ETV Bharat / sports

রোনাল্ডোর মুকুটে নতুন পালক, প্রথম UEFA নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল - uefa nations league

নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম UEFA নেশনস লিগের শিরোপাটি ঘরে তুলল পর্তুগাল ।

রোনাল্ডোর মুকুটে নতুন পালক
author img

By

Published : Jun 10, 2019, 8:14 AM IST

Updated : Jun 10, 2019, 11:35 AM IST

পোর্তো, 10 জুন : UEFA নেশনস লিগের প্রথম আসরের ফাইনাল । নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম আসরের শিরোপাটি ঘরে তুলল পর্তুগাল ।

নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়েছে পর্তুগাল । একমাত্র গোলটি করেছেন গঞ্জালো গুইদেস । পোর্তোয় নিজেদের মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও গঞ্জালো গুইদেসের একমাত্র গোলে জয় তুলে নিয়েছে ফার্নান্দো সান্তোসের দল ।

রোনাল্ডোর মুকুটে নতুন পালক
রোনাল্ডোর মুকুটে নতুন পালক

প্রথমার্ধে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই । শুরুতে খানিকটা এলোমেলো ফুটবল খেলা পর্তুগিজরা ছন্দে ফেরে দ্বিতীয়ার্ধে এসে । দ্বিতীয়ার্ধে 60 মিনিটে পাল্টা আক্রমণে ওঠা পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন গঞ্জালো গুইদেস । বের্নার্দো সিলভার পাসে ডি বক্সের বাইরে থেকেই জোরালো শটে বল জালে জড়ান গুইদেস । গোল হজম করে অবশ্য খানিকটা নড়েচড়ে বসে ডাচরা । আক্রমণেও ধার বাড়ায় অতিথিরা। তবে কাজের কাজ আর হয়ে ওঠেনি শেষ পর্যন্ত ।

এই ট্রফি জয়ের সঙ্গেই আরও একটি পালক জুড়ল পর্তুগালের ক্যাপ্টেন রোনাল্ডের মুকুটে । অধিনায়ক হিসেবে দলকে আগেই ইউরো কাপ এনে দিয়েছিলেন । এবার হলেন প্রথম UEFA নেশনস লিগ চ্যাম্পিয়ন ।

পোর্তো, 10 জুন : UEFA নেশনস লিগের প্রথম আসরের ফাইনাল । নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম আসরের শিরোপাটি ঘরে তুলল পর্তুগাল ।

নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়েছে পর্তুগাল । একমাত্র গোলটি করেছেন গঞ্জালো গুইদেস । পোর্তোয় নিজেদের মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও গঞ্জালো গুইদেসের একমাত্র গোলে জয় তুলে নিয়েছে ফার্নান্দো সান্তোসের দল ।

রোনাল্ডোর মুকুটে নতুন পালক
রোনাল্ডোর মুকুটে নতুন পালক

প্রথমার্ধে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই । শুরুতে খানিকটা এলোমেলো ফুটবল খেলা পর্তুগিজরা ছন্দে ফেরে দ্বিতীয়ার্ধে এসে । দ্বিতীয়ার্ধে 60 মিনিটে পাল্টা আক্রমণে ওঠা পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন গঞ্জালো গুইদেস । বের্নার্দো সিলভার পাসে ডি বক্সের বাইরে থেকেই জোরালো শটে বল জালে জড়ান গুইদেস । গোল হজম করে অবশ্য খানিকটা নড়েচড়ে বসে ডাচরা । আক্রমণেও ধার বাড়ায় অতিথিরা। তবে কাজের কাজ আর হয়ে ওঠেনি শেষ পর্যন্ত ।

এই ট্রফি জয়ের সঙ্গেই আরও একটি পালক জুড়ল পর্তুগালের ক্যাপ্টেন রোনাল্ডের মুকুটে । অধিনায়ক হিসেবে দলকে আগেই ইউরো কাপ এনে দিয়েছিলেন । এবার হলেন প্রথম UEFA নেশনস লিগ চ্যাম্পিয়ন ।

East London, June 10 (ANI): Fire breaks out at Samuel Garside house by riverside barking in East London. Cause of fire is yet to be ascertained. No casualties have been reported yet and 100 fire tenders have reached at the spot to douse the fire. Fire doused within an hour, further details are awaited. Chairman of the Riverside Barking Housing Association Peter Mason said, "We understand that there was a fire in one of the balconies and the result of that was that it spread from that balcony all the way up to 5 floors and then spread across at least 4 floors."
Last Updated : Jun 10, 2019, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.