ETV Bharat / sports

শর্ত মেনে স্পেনের স্টেডিয়ামে দর্শক প্রবেশের ছাড়পত্র - কয়েকটি শর্ত মানলে স্পেনের স্টেডিয়ামে প্রবেশ করে খেলা দেখতে পারবে দর্শকরা

স্পেনের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী জস ম্যানুয়েল রড্রিজেগ বুধবার নিশ্চিত করেছেন, দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন ৷ তবে তাঁদের সমস্ত কোভিড প্রটোকল মানতে হবে বলে জানানো হয়েছে ৷ তার মধ্যে আছে স্টেডিয়ামে মাস্ক পরে থাকতে হবে, এছাড়া স্টেডিয়ামে ধূমপান বা অনান্য খাবার খাওয়া যাবে না ৷

স্টেডিয়ামে প্রবেশ করে খেলা দেখতে পারবে দর্শকরা
স্টেডিয়ামে প্রবেশ করে খেলা দেখতে পারবে দর্শকরা
author img

By

Published : May 14, 2021, 8:23 PM IST

মাদ্রিদ. 14 মে : লা লিগার চলতি মরসুমের শেষ দু’টি রাউন্ডে স্পেনের স্টেডিয়ামে দর্শক দেখা যেতে পারে ৷ আর যদি তা সত্যি হয়, তাহলে 2020 সালের মার্চ মাসের পর ফের স্পেন দর্শকপূর্ণ ফুটবল স্টেডিয়াম দেখতে চলেছে ৷

স্পেনের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী জস ম্যানুয়েল রড্রিজেগ বুধবার নিশ্চিত করেছেন, দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন বলে ৷ তবে তাঁদের সমস্ত কোভিড প্রটোকল মানতে হবে বলে জানানো হয়েছে ৷ তার মধ্যে আছে স্টেডিয়ামে মাস্ক পরে থাকতে হবে, এছাড়া স্টেডিয়ামে ধূমপান বা অনান্য খাবার খাওয়া যাবে না ৷

তবে প্রত্যেকটি গ্রাউন্ডে মাত্র 30 শতাংশ দর্শককে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে ৷ সেই সমস্ত এলাকা থেকে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে যেখানে শেষ 14 দিনে 1 লাখে 50-এর কম জন করোনা আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন : ভারতীয় দলের সাইড-শো অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ হারের কারণ : পেইন

স্পেনের একমাত্র ভ্যালেন্সিয়া বর্তমানে এই শর্তে উত্তীর্ণ হয়েছে ৷ অর্থাৎ রবিবারের ভ্যালেন্সিয়া ও এইবারের ম্যাচেই দর্শকরার মাঠে প্রবেশ করতে পারবে ৷

মাদ্রিদ. 14 মে : লা লিগার চলতি মরসুমের শেষ দু’টি রাউন্ডে স্পেনের স্টেডিয়ামে দর্শক দেখা যেতে পারে ৷ আর যদি তা সত্যি হয়, তাহলে 2020 সালের মার্চ মাসের পর ফের স্পেন দর্শকপূর্ণ ফুটবল স্টেডিয়াম দেখতে চলেছে ৷

স্পেনের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী জস ম্যানুয়েল রড্রিজেগ বুধবার নিশ্চিত করেছেন, দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন বলে ৷ তবে তাঁদের সমস্ত কোভিড প্রটোকল মানতে হবে বলে জানানো হয়েছে ৷ তার মধ্যে আছে স্টেডিয়ামে মাস্ক পরে থাকতে হবে, এছাড়া স্টেডিয়ামে ধূমপান বা অনান্য খাবার খাওয়া যাবে না ৷

তবে প্রত্যেকটি গ্রাউন্ডে মাত্র 30 শতাংশ দর্শককে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে ৷ সেই সমস্ত এলাকা থেকে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে যেখানে শেষ 14 দিনে 1 লাখে 50-এর কম জন করোনা আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন : ভারতীয় দলের সাইড-শো অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ হারের কারণ : পেইন

স্পেনের একমাত্র ভ্যালেন্সিয়া বর্তমানে এই শর্তে উত্তীর্ণ হয়েছে ৷ অর্থাৎ রবিবারের ভ্যালেন্সিয়া ও এইবারের ম্যাচেই দর্শকরার মাঠে প্রবেশ করতে পারবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.