ETV Bharat / sports

Euro 2020 : ম্যাচের 10 মিনিটে হঠাৎ বন্ধ করা হবে খেলা, এরিকসনকে শ্রদ্ধা জানাতে নয়া পন্থা লুকাকুর

প্রসঙ্গত শনিবারে ফিলন্যান্ডের বিরুদ্ধে খেলা চলাকালীন মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন এরিকসন ৷ বর্তমানে পার্কেন স্টেডিয়ামের কাছেই একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ ডেনমার্কের কোচ কেসপার জুলমান্দ জানান এরিকসন হাসপাতাল থেকেই খেলা দেখবেন ৷

author img

By

Published : Jun 17, 2021, 8:51 AM IST

এরিকসনকে শ্রদ্ধা জানাতে নয়া পন্থা লুকাকুর
এরিকসনকে শ্রদ্ধা জানাতে নয়া পন্থা লুকাকুর

কোপেনহাগেন, 17 জুন : ইন্টারমিলানের সতীর্থ ক্রিশ্চিয়ান এরিকসনকে শ্রদ্ধা জানানোর অভিনব পন্থা বের করলেন রোমেলু লুকাকু ৷ এদিন তিনি জানান, বেলজিয়াম বনাম ডেনমার্ক ম্যাচের 10 মিনিটের মাথায় বাইরে বল মেরে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যাতে গোটা স্টেডিয়াম ক্রিশ্চিয়ান এরিকসনকে শ্রদ্ধা জানাতে পারে ৷

কোপেনহাগেন পার্কেন স্টেডিয়ামের দর্শকরা বেলজিয়াম ও ডেনমার্ক ম্যাচের 10 মিনিটে এরিকসনকে শ্রদ্ধা জানানোর পরিকল্পনা করেছে ৷ কারণ এরিকসন ডেনমার্কের 10 নম্বর জার্সি পরে খেলেন ৷

লুকাকু এদিন বলেন, দুটি দলই খেলা বন্ধ রাখবে, যাতে মাঠের ফুটবলাররাও এরিকসনকে শ্রদ্ধা জানাতে পারেন ৷ আজ লুকাকু বলেন,‘‘আমরা বলটি মাঠের বাইরে থ্রো-ইনের জন্য মারব ৷ এবং এই মুহূর্তটি উৎযাপন করব ৷’’

প্রসঙ্গত শনিবারে ফিলন্যান্ডের বিরুদ্ধে খেলা চলাকালীন মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন এরিকসন ৷ বর্তমানে পার্কেন স্টেডিয়ামের কাছেই একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ ডেনমার্কের কোচ কেসপার জুলমান্দ জানান এরিকসন হাসপাতাল থেকেই খেলা দেখবেন ৷

আরও পড়ুন : EURO 2020: লোকাতেলির জোড়া গোল, নকআউটে আজুরিরা

বুধবার জুলমান্দ বলেন, ‘‘আমার মনে হয় এরিক খেলাটি দেখবেন ৷ এটা সত্যিই অসাধারণ ৷ হাসপাতালটি পার্কেন স্টেডিয়ামের একেবারে পাশেই ৷ জানালা দিয়ে বাইরে তাকালে এরিকসন পার্কেন স্টেডিয়াম দেখতে পারবেন ৷ এমনকি স্টেডিয়ামের দর্শকদের আওয়াজও শুনতে পারবেন ৷ এটা সত্যিই এরিকসনের কাছে একটি অসাধারণ মুহূর্ত হতে চলেছে ৷ আমার মনে হয় ও দেশের জার্সি পরে খেলা দেখবে ৷’’ এরিকসনের ইন্টারমিলানের সতীর্থ রোমেলু লুকাকু রাশিয়ার বিরুদ্ধে গোল করার পরই ডেনমার্কের ফুটবলারকে শ্রদ্ধা জানিয়েছন ৷

অন্যদিকে ডেনমার্কের বিরুদ্ধে এই ম্যাচেই দলে ফিরছেন কেভিন ডি ব্রুনে ৷ জানালেন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ ৷

কোপেনহাগেন, 17 জুন : ইন্টারমিলানের সতীর্থ ক্রিশ্চিয়ান এরিকসনকে শ্রদ্ধা জানানোর অভিনব পন্থা বের করলেন রোমেলু লুকাকু ৷ এদিন তিনি জানান, বেলজিয়াম বনাম ডেনমার্ক ম্যাচের 10 মিনিটের মাথায় বাইরে বল মেরে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যাতে গোটা স্টেডিয়াম ক্রিশ্চিয়ান এরিকসনকে শ্রদ্ধা জানাতে পারে ৷

কোপেনহাগেন পার্কেন স্টেডিয়ামের দর্শকরা বেলজিয়াম ও ডেনমার্ক ম্যাচের 10 মিনিটে এরিকসনকে শ্রদ্ধা জানানোর পরিকল্পনা করেছে ৷ কারণ এরিকসন ডেনমার্কের 10 নম্বর জার্সি পরে খেলেন ৷

লুকাকু এদিন বলেন, দুটি দলই খেলা বন্ধ রাখবে, যাতে মাঠের ফুটবলাররাও এরিকসনকে শ্রদ্ধা জানাতে পারেন ৷ আজ লুকাকু বলেন,‘‘আমরা বলটি মাঠের বাইরে থ্রো-ইনের জন্য মারব ৷ এবং এই মুহূর্তটি উৎযাপন করব ৷’’

প্রসঙ্গত শনিবারে ফিলন্যান্ডের বিরুদ্ধে খেলা চলাকালীন মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন এরিকসন ৷ বর্তমানে পার্কেন স্টেডিয়ামের কাছেই একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ ডেনমার্কের কোচ কেসপার জুলমান্দ জানান এরিকসন হাসপাতাল থেকেই খেলা দেখবেন ৷

আরও পড়ুন : EURO 2020: লোকাতেলির জোড়া গোল, নকআউটে আজুরিরা

বুধবার জুলমান্দ বলেন, ‘‘আমার মনে হয় এরিক খেলাটি দেখবেন ৷ এটা সত্যিই অসাধারণ ৷ হাসপাতালটি পার্কেন স্টেডিয়ামের একেবারে পাশেই ৷ জানালা দিয়ে বাইরে তাকালে এরিকসন পার্কেন স্টেডিয়াম দেখতে পারবেন ৷ এমনকি স্টেডিয়ামের দর্শকদের আওয়াজও শুনতে পারবেন ৷ এটা সত্যিই এরিকসনের কাছে একটি অসাধারণ মুহূর্ত হতে চলেছে ৷ আমার মনে হয় ও দেশের জার্সি পরে খেলা দেখবে ৷’’ এরিকসনের ইন্টারমিলানের সতীর্থ রোমেলু লুকাকু রাশিয়ার বিরুদ্ধে গোল করার পরই ডেনমার্কের ফুটবলারকে শ্রদ্ধা জানিয়েছন ৷

অন্যদিকে ডেনমার্কের বিরুদ্ধে এই ম্যাচেই দলে ফিরছেন কেভিন ডি ব্রুনে ৷ জানালেন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.