চট্টগ্রাম, 30 অক্টোবর : ডুরান্ড, কলকাতা লিগের পরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ থেকেও খালি হাতে ফিরছে মোহনবাগান । মঙ্গলবার চট্টগ্রামে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মালয়েশিয়ার তেরেঙ্গানু FC-র বিরুদ্ধে 4-2 গোলে হেরে গেল সবুজ মেরুন । লি টাকের হ্যাটট্রিক ও সাইফিক মালয়েশিয়ার ক্লাব দলের জয়ের পথ গড়ে দেয় । মোহনবাগানের পক্ষে দুটো গোল ফ্রান গঞ্জালেসের ।
টুর্নামেন্টের সেরা দল তেরেঙ্গানু FC । প্রতিযোগিতায় তারা প্রতিপক্ষের উপর কার্যত স্টিম রোলার চালাচ্ছে । ফলে সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে দলকে সতর্ক করেছিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । বিশেষ করে রক্ষণ সামলে দ্রুত প্রতি আক্রমণের কথাও বলেছিলেন তিনি । কিন্তু দু'দলের মধ্যে ব্যবধান ইংল্যান্ডের স্ট্রাইকার লি টাক । 2015 সালে বাংলাদেশের ঢাকা আবাহনী ক্লাবে খেলতে এসেছিলেন ব্রিটিশ এই স্ট্রাইকার । সেসময় তাঁকে দলে নেওয়ার কথা ইস্টবেঙ্গল কর্তাদের বলেছিলেন তদানীন্তন কোচ ট্রেভর জেমস মরগ্যান । এরপর মালয়েশিয়ার ক্লাব ফুটবলে চলে যান লি টাক ।
ম্যাচ হারলেও মোহনবাগানের শুরুটা খারাপ ছিল না । বরং আক্রমণ প্রতি আক্রমণে মালয়েশিয়ার ক্লাব দলকে পালটা দিচ্ছিলেন কিবু ভিকুনার ছেলেরা । স্ট্রাইকারের অভাব মোহনবাগানের বড় সমস্যা । এই অবস্থায় 39 মিনিটে লি টাকের গোলে পিছিয়ে পড়তেই ছন্দ হারিয়ে ফেলে মোহনবাগান । মালয়েশিয়ার ক্লাব দলটির প্রথম গোলের জন্যে দেবজিৎ মজুমদারের দায় কম নয় । 8 মিনিট পর মোহনবাগানের হয়ে গোল করে সমতা ফেরান ফ্রান গঞ্জালেস ৷ 58মিনিটে দুরন্ত ফ্রিকিকে দলকে ফের এগিয়ে দেন লি টাক । প্রথম একঘণ্টায় মোট তিন গোলে ছিল হাড্ডাহাডি লড়াইয়ের ইঙ্গিত । 61 মিনিটে মোহনবাগানকে ফের সমতায় ফেরান ফ্রান গঞ্জালেস ।
এরপর থেকে ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে মোহনবাগান । 75 মিনিটে সায়ফিকের গোলে 3-2 গোলে এগিয়ে যায় তেরেঙ্গানু FC । এসময় প্রতিপক্ষের আক্রমণে সবুজ মেরুনের রক্ষণকে অসহায় দেখায় । বেশ কয়েকবার গোলমুখ খুলে ফেলেছিল মালয়েশিয়ার ক্লাব দলটি । ফলস্বরূপ 78মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের চার নম্বর ও নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন লি টাক ।