কলকাতা, 14 সেপ্টেম্বর : আইএসএলের সূচি প্রকাশিত। গত বছরের মত এবারও 27 নভেম্বর আইএসএলের ডার্বিতে মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। গত মরসুমে ডার্বি দিয়ে লালহলুদ আইএসএল যাত্রা শুরু করেছিল। এবার ম্যানুয়েল ডিয়াজের দল দ্বিতীয় ম্যাচে ডার্বিতে নামবে। হঠাৎ করে রবি ফাওলারের ছেড়ে যাওয়ার জুতোয় পা-গলিয়ে রিয়াল মাদ্রিদের যুব দলের প্রাক্তনী ইতিমধ্যে ভারতীয় ক্লাব ফুটবল লিগ এবং সবচেয়ে "বড় ম্যাচ" নিয়ে খোঁজ খবর নিতে শুরু করেছেন।
দলগঠনে ভারতীয় ফুটবলারদের চুক্তি নিয়ে হোমওয়ার্ক সেরেছেন ডিয়াজ ৷ পাশাপাশি দলের বিদেশি নেওয়ার ক্ষেত্রে নিজের পছন্দসই ফুটবলারকে দলে পেয়েছেন। আইএসএল-এর সূচি ও তাঁর দলের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে লালহলুদ কোচ ডিয়াজ বলেন, "আমি জানি এখন থেকে ডার্বি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। আমাদের দ্বিতীয় ম্যাচ ডার্বি ৷ প্রস্তুতির জন্য হাতে পর্যাপ্ত সময় নেই ৷ তবে সমর্থকদের এই ম্যাচ ঘিরে আবেগের কথা জানি ৷ তাদের আবেগকে শ্রদ্ধা করি। সমর্থকরা আমাদের শক্তি ৷ একটি কথা বলতে চাই, আমরা ডার্বিতে তৈরি হয়েই নামব ৷"
আরও পড়ুন : অস্ট্রেলিয়ার ডিফেন্ডারকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল
সূচি অনুযায়ী 21 নভেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে এসসি ইস্টবেঙ্গলকে ডার্বি-সহ পাঁচটি ম্যাচ খেলতে হবে। ব্যস্ত ক্রীড়াসূচি নিয়ে চিন্তিত লালহলুদের স্প্যানিশ 'হেডস্যার'। তিনি বলেন, "ঠাসা সূচি রয়েছে ৷ ঘনঘন ম্যাচ খেলতে হবে আমাদের ৷ জামশেদপুর এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগেই আমাদের তৈরি হতে হবে।" দলগঠনের প্রক্রিয়া চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে। স্টপার, মিডফিল্ডার নেওয়ার কথা জানানো হয়েছে। স্ট্রাইকারের নাম দ্রুত প্রকাশ হতে চলেছে ৷ সম্ভবত নাইজেরিয়ান কোনও স্ট্রাইকারের দিকে হাত বাড়িয়েছে লালহলুদ রিক্রুটাররা। পাশাপাশি ভারতে পা দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত ডিয়াজ ৷ রবি ফাওলারের মত ছয় সদস্যের সহকারী নয়, বরং তিন সদস্যের ডেপুটি নিয়ে এসেছেন। সম্ভবত এই মাসের শেষে ভারতে পা-দেবেন। কোভিড বিধিনিষেধের বেড়াজাল মেনে অন্তত পাঁচ সপ্তাহের প্রস্তুতি সারার পরিকল্পনা রয়েছে লালহলুদ কোচের।