ETV Bharat / sports

সেমিফাইনালে হারল মোহনবাগান

সেমিফাইনালে মালয়েশিয়ার তেরেঙ্গানু FC-র বিরুদ্ধে 4-2 গোলে হেরে গেল সবুজ মেরুন । তেরেঙ্গানু FC-র হয়ে হ্যাটট্রিক করলেন লি টাক ৷ মোহনবাগানের পক্ষে দুটো গোল ফ্রান গঞ্জালেসের ।

বাংলাদেশে হারল মোহনবাগান
author img

By

Published : Oct 30, 2019, 4:36 AM IST

চট্টগ্রাম, 30 অক্টোবর : ডুরান্ড, কলকাতা লিগের পরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ থেকেও খালি হাতে ফিরছে মোহনবাগান । মঙ্গলবার চট্টগ্রামে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মালয়েশিয়ার তেরেঙ্গানু FC-র বিরুদ্ধে 4-2 গোলে হেরে গেল সবুজ মেরুন । লি টাকের হ্যাটট্রিক ও সাইফিক মালয়েশিয়ার ক্লাব দলের জয়ের পথ গড়ে দেয় । মোহনবাগানের পক্ষে দুটো গোল ফ্রান গঞ্জালেসের ।

টুর্নামেন্টের সেরা দল তেরেঙ্গানু FC । প্রতিযোগিতায় তারা প্রতিপক্ষের উপর কার্যত স্টিম রোলার চালাচ্ছে । ফলে সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে দলকে সতর্ক করেছিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । বিশেষ করে রক্ষণ সামলে দ্রুত প্রতি আক্রমণের কথাও বলেছিলেন তিনি । কিন্তু দু'দলের মধ্যে ব্যবধান ইংল্যান্ডের স্ট্রাইকার লি টাক । 2015 সালে বাংলাদেশের ঢাকা আবাহনী ক্লাবে খেলতে এসেছিলেন ব্রিটিশ এই স্ট্রাইকার । সেসময় তাঁকে দলে নেওয়ার কথা ইস্টবেঙ্গল কর্তাদের বলেছিলেন তদানীন্তন কোচ ট্রেভর জেমস মরগ্যান । এরপর মালয়েশিয়ার ক্লাব ফুটবলে চলে যান লি টাক ।

ম্যাচ হারলেও মোহনবাগানের শুরুটা খারাপ ছিল না । বরং আক্রমণ প্রতি আক্রমণে মালয়েশিয়ার ক্লাব দলকে পালটা দিচ্ছিলেন কিবু ভিকুনার ছেলেরা । স্ট্রাইকারের অভাব মোহনবাগানের বড় সমস্যা । এই অবস্থায় 39 মিনিটে লি টাকের গোলে পিছিয়ে পড়তেই ছন্দ হারিয়ে ফেলে মোহনবাগান । মালয়েশিয়ার ক্লাব দলটির প্রথম গোলের জন্যে দেবজিৎ মজুমদারের দায় কম নয় । 8 মিনিট পর মোহনবাগানের হয়ে গোল করে সমতা ফেরান ফ্রান গঞ্জালেস ৷ 58মিনিটে দুরন্ত ফ্রিকিকে দলকে ফের এগিয়ে দেন লি টাক । প্রথম একঘণ্টায় মোট তিন গোলে ছিল হাড্ডাহাডি লড়াইয়ের ইঙ্গিত । 61 মিনিটে মোহনবাগানকে ফের সমতায় ফেরান ফ্রান গঞ্জালেস ।

এরপর থেকে ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে মোহনবাগান । 75 মিনিটে সায়ফিকের গোলে 3-2 গোলে এগিয়ে যায় তেরেঙ্গানু FC । এসময় প্রতিপক্ষের আক্রমণে সবুজ মেরুনের রক্ষণকে অসহায় দেখায় । বেশ কয়েকবার গোলমুখ খুলে ফেলেছিল মালয়েশিয়ার ক্লাব দলটি । ফলস্বরূপ 78মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের চার নম্বর ও নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন লি টাক ।

চট্টগ্রাম, 30 অক্টোবর : ডুরান্ড, কলকাতা লিগের পরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ থেকেও খালি হাতে ফিরছে মোহনবাগান । মঙ্গলবার চট্টগ্রামে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মালয়েশিয়ার তেরেঙ্গানু FC-র বিরুদ্ধে 4-2 গোলে হেরে গেল সবুজ মেরুন । লি টাকের হ্যাটট্রিক ও সাইফিক মালয়েশিয়ার ক্লাব দলের জয়ের পথ গড়ে দেয় । মোহনবাগানের পক্ষে দুটো গোল ফ্রান গঞ্জালেসের ।

টুর্নামেন্টের সেরা দল তেরেঙ্গানু FC । প্রতিযোগিতায় তারা প্রতিপক্ষের উপর কার্যত স্টিম রোলার চালাচ্ছে । ফলে সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে দলকে সতর্ক করেছিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । বিশেষ করে রক্ষণ সামলে দ্রুত প্রতি আক্রমণের কথাও বলেছিলেন তিনি । কিন্তু দু'দলের মধ্যে ব্যবধান ইংল্যান্ডের স্ট্রাইকার লি টাক । 2015 সালে বাংলাদেশের ঢাকা আবাহনী ক্লাবে খেলতে এসেছিলেন ব্রিটিশ এই স্ট্রাইকার । সেসময় তাঁকে দলে নেওয়ার কথা ইস্টবেঙ্গল কর্তাদের বলেছিলেন তদানীন্তন কোচ ট্রেভর জেমস মরগ্যান । এরপর মালয়েশিয়ার ক্লাব ফুটবলে চলে যান লি টাক ।

ম্যাচ হারলেও মোহনবাগানের শুরুটা খারাপ ছিল না । বরং আক্রমণ প্রতি আক্রমণে মালয়েশিয়ার ক্লাব দলকে পালটা দিচ্ছিলেন কিবু ভিকুনার ছেলেরা । স্ট্রাইকারের অভাব মোহনবাগানের বড় সমস্যা । এই অবস্থায় 39 মিনিটে লি টাকের গোলে পিছিয়ে পড়তেই ছন্দ হারিয়ে ফেলে মোহনবাগান । মালয়েশিয়ার ক্লাব দলটির প্রথম গোলের জন্যে দেবজিৎ মজুমদারের দায় কম নয় । 8 মিনিট পর মোহনবাগানের হয়ে গোল করে সমতা ফেরান ফ্রান গঞ্জালেস ৷ 58মিনিটে দুরন্ত ফ্রিকিকে দলকে ফের এগিয়ে দেন লি টাক । প্রথম একঘণ্টায় মোট তিন গোলে ছিল হাড্ডাহাডি লড়াইয়ের ইঙ্গিত । 61 মিনিটে মোহনবাগানকে ফের সমতায় ফেরান ফ্রান গঞ্জালেস ।

এরপর থেকে ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে মোহনবাগান । 75 মিনিটে সায়ফিকের গোলে 3-2 গোলে এগিয়ে যায় তেরেঙ্গানু FC । এসময় প্রতিপক্ষের আক্রমণে সবুজ মেরুনের রক্ষণকে অসহায় দেখায় । বেশ কয়েকবার গোলমুখ খুলে ফেলেছিল মালয়েশিয়ার ক্লাব দলটি । ফলস্বরূপ 78মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের চার নম্বর ও নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন লি টাক ।

Intro:ডুরান্ড, কলকাতা লিগের পরে শেক কামাল আর্ন্তজাতিক ফুটবল টুর্নামেন্ট থেকেও খালি হাতে ফিরছে মোহনবাগান। মঙ্গলবার চট্টগ্রামে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসির বিরুদ্ধে 4-2 গোলে হেরে গেল সবুজ মেরুন। লি টাকের হ্যাটট্রিক ও সাইফিক মালয়েশিয়ার ক্লাব দলের জয়ের পথ গড়ে দেয়। মোহনবাগানের পক্ষে দুটো গোল ফ্রান গঞ্জালেসের।
টুর্নামেন্টের সেরা দল তেরেঙ্গানু এফসি। প্রতিযোগিতায় তারা প্রতিপক্ষের ওপর কার্যত স্টিম রোলার চালাচ্ছে। ফলে সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে দলকে সতর্ক করেছিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। বিশেষ করে রক্ষণ সামলে দ্রুত প্রতিআক্রমনের কথাও বলেছিলেন তিনি। কিন্তু দুদলের মধ্যে ব্যবধান ইংল্যান্ডের স্ট্রাইকার লি টাক। 2015সালে বাংলাদেশের ঢাকা আবাহনী ক্লাবে খেলতে এসেছিলেন ইংলিশ স্ট্রাইকার টি। সেসময় তাকে দলে নেওয়ার কথা ইস্টবেঙ্গল কর্তাদের বলেছিলেন তদানীন্তন কোচ ট্রেভর জেমস মরগ্যান।এরপর মালয়েশিয়ার ক্লাব ফুটবলে চলে যান লি টাক।
ম্যাচ হারলেও মোহনবাগানের শুরুটা খারাপ ছিল না। বরং আক্রমন প্রতিআক্রমনে মালয়েশিয়ার ক্লাব দলকে পালটা দিচ্ছিল কিবু ভিকুনা র ছেলেরা। স্ট্রাইকারের অভাব মোহনবাগানের বড় সমস্যা। এই অবস্থায় 39 মিনিটে লি টাকের গোলে পিছিয়ে পড়তেই ছন্দ হারিয়ে ফেলে মোহনবাগান। মালয়েশিয়ার ক্লাব দলটির প্রথম গোলের জন্যে দেবজিৎ মজুমদারের দায় কম নয়। 58মিনিটে দুরন্ত ফ্রিকিকে দলকে ফের এগিয়ে দেন লি টাক। প্রথম একঘণ্টায় মোট তিন গোলে ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। 61মিনিটে মোহনবাগান কে সমতায় ফেরান ফ্রান গঞ্জালেস।কিন্তু এরপর থেকে ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে মোহনবাগান।75 মিনিটে সায়ফিকের গোলে 3-2 গোলে এগিয়ে যায় তেরেঙ্গানু এফসি। এসময় প্রতিপক্ষের আক্রমণে সবুজ মেরুন রক্ষণের ত্রাহি মধুসূদন অবস্থা। বেশ কয়েকবার গোলমুখ খুলে ফেলেছিল মালয়েশিয়ার ক্লাব দলটি। ফলসরূপ 78মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের চার নম্বর ও নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন লি টাক।


Body:মোহনবাগান


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.