ETV Bharat / sports

গ্রিনউডের জোড়া গোলে বোর্নমাউথকে 5-2 গোলে হারাল ম্যান ইউ

author img

By

Published : Jul 5, 2020, 8:49 PM IST

নিজের কেরিয়ারের 15টি গোল করে ফেললেন ইংল্যান্ডের স্ট্রাইকার গ্রিনউড ৷ তাঁর জোড়া গোলে বোর্নমাউথকে 5-2 গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷

image
বোর্নমাউথকে 5-2 গোলে হারাল ম্যান ইউ

ম্যাঞ্চেস্টার, 5 জুলাই : মাসন গ্রিনউডের জোড়া গোল ৷ আর তার সৌজন্যে ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেশনের আওতায় থাকা বোর্নমাউথকে 5-2 গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ ইতিমধ্যে ম্যান ইউর সিনিয়র দলের হয়ে 15টি গোল করা হয়ে গেল গ্রিনউডের ৷ চলতি বছরেই ম্যান ইউর সিনিয়র দলে অভিষেক হয় তাঁর ৷ তাঁকে কেন ইংল্যান্ডের সবথেকে প্রতিভাবান ইয়ংস্টার ফুটবলার বলা হচ্ছে তাঁর পরিচয় ফের দিলেন তিনি ৷

যদিও আজ প্রথম গোলের খাতা খোলে বোর্নমাউথ ৷ 16 মিনিটে বোর্নমাউথ-এর হয়ে গোল করেন জুনিয়র স্ট্যানিস্লাস ৷ কিন্তু 29 মিনিটে ব্রুনো ফার্নানডেজের পাশ থেকে নিজের ও দলের প্রথম গোল করেন গ্রিনউড ৷ একইসঙ্গে সমতায় ফেরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷

এরপর পেনাল্টি থেকে গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড ৷ ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ দিকে 25 গজ দূর থেকে দর্শনীয় গোল করে ব্যবধান বাড়ান অ্যান্থনি মার্শাল ৷ এর পর জোশুয়া কিং গোল করে বোর্নমাউথের হয়ে ব্যবধান কম করেন ৷ কিন্তু ম্যাচের 54 মিনিটে ফের একবার বোর্নমাউথের জালে বল জড়ান গ্রিনউড ৷ এরপর ম্যাচের 59 মিনিটে বোর্নমাউথের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ব্রুনো ফার্নানডেজ় ৷

ম্যাঞ্চেস্টার, 5 জুলাই : মাসন গ্রিনউডের জোড়া গোল ৷ আর তার সৌজন্যে ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেশনের আওতায় থাকা বোর্নমাউথকে 5-2 গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ ইতিমধ্যে ম্যান ইউর সিনিয়র দলের হয়ে 15টি গোল করা হয়ে গেল গ্রিনউডের ৷ চলতি বছরেই ম্যান ইউর সিনিয়র দলে অভিষেক হয় তাঁর ৷ তাঁকে কেন ইংল্যান্ডের সবথেকে প্রতিভাবান ইয়ংস্টার ফুটবলার বলা হচ্ছে তাঁর পরিচয় ফের দিলেন তিনি ৷

যদিও আজ প্রথম গোলের খাতা খোলে বোর্নমাউথ ৷ 16 মিনিটে বোর্নমাউথ-এর হয়ে গোল করেন জুনিয়র স্ট্যানিস্লাস ৷ কিন্তু 29 মিনিটে ব্রুনো ফার্নানডেজের পাশ থেকে নিজের ও দলের প্রথম গোল করেন গ্রিনউড ৷ একইসঙ্গে সমতায় ফেরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷

এরপর পেনাল্টি থেকে গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড ৷ ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ দিকে 25 গজ দূর থেকে দর্শনীয় গোল করে ব্যবধান বাড়ান অ্যান্থনি মার্শাল ৷ এর পর জোশুয়া কিং গোল করে বোর্নমাউথের হয়ে ব্যবধান কম করেন ৷ কিন্তু ম্যাচের 54 মিনিটে ফের একবার বোর্নমাউথের জালে বল জড়ান গ্রিনউড ৷ এরপর ম্যাচের 59 মিনিটে বোর্নমাউথের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ব্রুনো ফার্নানডেজ় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.