কলকাতা, 11 সেপ্টেম্বর : নতুন স্পনসরের খোঁজে ATK-মোহনবাগান। চলতি মরশুমে ISL চ্যাম্পিয়ন এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে দেশের সর্বোচ্চ লিগে সবুজ মেরুন। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা দলের চেয়ারম্যান।
ISL চ্যাম্পিয়ন দলের কো স্পনসর একাধিক। তা সত্ত্বেও নতুন কো স্পনসরের খোঁজে ছিল এটিকে মোহনবাগান কর্তারা। সেই লক্ষ্যে তারা এবার "বো টপ" এর সঙ্গে চুক্তি করতে চলেছে।
এই কোম্পানিটি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেডের মূল স্পনসর । ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ডোয়েন ব্র্যাভো এই কম্পানির বানিজ্যিক দূত। এবার তারা ভারতীয় খেলাধূলার জগতে পা রাখতে চলেছে । যদিও এটিকে মোহনবাগানের তরফে এই চুক্তির ব্যাপারে এখনও স্বীকার করা হয়নি। তবে দলের কো-স্পনসরের খোঁজে তারা যে রয়েছে তা মানছেন । একইভাবে বেশ কয়েকটি কম্পানির সঙ্গে আলোচনার কথা স্বীকার করা হয়েছে।
"নতুন কো স্পনসরের খোঁজ চলছে। বেশ কয়েকটি কম্পানি আগ্রহী। শর্ত নিয়ে আলোচনা চলছে। দেশের এক নম্বর দলের সঙ্গে সবাই কাজ করতে চায়। দেশের এক নম্বর লিগের সঙ্গে যুক্ত হতে বিভিন্ন কম্পানি আগ্রহ দেখাচ্ছে। এখন দেখার কী হয়। আশা করছি দ্রুত এই ব্যাপারে আমরা ইতিবাচক একটা সিদ্ধান্তে পৌছতে পারব," জানিয়েছেন এটিকে মোহনবাগান শিবিরের এক কর্তা ।
ATK মোহনবাগানের নতুন কো-স্পনসর "বো টপ" ! জল্পনা তুঙ্গে - ISL
ISL চ্যাম্পিয়ন দলের কো স্পনসর একাধিক। তা সত্ত্বেও নতুন কো-স্পনসরের খোঁজে ছিল এটিকে মোহনবাগান কর্তারা। সেই লক্ষ্যে তারা এবার "বো টপ" এর সঙ্গে চুক্তি করতে চলেছে।
কলকাতা, 11 সেপ্টেম্বর : নতুন স্পনসরের খোঁজে ATK-মোহনবাগান। চলতি মরশুমে ISL চ্যাম্পিয়ন এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে দেশের সর্বোচ্চ লিগে সবুজ মেরুন। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা দলের চেয়ারম্যান।
ISL চ্যাম্পিয়ন দলের কো স্পনসর একাধিক। তা সত্ত্বেও নতুন কো স্পনসরের খোঁজে ছিল এটিকে মোহনবাগান কর্তারা। সেই লক্ষ্যে তারা এবার "বো টপ" এর সঙ্গে চুক্তি করতে চলেছে।
এই কোম্পানিটি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেডের মূল স্পনসর । ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ডোয়েন ব্র্যাভো এই কম্পানির বানিজ্যিক দূত। এবার তারা ভারতীয় খেলাধূলার জগতে পা রাখতে চলেছে । যদিও এটিকে মোহনবাগানের তরফে এই চুক্তির ব্যাপারে এখনও স্বীকার করা হয়নি। তবে দলের কো-স্পনসরের খোঁজে তারা যে রয়েছে তা মানছেন । একইভাবে বেশ কয়েকটি কম্পানির সঙ্গে আলোচনার কথা স্বীকার করা হয়েছে।
"নতুন কো স্পনসরের খোঁজ চলছে। বেশ কয়েকটি কম্পানি আগ্রহী। শর্ত নিয়ে আলোচনা চলছে। দেশের এক নম্বর দলের সঙ্গে সবাই কাজ করতে চায়। দেশের এক নম্বর লিগের সঙ্গে যুক্ত হতে বিভিন্ন কম্পানি আগ্রহ দেখাচ্ছে। এখন দেখার কী হয়। আশা করছি দ্রুত এই ব্যাপারে আমরা ইতিবাচক একটা সিদ্ধান্তে পৌছতে পারব," জানিয়েছেন এটিকে মোহনবাগান শিবিরের এক কর্তা ।