ETV Bharat / sports

SC East Bengal: অস্ট্রেলিয়ার ডিফেন্ডারকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল - ISL 2021-22

পারথে জন্ম হলেও টমিস্লাভ মার্সেলার বেড়ে ওঠা ক্রোয়েশিয়ায় ৷ অ্যাকাডেমিতে ফুটবল শিক্ষার পরে ওই দেশের একাধিক ক্লাবে দাপটের সঙ্গে ফুটবল খেলেছেন ৷ পারথ গ্লোরিতে যোগ দেওয়ার আগে দক্ষিণ কোরিয়ার ক্লাব দলেও খেলেছেন এই অজি ডিফেন্ডার ৷

SC East Bengal
টমিস্লাভ মার্সেলা
author img

By

Published : Sep 14, 2021, 6:20 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর : স্লোভেনিয়ার মিডফিল্ডার আমির ডারভিসেভিচকে সই করানোর পরে এবার অস্ট্রেলিয়ার প্রথম সারির ক্লাবে খেলা সেন্ট্রাল ব্যাক টমিস্লাভ মার্সেলাকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার তাঁকে দলে নেওয়ার খবর সরকারিভাবে জানানো হয় ৷ এক বছরের চুক্তিতে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার লাল হলুদ জার্সি পড়লেন।

এসসি ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ ম্যানুয়াল মানোলো ডিয়াজ এই বিদেশি স্টপারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রাহ দেখান ৷ ছয় ফুট চার ইঞ্চির দীর্ঘদেহী লাল হলুদে আসার আগে অস্ট্রেলিয়ার এ লিগের দল পার্থ গ্লোরির সঙ্গে দুই বছরের চুক্তিতে ছিলেন। ইতিমধ্যে দলের এ লিগ খেতাব জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন টমিস্লাভ মার্সেলা। ভারতীয় ফুটবলে প্রথমবার খেলতে এদিনই লাল হলুদ ব্রিগেডের সঙ্গে চুক্তিবদ্ধ হন অজি ডিফেন্ডার।

নতুন দেশ, নতুন লিগ, নতুন ক্লাবের হয়ে খেলতে আসার আগে অজি ডিফেন্ডার উচ্ছ্বসিত ৷ মার্সেলা বলেন, "আমি খুব খুশি এসি ইস্টবেঙ্গলের পক্ষে সই করে । ক্লাবের তরফে প্রস্তাব ভাল হওয়াতেই সই করেছি । আমার কয়েকজন বন্ধু ভারতে খেলেছে ৷ ওরা ইস্টবেঙ্গল সম্পর্কে জানে । ওরা আমাকে ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে একট ধারণা দিয়েছে ।"

আরও পড়ুন : স্লোভেনিয়ার জাতীয় দলের মিডফিল্ডারকে সই করিয়ে চমক লাল-হলুদের

পাশাপাশি প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, "আমি দলের রক্ষণে নির্ভরতা দেওয়ার পাশাপাশি ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। দলের আভ্যন্তরীণ সুস্থ পরিবেশ ভাল পারফরম্যান্সের জন্য গুরুত্বপূর্ণ ৷ দলের পক্ষে যা কিছু ভাল, তা করার জন্য আমার তরফ থেকে কোনও চেষ্টার ত্রুটি থাকবে না। হৃদয় দিয়ে লাল হলুদ রক্ষণ সামলাব ৷ আমি শুনেছি, ইস্টবেঙ্গলের সমর্থকরা দল নিয়ে কতটা আবেগপ্রবণ। তাঁরা গ্যালারিতে থাকবে না এটা দুর্ভাগ্যের ৷ ওদের খুশি করতে আমরা নিজেদের নিংড়ে দেব ৷ মরসুম শুরু হওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি।"

পারথে জন্ম হলেও টমিস্লাভের বেড়ে ওঠা ক্রোয়েশিয়ায় ৷ অ্যাকাডেমিতে ফুটবল শিক্ষার পরে ওই দেশের একাধিক ক্লাবে দাপটের সঙ্গে ফুটবল খেলেছেন ৷ পারথ গ্লোরিতে যোগ দেওয়ার আগে দক্ষিণ কোরিয়ার ক্লাব দলেও খেলেছেন ৷ কিরঘিস্থানের বিরুদ্ধে 2018 সালের প্রাক বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার 23 সদস্যের দলে সুযোগ পেয়েছিলেন টমিস্লাভ।

কলকাতা, 14 সেপ্টেম্বর : স্লোভেনিয়ার মিডফিল্ডার আমির ডারভিসেভিচকে সই করানোর পরে এবার অস্ট্রেলিয়ার প্রথম সারির ক্লাবে খেলা সেন্ট্রাল ব্যাক টমিস্লাভ মার্সেলাকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার তাঁকে দলে নেওয়ার খবর সরকারিভাবে জানানো হয় ৷ এক বছরের চুক্তিতে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার লাল হলুদ জার্সি পড়লেন।

এসসি ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ ম্যানুয়াল মানোলো ডিয়াজ এই বিদেশি স্টপারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রাহ দেখান ৷ ছয় ফুট চার ইঞ্চির দীর্ঘদেহী লাল হলুদে আসার আগে অস্ট্রেলিয়ার এ লিগের দল পার্থ গ্লোরির সঙ্গে দুই বছরের চুক্তিতে ছিলেন। ইতিমধ্যে দলের এ লিগ খেতাব জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন টমিস্লাভ মার্সেলা। ভারতীয় ফুটবলে প্রথমবার খেলতে এদিনই লাল হলুদ ব্রিগেডের সঙ্গে চুক্তিবদ্ধ হন অজি ডিফেন্ডার।

নতুন দেশ, নতুন লিগ, নতুন ক্লাবের হয়ে খেলতে আসার আগে অজি ডিফেন্ডার উচ্ছ্বসিত ৷ মার্সেলা বলেন, "আমি খুব খুশি এসি ইস্টবেঙ্গলের পক্ষে সই করে । ক্লাবের তরফে প্রস্তাব ভাল হওয়াতেই সই করেছি । আমার কয়েকজন বন্ধু ভারতে খেলেছে ৷ ওরা ইস্টবেঙ্গল সম্পর্কে জানে । ওরা আমাকে ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে একট ধারণা দিয়েছে ।"

আরও পড়ুন : স্লোভেনিয়ার জাতীয় দলের মিডফিল্ডারকে সই করিয়ে চমক লাল-হলুদের

পাশাপাশি প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, "আমি দলের রক্ষণে নির্ভরতা দেওয়ার পাশাপাশি ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। দলের আভ্যন্তরীণ সুস্থ পরিবেশ ভাল পারফরম্যান্সের জন্য গুরুত্বপূর্ণ ৷ দলের পক্ষে যা কিছু ভাল, তা করার জন্য আমার তরফ থেকে কোনও চেষ্টার ত্রুটি থাকবে না। হৃদয় দিয়ে লাল হলুদ রক্ষণ সামলাব ৷ আমি শুনেছি, ইস্টবেঙ্গলের সমর্থকরা দল নিয়ে কতটা আবেগপ্রবণ। তাঁরা গ্যালারিতে থাকবে না এটা দুর্ভাগ্যের ৷ ওদের খুশি করতে আমরা নিজেদের নিংড়ে দেব ৷ মরসুম শুরু হওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি।"

পারথে জন্ম হলেও টমিস্লাভের বেড়ে ওঠা ক্রোয়েশিয়ায় ৷ অ্যাকাডেমিতে ফুটবল শিক্ষার পরে ওই দেশের একাধিক ক্লাবে দাপটের সঙ্গে ফুটবল খেলেছেন ৷ পারথ গ্লোরিতে যোগ দেওয়ার আগে দক্ষিণ কোরিয়ার ক্লাব দলেও খেলেছেন ৷ কিরঘিস্থানের বিরুদ্ধে 2018 সালের প্রাক বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার 23 সদস্যের দলে সুযোগ পেয়েছিলেন টমিস্লাভ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.