ETV Bharat / sports

এএফসি চ্যাম্পিয়ন লিগে কঠিন ম্য়াচ এফসি গোয়ার - ইরান

এএফসি চ্যাম্পিয়ন লিগে (এসিএল) প্রথম দু’টি ম্যাচ ড্র করে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে এফসি গোয়া ৷ অন্যদিকে নিজেদের প্রথম দু’টি ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে ইরানের পার্সেপোলি এফসি ৷

persepoli-fc-is-the-toughest-test-of-my-career-says-fc-goas-midfielder-glan-martins
এএফসি চ্যাম্পিয়ন লিগে (এসিএল) কঠিন ম্য়াচ এফসি গোয়ার
author img

By

Published : Apr 20, 2021, 4:47 PM IST

গোয়া, 20 এপ্রিল : প্রথমবার মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন লিগে (এসিএল) ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে এফসি গোয়া ৷ যে টুর্নামেন্টে গ্রুপ ম্যাচে দুই বড় দলের বিরুদ্ধে ড্র করে বিশ্ব ফুটবলে সারা ফেলে দিয়েছে ভারতের এই ফুটবল দল ৷ এবার গ্রুপের পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ ইরানের পার্সেপোলি এফসি ৷ যে ম্যাচ সবচেয়ে কঠিন এবং চ্য়ালেঞ্জিং হতে চলেছে বলে মনে করছেন এফসি গোয়ার মিড ফিল্ডার গ্ল্যান মার্টিন্স ৷ ইরানের এই দলটি 2020 সালে এএফসি চ্যাম্পিয়ন লিগে (এসিএল) রানার্স আপ হয়েছিল ৷

এএফসি চ্যাম্পিয়ন লিগে (এসিএল) প্রথম দু’টি ম্যাচ ড্র করে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে এফসি গোয়া ৷ অন্যদিকে নিজেদের প্রথম দু’টি ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে ইরানের পার্সেপোলি এফসি ৷ তৃতীয় ম্যাচ নিয়ে গোয়ার মিডফিল্ডার গ্ল্যান মার্টিন বলেন, ‘‘তর্কে খাতিরে দেখতে গেলে এটা আমার কেরিয়ারের সবচেয়ে কঠিন ম্যাচ ৷ পার্সেপোলি এই ম্যাচে খেলতে নামবে জনপ্রিয় দল হিসেবে ৷ যা তাদের অর্জন করা ৷ এবার আমাদের এগিয়ে যেতে হবে, নিজের জনপ্রিয়তা অর্জনের জন্য ৷’’

আরও পড়ুন : পদত্যাগ পত্র প্রত্যাহার সচিবের, ডামাডোল মিটল আইএফএর

এফসি গোয়ার কাছে সবচেয়ে বড় চ্য়ালেঞ্জ পার্সেপোলি এফসি-র দুই ফুটবলার আল-রায়ান এবং আল ওয়াহদা ৷ কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীর এই দুই ফুটবলার দুরন্ত ছন্দে রয়েছেন ৷ এ নিয়ে মার্টিন্স জানিয়েছেন, এফসি গোয়াকে মানসিক দৃঢ়তা বজায় রেখে মাঠে নামতে হবে ৷ তবেই এই ম্যাচে ভাল কিছু করা যাবে ৷

গোয়া, 20 এপ্রিল : প্রথমবার মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন লিগে (এসিএল) ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে এফসি গোয়া ৷ যে টুর্নামেন্টে গ্রুপ ম্যাচে দুই বড় দলের বিরুদ্ধে ড্র করে বিশ্ব ফুটবলে সারা ফেলে দিয়েছে ভারতের এই ফুটবল দল ৷ এবার গ্রুপের পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ ইরানের পার্সেপোলি এফসি ৷ যে ম্যাচ সবচেয়ে কঠিন এবং চ্য়ালেঞ্জিং হতে চলেছে বলে মনে করছেন এফসি গোয়ার মিড ফিল্ডার গ্ল্যান মার্টিন্স ৷ ইরানের এই দলটি 2020 সালে এএফসি চ্যাম্পিয়ন লিগে (এসিএল) রানার্স আপ হয়েছিল ৷

এএফসি চ্যাম্পিয়ন লিগে (এসিএল) প্রথম দু’টি ম্যাচ ড্র করে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে এফসি গোয়া ৷ অন্যদিকে নিজেদের প্রথম দু’টি ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে ইরানের পার্সেপোলি এফসি ৷ তৃতীয় ম্যাচ নিয়ে গোয়ার মিডফিল্ডার গ্ল্যান মার্টিন বলেন, ‘‘তর্কে খাতিরে দেখতে গেলে এটা আমার কেরিয়ারের সবচেয়ে কঠিন ম্যাচ ৷ পার্সেপোলি এই ম্যাচে খেলতে নামবে জনপ্রিয় দল হিসেবে ৷ যা তাদের অর্জন করা ৷ এবার আমাদের এগিয়ে যেতে হবে, নিজের জনপ্রিয়তা অর্জনের জন্য ৷’’

আরও পড়ুন : পদত্যাগ পত্র প্রত্যাহার সচিবের, ডামাডোল মিটল আইএফএর

এফসি গোয়ার কাছে সবচেয়ে বড় চ্য়ালেঞ্জ পার্সেপোলি এফসি-র দুই ফুটবলার আল-রায়ান এবং আল ওয়াহদা ৷ কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীর এই দুই ফুটবলার দুরন্ত ছন্দে রয়েছেন ৷ এ নিয়ে মার্টিন্স জানিয়েছেন, এফসি গোয়াকে মানসিক দৃঢ়তা বজায় রেখে মাঠে নামতে হবে ৷ তবেই এই ম্যাচে ভাল কিছু করা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.