ETV Bharat / sports

"পরলোকে গিয়ে দু'জনে ফুটবল খেলব", মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ পেলে - পেলে মারাদোনা

য়সের ফারাক থাকলেও ফুটবলই দুজনকে কাছাকাছি নিয়ে এসেছিল । সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ ।

pele mourns diego maradona's death
pele mourns diego maradona's death
author img

By

Published : Nov 26, 2020, 7:10 AM IST

রিও ডি জেনেইরো, 26 নভেম্বর : ফুটবল বিশ্ব হারিয়েছে তার অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়কে । ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার মৃত্যুতে শোকে কাতর ফুটবল সম্রাট পেলে । এক কিংবদন্তির হঠাৎ প্রয়াণে আরও এক কিংবদন্তি লিখলেন, "পরম বন্ধুকে হারালাম । পরলোকে গিয়ে দু'জনে ফুটবল খেলব ।"

  • Que notícia triste. Eu perdi um grande amigo e o mundo perdeu uma lenda. Ainda há muito a ser dito, mas por agora, que Deus dê força para os familiares. Um dia, eu espero que possamos jogar bola juntos no céu. pic.twitter.com/6Li76HTikA

    — Pelé (@Pele) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পেলে না মারাদোনা, ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড় কে ? ফুটবলপ্রেমীদের মনে এই প্রশ্ন রেখেই না ফেরার দেশে চলে গেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা । দু'জনের মধ্যে কুড়ি বছরের ফারাক থাকলেও 2000 সালে তাঁদের যুগ্মভাবে বিংশ শতাব্দীর সেরা ফুটবল ব্যক্তিত্ব হিসেবে বাছতে কুণ্ঠাবোধ করেনি বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা FIFA । বয়সের ফারাক থাকলেও ফুটবলই দু'জনকে কাছাকাছি নিয়ে এসেছিল । দু'জনের মধ্যে সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ । তাই বুধবার রাতে গোটা বিশ্বকে অবাক করে দিয়ে মারাদোনার মৃত্যুর খবর যখন প্রকাশ্যে এল, পেলের শোকবার্তা এল তার পরপরই ।

সোশাল মিডিয়ায় ফুটবল আইকন লিখলেন, "খুব বেদনাদায়ক খবর । আমি এক পরম বন্ধুকে হারালাম । আর এই পৃথিবী হারাল এক কিংবদন্তিকে ।" শোকস্তব্ধ ব্রাজিলিয়ান কিংবদন্তি এখানেই থামেননি । তিনি আরও লেখেন, আরও অনেক কিছু বলার রয়েছে । কিন্তু এখনকার জন্য় বলব ঈশ্বর ওঁর পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিক । হয়ত একদিন আমরা দু'জনে আকাশে ফুটবল খেলব ।"

রিও ডি জেনেইরো, 26 নভেম্বর : ফুটবল বিশ্ব হারিয়েছে তার অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়কে । ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার মৃত্যুতে শোকে কাতর ফুটবল সম্রাট পেলে । এক কিংবদন্তির হঠাৎ প্রয়াণে আরও এক কিংবদন্তি লিখলেন, "পরম বন্ধুকে হারালাম । পরলোকে গিয়ে দু'জনে ফুটবল খেলব ।"

  • Que notícia triste. Eu perdi um grande amigo e o mundo perdeu uma lenda. Ainda há muito a ser dito, mas por agora, que Deus dê força para os familiares. Um dia, eu espero que possamos jogar bola juntos no céu. pic.twitter.com/6Li76HTikA

    — Pelé (@Pele) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পেলে না মারাদোনা, ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড় কে ? ফুটবলপ্রেমীদের মনে এই প্রশ্ন রেখেই না ফেরার দেশে চলে গেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা । দু'জনের মধ্যে কুড়ি বছরের ফারাক থাকলেও 2000 সালে তাঁদের যুগ্মভাবে বিংশ শতাব্দীর সেরা ফুটবল ব্যক্তিত্ব হিসেবে বাছতে কুণ্ঠাবোধ করেনি বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা FIFA । বয়সের ফারাক থাকলেও ফুটবলই দু'জনকে কাছাকাছি নিয়ে এসেছিল । দু'জনের মধ্যে সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ । তাই বুধবার রাতে গোটা বিশ্বকে অবাক করে দিয়ে মারাদোনার মৃত্যুর খবর যখন প্রকাশ্যে এল, পেলের শোকবার্তা এল তার পরপরই ।

সোশাল মিডিয়ায় ফুটবল আইকন লিখলেন, "খুব বেদনাদায়ক খবর । আমি এক পরম বন্ধুকে হারালাম । আর এই পৃথিবী হারাল এক কিংবদন্তিকে ।" শোকস্তব্ধ ব্রাজিলিয়ান কিংবদন্তি এখানেই থামেননি । তিনি আরও লেখেন, আরও অনেক কিছু বলার রয়েছে । কিন্তু এখনকার জন্য় বলব ঈশ্বর ওঁর পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিক । হয়ত একদিন আমরা দু'জনে আকাশে ফুটবল খেলব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.