ETV Bharat / sports

Sunil Chhetri : আরও দু’বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে সুনীল - বেঙ্গালুরু এফসিতে সুনীল

2013 সাল থেকে বেঙ্গালুরু এফসি-তে আছেন সুনীল ৷ ক্লাবের হয়ে একাধিক টুর্নামেন্ট জিতেছেন ৷ তার মধ্যে দু’বার ফেডারেশন কাপ, একবার সুপার লিগ, একবার সুপার কাপও আছে ৷ এছাড়াও একাধিক ব্যক্তিগত সাফল্যও অর্জন করেছেন ৷

সুনীল
সুনীল
author img

By

Published : Jun 20, 2021, 10:06 PM IST

বেঙ্গালুরু, 20 জুন : আরও দু’বছরের জন্য বেঙ্গালুরু এফসি-র নীল-সাদা জার্সিতেই দেখা যাবে ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে ৷ আজ বেঙ্গালুরুর সঙ্গে আরও দুই বছরের চুক্তিপত্রে সই করলেন তিনি ৷

2013 সাল থেকে বেঙ্গালুরু এফসি-তে আছেন সুনীল ৷ ক্লাবের হয়ে একাধিক টুর্নামেন্ট জিতেছেন ৷ তার মধ্যে দু’বার ফেডারেশন কাপ, একবার সুপার লিগ, একবার সুপার কাপও আছে ৷ এছাড়াও একাধিক ব্যক্তিগত সাফল্যও অর্জন করেছেন ৷ 2018 সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের এশিয়ান আইকনের পুরস্কার পেয়েছেন ৷ এছাড়া জিতেছেন পদ্মশ্রী পুরস্কারও ৷

আজ বেঙ্গালুরু এফসির সিইও মন্দার তমহানে জানান, ক্লাবের প্রথম দিন থেকে সুনীল আমাদের গুরুত্বপূর্ণ ফুটবলার ৷ ফুটবলার হিসেবে দলকে যা সাফল্য দিয়েছে, তা অনস্বীকার্য ৷ কিন্তু একজন নেতা হিসেবেও আমাদের সুনীলকে চাই ৷ ও এক জন রোল মডেল ৷ আমাদের সাফল্যে সুনীলের অংশীদারিত্ব অনেকটাই ৷ শেষ আট বছর বেঙ্গালুরুকে নিজের ঘর বানিয়ে ফেলেছেন ৷ ভবিষ্যতেও বেঙ্গালুরুর এফসির সঙ্গে ও থাকবে জেনে আমরা খুব খুশি ৷

আরও পড়ুন : Sourav Ganguly : দাদাগিরি... টেস্ট অভিষেকের 25 বছর

দেশের হয়ে একশোর বেশি ম্যাচ খেলা সুনীল দেশের সর্বাধিক গোলদাতাও ৷ তাঁর ঝুলিতে আছে 76টি আন্তর্জাতিক গোল ৷ আইএসএলের ইতিহাসেও ভারতীয়দের মধ্যে সর্বাধিক গোলদাতা তিনি ৷ এখনও পর্যন্ত খেলা 94টি ম্যাচে 47টি গোল করেছেন সুনীল ৷

বেঙ্গালুরু, 20 জুন : আরও দু’বছরের জন্য বেঙ্গালুরু এফসি-র নীল-সাদা জার্সিতেই দেখা যাবে ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে ৷ আজ বেঙ্গালুরুর সঙ্গে আরও দুই বছরের চুক্তিপত্রে সই করলেন তিনি ৷

2013 সাল থেকে বেঙ্গালুরু এফসি-তে আছেন সুনীল ৷ ক্লাবের হয়ে একাধিক টুর্নামেন্ট জিতেছেন ৷ তার মধ্যে দু’বার ফেডারেশন কাপ, একবার সুপার লিগ, একবার সুপার কাপও আছে ৷ এছাড়াও একাধিক ব্যক্তিগত সাফল্যও অর্জন করেছেন ৷ 2018 সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের এশিয়ান আইকনের পুরস্কার পেয়েছেন ৷ এছাড়া জিতেছেন পদ্মশ্রী পুরস্কারও ৷

আজ বেঙ্গালুরু এফসির সিইও মন্দার তমহানে জানান, ক্লাবের প্রথম দিন থেকে সুনীল আমাদের গুরুত্বপূর্ণ ফুটবলার ৷ ফুটবলার হিসেবে দলকে যা সাফল্য দিয়েছে, তা অনস্বীকার্য ৷ কিন্তু একজন নেতা হিসেবেও আমাদের সুনীলকে চাই ৷ ও এক জন রোল মডেল ৷ আমাদের সাফল্যে সুনীলের অংশীদারিত্ব অনেকটাই ৷ শেষ আট বছর বেঙ্গালুরুকে নিজের ঘর বানিয়ে ফেলেছেন ৷ ভবিষ্যতেও বেঙ্গালুরুর এফসির সঙ্গে ও থাকবে জেনে আমরা খুব খুশি ৷

আরও পড়ুন : Sourav Ganguly : দাদাগিরি... টেস্ট অভিষেকের 25 বছর

দেশের হয়ে একশোর বেশি ম্যাচ খেলা সুনীল দেশের সর্বাধিক গোলদাতাও ৷ তাঁর ঝুলিতে আছে 76টি আন্তর্জাতিক গোল ৷ আইএসএলের ইতিহাসেও ভারতীয়দের মধ্যে সর্বাধিক গোলদাতা তিনি ৷ এখনও পর্যন্ত খেলা 94টি ম্যাচে 47টি গোল করেছেন সুনীল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.