ETV Bharat / sports

Cristiano Ronaldo : মেসির পর এবার রোনাল্ডো, জুভেন্তাসকে বিদায় জানাচ্ছেন সিআর 7 - ম্যান সিটিতে যাচ্ছেন রোনাল্ডো

দলবদলের মরসুমে পুরানো ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি ৷ এবার তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও একই পথ অনুসরণ করতে চলেছেন ৷ শোনা যাচ্ছে, প্রিমিয়র লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিতে যোগদান করতে চলেছেন রোনাল্ডো ৷

report Man City in talks with Juventus to sign Cristiano Ronaldo
report Man City in talks with Juventus to sign Cristiano Ronaldo
author img

By

Published : Aug 27, 2021, 4:13 PM IST

তুরিন, 27 অগস্ট : তিনটি বছর তুরিনে কাটিয়ে ফের একবার নাকি ইংল্যান্ডের পথে পাড়ি দিতে চলেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ কিছুদিন আগেই দলবদল নিয়ে শিরোনামে ছিলেন লিওনেল মেসি ৷ জল্পনার অবসান ঘটিয়ে ছোটবেলার ক্লাব বার্সেলোনা ছেড়ে লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন লিও ৷ এবার পালা রোনাল্ডোর ৷ শোনা যাচ্ছে, জুভেন্তাস ছেড়ে ম্যাঞ্চেস্টার সিটির পথে পা বাড়িয়েছেন সিআর 7 ৷ তুরিনের ক্লাবটিকে সাফ বলে দিয়েছেন, তাঁকে যেন ছেড়ে দেওয়া হয় ৷ এই খবরটি নিশ্চিত করেছেন ইতালির সাংবাদিক ফ্য়াব্রিজিও রোমানো ৷ তিনি যে ক্লাব ছাড়ছেন, তা জুভেন্তাসের টিমমেটদের জানিয়ে দিয়েছেন রোনাল্ডো ৷

দলবদলের আর মাত্র চারদিন বাকি রয়েছে ৷ তার মধ্যেই রোনাল্ডোর বিষয়টি পাকা করে ফেলতে চায় সিটি ৷ শোনা যাচ্ছে, রোনাল্ডো ম্যাঞ্চেস্টার সিটিতে গেলে কপাল পুড়বে রাহিম স্টার্লিংয়ের ৷ রোনাল্ডোকে ক্লাবে জায়গা করে দিতে স্টার্লিংকে ছেড়ে দিতে পারে পেপ গুয়ার্দিওলার দল ৷ এদিকে ইংল্যান্ডের বেশ কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই নাকি দু‘বছরের চুক্তি করে ফেলেছেন রোনাল্ডো ৷ কিন্তু সবটাই অনুমানের উপর ৷ কোনও ক্লাবই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ৷

আজ সকালে জুভেন্তাসের অনুশীলনে যোগ দেননি রোনাল্ডো ৷ তবে জুভের ট্রেনিং গ্রাউন্ডে ঘণ্টা দেড়েকের মতো কাটিয়েছেন ৷ সতীর্থদের জানিয়ে দিয়েছেন যে তিনি চলে যাচ্ছেন ৷ ড্রেসিংরুমের লকারে থাকা নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়েছেন ৷ রোনাল্ডোকে সিটিতে যোগদানের জন্য তাঁর ম্যানেজার জর্জ মেন্ডেজ সিটির কর্তাদের সঙ্গে লাগাতার কথাবার্তা চালিয়ে যাচ্ছেন ৷

আরও পড়ুন : Chris Cairns : হার্টে অস্ত্রোপচার চলাকালীনই স্ট্রোক, পক্ষাঘাতে আক্রান্ত ক্রিস কেয়ার্নস

2018 সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন রোনাল্ডো ৷ তবে কেরিয়ারের শেষের দিকটা প্রিমিয়র লিগের ক্লাবের হয়ে খেলতে চেয়েছিলেন তিনি ৷ কারণ ইপিএলের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে এসেই যাবতীয় খ্যাতি অর্জন করেছেন তিনি ৷ সেখান থেকেই তাঁকে চিনেছে গোটা বিশ্ব ৷ অনেকে ভেবেছিলেন 36 বছরের রোনাল্ডো ফের পুরানো ক্লাবে ফিরে যাবেন ৷ কিন্তু সকলকে চমকে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটির হয়ে নাম লেখানোর জন্য রাজি হয়েছেন সিআর 7 ৷

তুরিন, 27 অগস্ট : তিনটি বছর তুরিনে কাটিয়ে ফের একবার নাকি ইংল্যান্ডের পথে পাড়ি দিতে চলেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ কিছুদিন আগেই দলবদল নিয়ে শিরোনামে ছিলেন লিওনেল মেসি ৷ জল্পনার অবসান ঘটিয়ে ছোটবেলার ক্লাব বার্সেলোনা ছেড়ে লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন লিও ৷ এবার পালা রোনাল্ডোর ৷ শোনা যাচ্ছে, জুভেন্তাস ছেড়ে ম্যাঞ্চেস্টার সিটির পথে পা বাড়িয়েছেন সিআর 7 ৷ তুরিনের ক্লাবটিকে সাফ বলে দিয়েছেন, তাঁকে যেন ছেড়ে দেওয়া হয় ৷ এই খবরটি নিশ্চিত করেছেন ইতালির সাংবাদিক ফ্য়াব্রিজিও রোমানো ৷ তিনি যে ক্লাব ছাড়ছেন, তা জুভেন্তাসের টিমমেটদের জানিয়ে দিয়েছেন রোনাল্ডো ৷

দলবদলের আর মাত্র চারদিন বাকি রয়েছে ৷ তার মধ্যেই রোনাল্ডোর বিষয়টি পাকা করে ফেলতে চায় সিটি ৷ শোনা যাচ্ছে, রোনাল্ডো ম্যাঞ্চেস্টার সিটিতে গেলে কপাল পুড়বে রাহিম স্টার্লিংয়ের ৷ রোনাল্ডোকে ক্লাবে জায়গা করে দিতে স্টার্লিংকে ছেড়ে দিতে পারে পেপ গুয়ার্দিওলার দল ৷ এদিকে ইংল্যান্ডের বেশ কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই নাকি দু‘বছরের চুক্তি করে ফেলেছেন রোনাল্ডো ৷ কিন্তু সবটাই অনুমানের উপর ৷ কোনও ক্লাবই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ৷

আজ সকালে জুভেন্তাসের অনুশীলনে যোগ দেননি রোনাল্ডো ৷ তবে জুভের ট্রেনিং গ্রাউন্ডে ঘণ্টা দেড়েকের মতো কাটিয়েছেন ৷ সতীর্থদের জানিয়ে দিয়েছেন যে তিনি চলে যাচ্ছেন ৷ ড্রেসিংরুমের লকারে থাকা নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়েছেন ৷ রোনাল্ডোকে সিটিতে যোগদানের জন্য তাঁর ম্যানেজার জর্জ মেন্ডেজ সিটির কর্তাদের সঙ্গে লাগাতার কথাবার্তা চালিয়ে যাচ্ছেন ৷

আরও পড়ুন : Chris Cairns : হার্টে অস্ত্রোপচার চলাকালীনই স্ট্রোক, পক্ষাঘাতে আক্রান্ত ক্রিস কেয়ার্নস

2018 সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন রোনাল্ডো ৷ তবে কেরিয়ারের শেষের দিকটা প্রিমিয়র লিগের ক্লাবের হয়ে খেলতে চেয়েছিলেন তিনি ৷ কারণ ইপিএলের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে এসেই যাবতীয় খ্যাতি অর্জন করেছেন তিনি ৷ সেখান থেকেই তাঁকে চিনেছে গোটা বিশ্ব ৷ অনেকে ভেবেছিলেন 36 বছরের রোনাল্ডো ফের পুরানো ক্লাবে ফিরে যাবেন ৷ কিন্তু সকলকে চমকে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটির হয়ে নাম লেখানোর জন্য রাজি হয়েছেন সিআর 7 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.