লিসবন, 28 অগস্ট : ঘরের ছেলে ঘরে ফিরছেন ৷ দীর্ঘ 12 বছর পর ফের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লাল জার্সি গায়ে চড়াতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ শুরুটা যেখানে করেছিলেন, যেখানে কেটেছে যৌবনকাল ৷ খ্যাতি, যশ, অর্থ সবকিছুর সূচনা যে ক্লাবের হাত ধরে, কেরিয়ারের সায়াহ্নে এসে সেখানেই ফিরলেন 36 বছরের রোনাল্ডো ৷ তাঁর এই ঘরে ফেরার উদযাপনে মেতেছে গোটা ক্রীড়াবিশ্ব ৷ দেশ বিদেশের ফুটবলাররা তো রয়েছেনই, অন্যান্য খেলার সঙ্গে যুক্ত মানুষরাও রোনাল্ডোকে শুভেচ্ছায় ভাসিয়েছেন ৷ অভিনন্দন জানিয়েছে আইপিএলের দলগুলিও ৷
গতকাল গোটা দিন ধরে রোনাল্ডোর দলবদল নিয়ে নাটক চলে ৷ প্রথম পর্তুগিজ তারকাকে দলে টানার চেষ্টায় নেমেছিল ম্যাঞ্চেস্টার সিটি ৷ পরে সেই অবস্থান থেকে সরে আসে সিটি ৷ এরপর আসরে নামে পুরানো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ নাটকের সমাপ্তি হয় রাতের দিকে ৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে টুইট করে রোনাল্ডোকে স্বাগত জানানো হয় ৷ তারপরই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শুভেচ্ছায় ভেঙে পড়ে ৷ ম্যান ইউ-এর টুইটারে রোনাল্ডোর ছবি নিচে লেখা হয়, "ওয়েলকাম হোম ৷" সেই টুইটের কমেন্ট বক্সে প্রিমিয়ার লিগের তরফে পর্তুগিজ ফুটবল তারকাকে স্বাগত জানানো হয়েছে ৷
-
Wondering why my phone is full of messages from people that haven't texted me in years... oh wait. 😂🔴💪💥 @ManUtd @Cristiano
— Juan Mata García (@juanmata8) August 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Wondering why my phone is full of messages from people that haven't texted me in years... oh wait. 😂🔴💪💥 @ManUtd @Cristiano
— Juan Mata García (@juanmata8) August 27, 2021Wondering why my phone is full of messages from people that haven't texted me in years... oh wait. 😂🔴💪💥 @ManUtd @Cristiano
— Juan Mata García (@juanmata8) August 27, 2021
শুভেচ্ছাদাতাদের তালিকায় প্রথমেই ম্যান ইউয়ের সদস্যদের কথা বলা যাক ৷ ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিশ্চিয়ানোকে স্বাগত জানাতে লাল কার্পেট বিছিয়ে দিয়েছেন হ্যারি মাগুয়ের, মার্কাস ব়্যাশফোর্ড, ব্রুনো ফার্নান্ডেজরা ৷ মজা করে ব্রুনো ফার্নান্ডেজ লিখেছেন, "এজেন্ট ব্রুনো ৷ ওয়েলকাম ব্যাক হোম ক্রিশ্চিয়ানো ৷" ব়্যাশফোর্ড লেখেন, "ওয়াও, ওয়াও, ওয়াও ৷ সে ঘরে ফিরছে ৷" রোনাল্ডোকে ক্লাবে স্বাগত জানিয়েছেন হ্যারি মাগুয়ের ৷
আরও পড়ুন : Cristiano Ronaldo : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরছেন রোনাল্ডো, স্বাগত জানাল রেড ডেভিলসরা
-
It’s only a right @Cristiano @ManUtd ⚡️🙌🏿 pic.twitter.com/FIxO1WPrRW
— Usain St. Leo Bolt (@usainbolt) August 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It’s only a right @Cristiano @ManUtd ⚡️🙌🏿 pic.twitter.com/FIxO1WPrRW
— Usain St. Leo Bolt (@usainbolt) August 27, 2021It’s only a right @Cristiano @ManUtd ⚡️🙌🏿 pic.twitter.com/FIxO1WPrRW
— Usain St. Leo Bolt (@usainbolt) August 27, 2021
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একনিষ্ঠ ভক্ত বলে পরিচিত কিংবদন্তি প্রাক্তন স্র্পিন্টার উসেইন বোল্ট ৷ রোনাল্ডোর ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার খবরে ভীষণ খুশি বোল্ট ৷ ইতিমধ্য়েই টুইটারে রোনাল্ডোর সঙ্গে খান চারেক ছবিও পোস্ট করা হয়ে গিয়েছে বিদ্যুৎমানবের ৷ 'ওয়েলকাম ব্যাক' লিখে পুরানো ক্লাবে রোনাল্ডোকে স্বাগত জানিয়েছেন বোল্ট ৷