ETV Bharat / sports

SC East Bengal in ISL : দিয়াজের হাত ধরেও আইএসএলে শুভারম্ভ হল না লাল-হলুদের - ইন্ডিয়ান সুপার লিগ

বড় জয়ে অষ্টম আইএসএল অভিযান শুরু করেছে মোহনবাগান ৷ আজ আইএসএল অভিযান শুরু করল ইস্টবেঙ্গলও ৷ ডার্বির আগে বড় জয় পেতে মরিয়া ছিল লাল-হলুদ ব্রিগেড ৷ যদিও এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল মানোলো দিয়াজের ছেলেদের ৷

ISL East Bengal
আইএসএল অভিযান শুরু করল ইস্টবেঙ্গল
author img

By

Published : Nov 21, 2021, 9:39 PM IST

Updated : Nov 21, 2021, 10:01 PM IST

পানাজি, 21 নভেম্বর : নতুন মরসুম, নতুন কোচ, নতুনভাবে শুরু করার পরিকল্পনা ছিল এসসি ইস্টবেঙ্গলের । প্রথম মরসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে রবিবার চাপমুক্ত হয়ে আইএসএল যাত্রা শুরু করতে বদ্ধপরিকর ছিল লাল-হলুদ বাহিনী । প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল জামশেদপুর এফসি । যদিও পয়েন্ট ভাগ করেই সফর শুরু করল পদ্মাপাড়ের ক্লাব ৷

এই ম্যাচ দিয়ে ভারতের মাটিতে অভিষেক হল রিয়াল মাদ্রিদে কাজ করা মানোলো দিয়াজের ৷ তাঁর কোচিংয়ে ইতিমধ্যেই চারটে প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছিল লাল-হলুদ ব্রিগেড । সেই ম্যাচের রেশ থেকেই এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়েছিল লাল-হলুদ বাহিনী ৷ যার ফলে ম্যাচ শুরু 18 মিনিটেই ভাল্সকিসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মহম্মদ রফিক, ড্যানিয়েল চিমারা ৷ যদিও প্রথমার্ধের শেষেই পিটার হার্টলের গোলে সমতা ফেরায় জামশেদপুর ৷

আরও পড়ুন : ISL Derby 2021: কলকাতা ডার্বিতে নামতে মুখিয়ে সবুজ-মেরুনের হুগো বুমোস

প্রথমার্ধের শেষ থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় ভাল্সকিস, প্রণয় হালদাররা ৷ মাঝেমধ্যেই পাল্টা আক্রমণে আসার চেষ্টা করেছেন চিমা, পেরোসেভিচরা ৷ যদিও গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই ৷ গোটা ম্যাচেই কিছুটা নিষ্প্রভ দেখাল ভাল্সকিসকে ৷ তা না হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত ৷ তা সত্ত্বেও যেভাবে বল পজেশন রেখে বারবার গোলের কাছে পৌঁছে যাচ্ছিলেন ইস্পাতনগরীর ফুটবলাররা, তা চিন্তা বাড়াবে ইস্টবেঙ্গল অফিসিয়ালদের ৷ ডার্বির আগে রক্ষণের সমস্যা, দলের বোঝাপড়ার অভাব দ্রুত মেরামত করতে হবে রিয়াল মাদ্রিদ ক্যাস্টিলা দলের প্রাক্তন কোচকে ৷

পানাজি, 21 নভেম্বর : নতুন মরসুম, নতুন কোচ, নতুনভাবে শুরু করার পরিকল্পনা ছিল এসসি ইস্টবেঙ্গলের । প্রথম মরসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে রবিবার চাপমুক্ত হয়ে আইএসএল যাত্রা শুরু করতে বদ্ধপরিকর ছিল লাল-হলুদ বাহিনী । প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল জামশেদপুর এফসি । যদিও পয়েন্ট ভাগ করেই সফর শুরু করল পদ্মাপাড়ের ক্লাব ৷

এই ম্যাচ দিয়ে ভারতের মাটিতে অভিষেক হল রিয়াল মাদ্রিদে কাজ করা মানোলো দিয়াজের ৷ তাঁর কোচিংয়ে ইতিমধ্যেই চারটে প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছিল লাল-হলুদ ব্রিগেড । সেই ম্যাচের রেশ থেকেই এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়েছিল লাল-হলুদ বাহিনী ৷ যার ফলে ম্যাচ শুরু 18 মিনিটেই ভাল্সকিসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মহম্মদ রফিক, ড্যানিয়েল চিমারা ৷ যদিও প্রথমার্ধের শেষেই পিটার হার্টলের গোলে সমতা ফেরায় জামশেদপুর ৷

আরও পড়ুন : ISL Derby 2021: কলকাতা ডার্বিতে নামতে মুখিয়ে সবুজ-মেরুনের হুগো বুমোস

প্রথমার্ধের শেষ থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় ভাল্সকিস, প্রণয় হালদাররা ৷ মাঝেমধ্যেই পাল্টা আক্রমণে আসার চেষ্টা করেছেন চিমা, পেরোসেভিচরা ৷ যদিও গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই ৷ গোটা ম্যাচেই কিছুটা নিষ্প্রভ দেখাল ভাল্সকিসকে ৷ তা না হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত ৷ তা সত্ত্বেও যেভাবে বল পজেশন রেখে বারবার গোলের কাছে পৌঁছে যাচ্ছিলেন ইস্পাতনগরীর ফুটবলাররা, তা চিন্তা বাড়াবে ইস্টবেঙ্গল অফিসিয়ালদের ৷ ডার্বির আগে রক্ষণের সমস্যা, দলের বোঝাপড়ার অভাব দ্রুত মেরামত করতে হবে রিয়াল মাদ্রিদ ক্যাস্টিলা দলের প্রাক্তন কোচকে ৷

Last Updated : Nov 21, 2021, 10:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.