কর্মসূচি ছিল ক্লাবের প্রাঙ্গনে ৷ সেই মতো সকাল থেকে ইস্টবেঙ্গল সমর্থকরা ক্লাবের সামনে ভিড় জমাতে শুরু করেন ৷ একপর শুরু হয় বিক্ষোভ প্রদর্শন ৷ উত্তপ্ত হয়ে ওঠে ইস্টবেঙ্গল ক্লাব চত্ত্বর ৷

কলকাতা, 21 জুলাই : ধিক ধিক করে আগুনটা জ্বলছিলই ৷ আজ কার্যত তা বিস্ফোরণ হল ৷ সদস্য-সমর্থকদের বিক্ষোভ সমাবেশে উত্তাল হল ইস্টবেঙ্গল ক্লাব চত্ত্বর ৷

ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তিতে এখনও সই করেনি লাল-হলুদ ক্লাব কর্তৃপক্ষ ৷ তারপর স্পোর্টিং রাইটস না ফেরানোর হুমকি দিয়েছে, বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট ৷ তাঁদের সাফ কথা, হয় চুক্তি পত্রে সই করতে হবে ক্লাবের কর্তাদের, নতুবা ফেরাতে হবে আগের বছরের বিনিয়োগের টাকা ৷ তারপরই ক্লাবের স্পোর্টিং রাইটস ফেরৎ দেবে শ্রী সিমেন্ট ৷

বিনিয়োগকারী সংস্থা ও ক্লাব কর্তৃপক্ষের নাছোড় মনোভাবে প্রায় বিশ বাঁও জলে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা ৷ একই সঙ্গে অন্যান্য প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠেছে ৷ আর এটাই মানতে পারছেন না সদস্য সমর্থকরা ৷ কার্যত দুই দলে ভাগ হয়ে গিয়েছেন তাঁরা ৷ একদলের দাবি, কর্তাদের অবিলম্বে বিনিয়োগকারীর দেওয়া চুক্তিপত্রে সই করা ও আইএসএল-সহ অন্য সমস্ত টুর্নামেন্টে অংশ নেওয়া ৷ অন্যপক্ষের দাবি কোনও ভাবেই ক্লাবের স্বার্থ বির্সজন দিয়ে বিনিয়োগকারীর চুক্তিতে সই নয় ৷

উত্তপ্ত ইস্টবেঙ্গল

আরও পড়ুন : IND vs SL : কঠিন লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ় জয় ভারতের

আজ বেশ কিছু সমর্থক গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত কর্মসূচি ছিল ক্লাবের প্রাঙ্গনে ৷ সেই মতো সকাল থেকে ইস্টবেঙ্গল সমর্থকরা ক্লাবের সামনে ভিড় জমাতে শুরু করেন ৷ একপর শুরু হয় বিক্ষোভ প্রদর্শন ৷ উত্তপ্ত হয়ে ওঠে ইস্টবেঙ্গল ক্লাব চত্ত্বর ৷

Last Updated : Jul 21, 2021, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.