ETV Bharat / sports

ইউরো ও কোপার মঞ্চে এবার সেমির যুদ্ধ, দেখে নিন সূচি - ইতালি বনাম স্পেন সেমিফাইনাল

দুটি টুর্নামেন্টই গড়াতে গড়াতে বর্তমানে শেষ চারের লড়াইয়ে এসে পৌঁছেছে ৷ ইউরো ও কোপা আমেরিকার সেমিফাইনালের কোন কোন দলগুলি কার বিরুদ্ধে খেলবে তা নিশ্চিত হয়ে গিয়েছে ৷

schedule
schedule
author img

By

Published : Jul 4, 2021, 12:43 PM IST

নয়াদিল্লি, 4 জুলাই : বিশ্বজুড়ে ফুটবলের মহাযজ্ঞ চলছে ৷ প্রায় একই সময়ে পিঠোপিঠিভাবে শুরু হয়েছে ইউরো ও কোপা আমেরিকার আসর ৷ রাত জেগে ইউরো নাকি ভোরে উঠে কোপা আমেরিকা, কাকে বেছে নেওয়া উচিত বুঝে উঠতে পারেনি ফুটবলপ্রেমী বাঙালি ৷ ফলে মাঝরাতে ইউরোর খেলা শেষ করেই ফের ভোরে উঠতে হয়েছে ৷ এসবের মাঝে বারোটা বেজেছে ঘুমের ৷ অফিসে গিয়ে ঢুলু ঢুলু চোখে কাজ ৷ সবই চলছে ৷ কিন্তু এক মুহূর্তের জন্যও ফুটবল বা প্রিয় দলের প্রতি আবেগ কমেনি ৷

দুটি টুর্নামেন্টই গড়াতে গড়াতে বর্তমানে শেষ চারের লড়াইয়ে এসে পৌঁছেছে ৷ ইউরো ও কোপা আমেরিকার সেমিফাইনালের কোন কোন দলগুলি কার বিরুদ্ধে খেলবে তা নিশ্চিত হয়ে গিয়েছে ৷ ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি, ইংল্যান্ড, স্পেন ও ডেনমার্ক ৷ সূচি অনুযায়ী 7 জুলাই অর্থাৎ বুধবার খেলা হবে ইউরো 2020-র প্রথম সেমিফাইনাল ৷ মুখোমুখি হবে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম শক্তিধর দুই দেশ ইতালি ও স্পেন ৷ সময় রাত সাড়ে বারোটা ৷

ইউরোর দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে পরদিন অর্থাৎ 8 জুলাই ৷ সেদিন রাত সাড়ে বারোটায় ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ডেনমার্ক ৷ ইউক্রেনকে হারিয়ে আজই ইউরোর শেষ চারের টিকিট পাকা করেছে ইংল্যান্ড ৷ গতকাল রাতে ডেনমার্ক ফলে ঘরের মাঠে হাইভোল্টেজ সেমিফাইনালে অ্যাডভান্টেজে থাকবে হ্যারি কেনরা ৷

ইউরোর সেমিফাইনালের সূচি
ইউরোর সেমিফাইনালের সূচি

আরও পড়ুন : Copa America 2021 : রবিবাসরীয় সকালে মেসি ম্যাজিক, সেমিতে আর্জেন্টিনা

কোপা আমেরিকার সেমির যুদ্ধ রয়েছে 6 ও 7 জুলাই ৷ 6 জুলাই অর্থাৎ মঙ্গলবার প্রথম সেমিফাইনাল খেলবে ব্রাজিল ও পেরু ৷ ভারতীয় সময় অনুযায়ী ভোর সাড়ে চারটে নাগাদ অলিম্পিক স্টেডিয়ামে রয়েছে ম্যাচ ৷ 7 জুলাই পরের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও কলম্বিয়া ৷ আজই ইকুয়েডরকে 3-0 গোলে হারিয়ে সেমির টিকিট পাকা করেছে মেসিরা ৷ বুধবার সকাল সাড়ে ছটা নাগাদ এস্তাদিও স্টেডিয়ামে রয়েছে এই ম্যাচ ৷

কোপা আমেরিকার সেমিফাইনালের সূচি
কোপা আমেরিকার সেমিফাইনালের সূচি

নয়াদিল্লি, 4 জুলাই : বিশ্বজুড়ে ফুটবলের মহাযজ্ঞ চলছে ৷ প্রায় একই সময়ে পিঠোপিঠিভাবে শুরু হয়েছে ইউরো ও কোপা আমেরিকার আসর ৷ রাত জেগে ইউরো নাকি ভোরে উঠে কোপা আমেরিকা, কাকে বেছে নেওয়া উচিত বুঝে উঠতে পারেনি ফুটবলপ্রেমী বাঙালি ৷ ফলে মাঝরাতে ইউরোর খেলা শেষ করেই ফের ভোরে উঠতে হয়েছে ৷ এসবের মাঝে বারোটা বেজেছে ঘুমের ৷ অফিসে গিয়ে ঢুলু ঢুলু চোখে কাজ ৷ সবই চলছে ৷ কিন্তু এক মুহূর্তের জন্যও ফুটবল বা প্রিয় দলের প্রতি আবেগ কমেনি ৷

দুটি টুর্নামেন্টই গড়াতে গড়াতে বর্তমানে শেষ চারের লড়াইয়ে এসে পৌঁছেছে ৷ ইউরো ও কোপা আমেরিকার সেমিফাইনালের কোন কোন দলগুলি কার বিরুদ্ধে খেলবে তা নিশ্চিত হয়ে গিয়েছে ৷ ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি, ইংল্যান্ড, স্পেন ও ডেনমার্ক ৷ সূচি অনুযায়ী 7 জুলাই অর্থাৎ বুধবার খেলা হবে ইউরো 2020-র প্রথম সেমিফাইনাল ৷ মুখোমুখি হবে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম শক্তিধর দুই দেশ ইতালি ও স্পেন ৷ সময় রাত সাড়ে বারোটা ৷

ইউরোর দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে পরদিন অর্থাৎ 8 জুলাই ৷ সেদিন রাত সাড়ে বারোটায় ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ডেনমার্ক ৷ ইউক্রেনকে হারিয়ে আজই ইউরোর শেষ চারের টিকিট পাকা করেছে ইংল্যান্ড ৷ গতকাল রাতে ডেনমার্ক ফলে ঘরের মাঠে হাইভোল্টেজ সেমিফাইনালে অ্যাডভান্টেজে থাকবে হ্যারি কেনরা ৷

ইউরোর সেমিফাইনালের সূচি
ইউরোর সেমিফাইনালের সূচি

আরও পড়ুন : Copa America 2021 : রবিবাসরীয় সকালে মেসি ম্যাজিক, সেমিতে আর্জেন্টিনা

কোপা আমেরিকার সেমির যুদ্ধ রয়েছে 6 ও 7 জুলাই ৷ 6 জুলাই অর্থাৎ মঙ্গলবার প্রথম সেমিফাইনাল খেলবে ব্রাজিল ও পেরু ৷ ভারতীয় সময় অনুযায়ী ভোর সাড়ে চারটে নাগাদ অলিম্পিক স্টেডিয়ামে রয়েছে ম্যাচ ৷ 7 জুলাই পরের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও কলম্বিয়া ৷ আজই ইকুয়েডরকে 3-0 গোলে হারিয়ে সেমির টিকিট পাকা করেছে মেসিরা ৷ বুধবার সকাল সাড়ে ছটা নাগাদ এস্তাদিও স্টেডিয়ামে রয়েছে এই ম্যাচ ৷

কোপা আমেরিকার সেমিফাইনালের সূচি
কোপা আমেরিকার সেমিফাইনালের সূচি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.