কলকাতা, 9 জুলাই : 125 বছরেরও বেশি প্রাচীন ক্লাবের এবার মেকওভার । ষাটের দশকের মাঝামাঝি সময় লেসলি ক্লডিয়াস সরণি ছেড়ে, গোষ্টপাল সরণিতে চলে এসেছিল মোহনবাগান ক্লাব । গঙ্গাপাড়ে সেই সময়ের মতো করে ক্লাব তাঁবু সাজানো হয়েছিল । কিন্তু দিনের গতির সঙ্গে সবুজ মেরুনে অনেক পরিবর্তন এসেছে । বদলেছে মানসিকতা । তাই এবার নতুন করে সেজে উঠছে মোহনবাগান ক্লাব ৷
সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবং ঐতিহ্য ইতিহাসকে সম্মান দিয়ে এগিয়ে চলেছে মোহনবাগান ক্লাব । শুধু মাঠের পারফরম্যান্সে সেই সাক্ষ্য থেমে নেই এখন প্রশাসনের দৃষ্টিভঙ্গিতে বদল এসেছে । ভারতীয় ফুটবলের নতুন হাওয়ায় পাল উড়িয়ে সবুজ মেরুন নৌকা এগিয়ে চলেছে । সাফল্যের গন্ডি এখন তাঁরা শুধু দেশের মধ্যে রাখতে চায় না । বরং মহাদেশের সেরা হওয়া পাখির চোখ । এটিকে মোহনবাগান যখন আইএসএল এর দলবদলের বাজারে নিত্যনতুন চমক দিচ্ছে, তখন মোহনবাগান ক্লাবের সাবেক কর্তারা ক্লাবের অন্য বিভাগগুলির খোলনলচে বদলে মনোযোগী ।
আরও পড়ুন : বাগানে ফুল ফোটাতে এবার সোনার বল জয়ী বুমোস
আধুনিকতার সঙ্গে পা মেলাতে প্রথমেই ক্লাবের অন্দর সজ্জায় ব্যাপক বদল আনা হচ্ছে ৷ ক্লাবের অফিস এবং খেলোয়াড়দের সাজঘর আলাদা জায়গায় তৈরি করা হয়েছে । এতদিন ক্লাব তাবুতেই ছিল সাজঘর । এবার তা গ্যালারির তলায় এবং আধুনিক রূপে তৈরি করা হয়েছে । ট্রফির জন্য আলাদা ক্যাবিনেট, প্রশাসনিক পদাধিকারীদের জন্য আলাদা ঘর এবং তাও রুচিসম্মত । 29 জুলাই মোহনবাগান দিবসে নতুন ক্লাব তাঁবুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে । যা সদস্য এবং সমর্থকদের কাছে বিশেষ উপহার হতে চলেছে ।