ETV Bharat / sports

এবার মেয়েদের লিগ শুরু করার পরিকল্পনা IFA-এর - আইএফএ

চলতি বছরে প্যানডেমিকের কারণে মেয়েদের লিগ বা কন্যাশ্রী কাপ শুরু হয়েও শেষ হয়নি ।

এবার মেয়েদের লিগ শুরু করার পরিকল্পনা আইএফএর
এবার মেয়েদের লিগ শুরু করার পরিকল্পনা আইএফএর
author img

By

Published : Nov 8, 2020, 7:37 PM IST

কলকাতা, 8 নভেম্বর : আই লিগ দ্বিতীয় ডিভিশন সাফল্যের সঙ্গে আয়োজনের পরে ঘরোয়া ফুটবলের বন্ধ হয়ে থাকা দরজা খুলে দিতে চাইছে IFA । ফলশ্রুতিতে শিল্ড আয়োজনের ভাবনা যেমন রয়েছে তেমনই মেয়েদের ফুটবল লিগ কন্যাশ্রী কাপ ফের শুরু করার পরিকল্পনা রয়েছে ।

চলতি বছরে প্যানডেমিকের কারণে মেয়েদের লিগ বা কন্যাশ্রী কাপ শুরু হয়েও শেষ হয়নি । মোট 21টি দল এই লিগে অংশ নিয়েছে । আড়ম্বরের সঙ্গে উদ্বোধন হলেও বর্তমান পরিস্থিতির কারণে লিগ শেষ করা যায়নি । 17টির মতো ম্যাচ এখনও বাকি রয়েছে । IFA এবার স্থগিত হয়ে থাকা কন্যাশ্রী কাপের চাকা ঘোরাতে চায় । রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, তারা ডিসেম্বরের প্রথম সপ্তাহে কন্যাশ্রী কাপের বাকি খেলা শেষ করতে চান । এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছেন IFA প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় । ঘেরামাঠে যথাসম্ভব কোরোনা সচেতনতা অবলম্বন করে কন্যাশ্রী কাপ আয়োজনের পরিকল্পনা সাজানো শুরু হয়েছে ।

এবার মেয়েদের লিগ শুরু করার পরিকল্পনা IFA-এর

IFA শিল্ড আয়োজনের পাশাপাশি মেয়েদের লিগ আয়োজনের চেষ্টা আদতে নিউ নর্মালের সঙ্গে মানিয়ে নিয়ে স্বাভাবিকতার পথে হাঁটার চেষ্টা । শুধু কন্যাশ্রী কাপ নয়, IFA শিল্ডেও কোরোনা প্রোটোকল মানার যথাযথ চেষ্টা করা হবে । IFA সচিব বলেছেন, দ্বিতীয় ডিভিশন আই লিগের মত জৈব বলয়ের ব্যবস্থা এই দুই টুর্নামেন্টে থাকবে না । তবে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে নিয়মের লক্ষণরেখায় বাধা হবে ।

IFA-এর এই উদ্যোগের সমর্থন এসেছে বাংলার মহিলা ফুটবলারদের থেকেও । প্রাক্তন ফুটবলার কুন্তলা ঘোষদস্তিদার বলেছেন, "মেয়েরা মাঠে নামার জন্য মুখিয়ে । তারা আর্থসামাজিক ব্যবস্থায় দিশা খুঁজতে ফুটবলকে বেছে নিয়েছে । ফুটবল দিয়ে জীবন গড়ার চেষ্টা তাদের । বর্তমান পরিস্থিতি সেই চেষ্টায় বড় ধাক্কা । সবকিছু যখন সচেতনতার চাদরে মুড়ে শুরু করার চেষ্টা হচ্ছে তখন মেয়েদের লিগ পিছিয়ে থাকবে কেন ? তাই IFA-এর এই চেষ্টা আমাদের আশা জোগাচ্ছে ।"

কলকাতা, 8 নভেম্বর : আই লিগ দ্বিতীয় ডিভিশন সাফল্যের সঙ্গে আয়োজনের পরে ঘরোয়া ফুটবলের বন্ধ হয়ে থাকা দরজা খুলে দিতে চাইছে IFA । ফলশ্রুতিতে শিল্ড আয়োজনের ভাবনা যেমন রয়েছে তেমনই মেয়েদের ফুটবল লিগ কন্যাশ্রী কাপ ফের শুরু করার পরিকল্পনা রয়েছে ।

চলতি বছরে প্যানডেমিকের কারণে মেয়েদের লিগ বা কন্যাশ্রী কাপ শুরু হয়েও শেষ হয়নি । মোট 21টি দল এই লিগে অংশ নিয়েছে । আড়ম্বরের সঙ্গে উদ্বোধন হলেও বর্তমান পরিস্থিতির কারণে লিগ শেষ করা যায়নি । 17টির মতো ম্যাচ এখনও বাকি রয়েছে । IFA এবার স্থগিত হয়ে থাকা কন্যাশ্রী কাপের চাকা ঘোরাতে চায় । রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, তারা ডিসেম্বরের প্রথম সপ্তাহে কন্যাশ্রী কাপের বাকি খেলা শেষ করতে চান । এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছেন IFA প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় । ঘেরামাঠে যথাসম্ভব কোরোনা সচেতনতা অবলম্বন করে কন্যাশ্রী কাপ আয়োজনের পরিকল্পনা সাজানো শুরু হয়েছে ।

এবার মেয়েদের লিগ শুরু করার পরিকল্পনা IFA-এর

IFA শিল্ড আয়োজনের পাশাপাশি মেয়েদের লিগ আয়োজনের চেষ্টা আদতে নিউ নর্মালের সঙ্গে মানিয়ে নিয়ে স্বাভাবিকতার পথে হাঁটার চেষ্টা । শুধু কন্যাশ্রী কাপ নয়, IFA শিল্ডেও কোরোনা প্রোটোকল মানার যথাযথ চেষ্টা করা হবে । IFA সচিব বলেছেন, দ্বিতীয় ডিভিশন আই লিগের মত জৈব বলয়ের ব্যবস্থা এই দুই টুর্নামেন্টে থাকবে না । তবে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে নিয়মের লক্ষণরেখায় বাধা হবে ।

IFA-এর এই উদ্যোগের সমর্থন এসেছে বাংলার মহিলা ফুটবলারদের থেকেও । প্রাক্তন ফুটবলার কুন্তলা ঘোষদস্তিদার বলেছেন, "মেয়েরা মাঠে নামার জন্য মুখিয়ে । তারা আর্থসামাজিক ব্যবস্থায় দিশা খুঁজতে ফুটবলকে বেছে নিয়েছে । ফুটবল দিয়ে জীবন গড়ার চেষ্টা তাদের । বর্তমান পরিস্থিতি সেই চেষ্টায় বড় ধাক্কা । সবকিছু যখন সচেতনতার চাদরে মুড়ে শুরু করার চেষ্টা হচ্ছে তখন মেয়েদের লিগ পিছিয়ে থাকবে কেন ? তাই IFA-এর এই চেষ্টা আমাদের আশা জোগাচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.