ETV Bharat / sports

EPL : 30 বছর পর উঠল নিষেধাজ্ঞা, স্ট্য়ান্ডে দাঁড়িয়েই ইপিএলে মিলবে খেলা দেখার সুযোগ - লিভারপুল

1989 সালে হিলসবরো স্টেডিয়ামে লিভারপুরের ম্যাচ চলাকালীন স্ট্যাডিং টেরেস থেকে পড়ে মৃত্যু হয় 97 জনের মৃত্যু হয় ৷ তারপর স্ট্যান্ডে দাঁড়িয়ে খেলা দেখায় নিষেধাজ্ঞা জারি করা হয় ৷

standing-to-be-allowed-at-english-premier-league-matches-for-first-time-in-30-years
EPL : 30 বছর পর উঠল নিষেধাজ্ঞা, স্ট্য়ান্ডে দাঁড়িয়েই ইপিএলে মিলবে খেলা দেখার সুযোগ
author img

By

Published : Nov 9, 2021, 5:53 PM IST

লন্ডন, 9 নভেম্বর : ইংল্যান্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ফের স্ট্যান্ডে দাঁড়িয়েই খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা ৷ 30 বছর পর এই রীতি আবার ফিরছে প্রিমিয়ার লিগে ৷ আগামী 2 জানুয়ারি চেলসি ও লিভারপুর ম্যাচ রয়েছে প্রিমিয়ার লিগে ৷ সেই ম্যাচ থেকেই স্ট্যান্ডে দাঁড়িয়ে খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা ৷

আরও পড়ুন : Xavi returns to Barcelona : কোম্যানের জুতোয় পা গলিয়ে বার্সায় প্রত্যাবর্তন জাভির

এখানে উল্লেখ করা প্রয়োজন, 1989 সালে হিলসবরো স্টেডিয়ামে একটি দুর্ঘটনা ঘটে ৷ লিভারপুরের ম্যাচ চলাকালীন স্ট্যাডিং টেরেস থেকে পড়ে মৃত্যু হয় 97 জন লিভারপুর সমর্থকের ৷ তারপর থেকে স্টেডিয়ামের স্ট্যান্ডে দাঁড়িয়ে খেলা দেখায় নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ সেই নিষেধাজ্ঞা এবার উঠতে চলেছে ৷

তবে সুরক্ষিত স্ট্যান্ডিং-এর ব্যবস্থা করে এই নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে অনেক ধরে চেষ্টা চালাচ্ছিল প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব ৷ তা অবশেষে সফল হয়েছে ৷ সেটাই সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে চেলসি ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, অনেক দর্শক দাঁড়িয়ে খেলা দেখতে পছন্দ করেন ৷ তাই বসার জায়গাতেই অনেকে দাঁড়িয়ে পড়েন ৷ সেটা আরও বিপজ্জনক ৷

আরও পড়ুন : SC East Bengal : 33 জনের চূড়ান্ত দল ঘোষণা লাল-হলুদের

ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী নিগেল হাডেল স্টোন জানিয়েছেন, যেভাবে ম্যাচ দেখলে একজন দর্শক স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেই সব সুবিধা তাঁদের দেওয়া উচিত ৷

লন্ডন, 9 নভেম্বর : ইংল্যান্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ফের স্ট্যান্ডে দাঁড়িয়েই খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা ৷ 30 বছর পর এই রীতি আবার ফিরছে প্রিমিয়ার লিগে ৷ আগামী 2 জানুয়ারি চেলসি ও লিভারপুর ম্যাচ রয়েছে প্রিমিয়ার লিগে ৷ সেই ম্যাচ থেকেই স্ট্যান্ডে দাঁড়িয়ে খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা ৷

আরও পড়ুন : Xavi returns to Barcelona : কোম্যানের জুতোয় পা গলিয়ে বার্সায় প্রত্যাবর্তন জাভির

এখানে উল্লেখ করা প্রয়োজন, 1989 সালে হিলসবরো স্টেডিয়ামে একটি দুর্ঘটনা ঘটে ৷ লিভারপুরের ম্যাচ চলাকালীন স্ট্যাডিং টেরেস থেকে পড়ে মৃত্যু হয় 97 জন লিভারপুর সমর্থকের ৷ তারপর থেকে স্টেডিয়ামের স্ট্যান্ডে দাঁড়িয়ে খেলা দেখায় নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ সেই নিষেধাজ্ঞা এবার উঠতে চলেছে ৷

তবে সুরক্ষিত স্ট্যান্ডিং-এর ব্যবস্থা করে এই নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে অনেক ধরে চেষ্টা চালাচ্ছিল প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব ৷ তা অবশেষে সফল হয়েছে ৷ সেটাই সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে চেলসি ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, অনেক দর্শক দাঁড়িয়ে খেলা দেখতে পছন্দ করেন ৷ তাই বসার জায়গাতেই অনেকে দাঁড়িয়ে পড়েন ৷ সেটা আরও বিপজ্জনক ৷

আরও পড়ুন : SC East Bengal : 33 জনের চূড়ান্ত দল ঘোষণা লাল-হলুদের

ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী নিগেল হাডেল স্টোন জানিয়েছেন, যেভাবে ম্যাচ দেখলে একজন দর্শক স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেই সব সুবিধা তাঁদের দেওয়া উচিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.