বারাসত, 27 সেপ্টেম্বর : কলকাতা ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রেনবো FC-কে 1-0 গোলে হারাল পিয়ারলেস ৷ ম্যাচের 11 মিনিটে একমাত্র গোলটি করেন দীপেন্দু দুয়ারি । লিগ টেবিলের শীর্ষে পৌঁছেও আশঙ্কা কাটছে না পিয়ারলেস কোচ জহর দাসের । তাঁর ভয় গড়াপেটার । বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে রেনবো বনাম পিয়ারলেস ম্যাচ কার্যত চলতি কলকাতা লিগের সেমিফাইনাল ছিল । এই ম্যাচে জিতে লিগ খেতাবের থেকে পিয়ারলেসের দূরত্ব রইল একটি মাত্র জয়ের ৷
আজকের ম্যাচ জিতে গোল পার্থক্যে অনেকটা এগিয়ে গেল পিয়ারলেস । 11 মিনিটে দীপেন্দু দুয়ারির গোলটি ছাড়াও প্রথম পঁচিশ মিনিট পিয়ারলেস দাপট ধরে রেখেছিল ৷ এরপর খেলায় ফেরে রেনবো । 36 মিনিটে চলতি বলে চিডির বাঁ পায়ের বাঁক খাওয়ানো শট পিয়ারলেসের ক্রসপিসের উপর দিয়ে বেরিয়ে যায় । প্রথমার্ধের শেষ দিকে রেনবোর প্রদীপ পাত্রের গোলমুখী হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
48 মিনিটে গোলরক্ষক অরূপ দেবনাথের দক্ষতায় অক্ষত থাকে পিয়ারলেসের গোল । 61 মিনিটে দুই ডিফেন্ডারের বোকা বানিয়ে শট নেন ক্রোমা ৷ তবে তা বারে লেগে প্রতিহত হয় । এর পরে দুই দল বিক্ষিপ্ত আক্রমণ করলেও আর গোল হয়নি । ম্যান অফ দা ম্যাচ পিয়ারলেসের পঙ্কজ মৌলা ।
গোল পার্থক্যে এগিয়ে গেলেও পিয়ারলেসের কোচ জহর দাসের আশঙ্কা কাটছে না ৷ ম্যাচ শেষে ইস্টবেঙ্গল ম্যাচে গড়াপেটার সম্ভবনার দিকে পরোক্ষ ইঙ্গিত করেছেন তিনি । তাঁর মতে, পরের ম্যাচে জিতলেই যে পিয়ারলেস চ্যাম্পিয়ন হবে তার কোনও নিশ্চয়তা নেই । প্রচুর গোল করে অনেক ম্যাচ গড়াপেটার সাক্ষী কলকাতা ময়দান ৷ ফলে সেই সম্ভাবনা উড়িয়ে দিতে নারাজ পিয়ারলেস শিবির ৷