ETV Bharat / sports

কোরোনায় আক্রান্ত মহমেডানের একাধিক ফুটবলার

author img

By

Published : Dec 21, 2020, 10:10 PM IST

দলের 14 জন কোভিড পজিটিভ বলে শোনা যাচ্ছে । কিন্তু ক্লাবের পক্ষ থেকে কোনও বিবৃতি এই বিষয়ে দেওয়া হয়নি । তবে সাদাকালো শিবিরের ফুটবল দলের সঙ্গে সবসময় জুড়ে থাকা এক কর্তা জানিয়েছেন দলের একাধিক ফুটবলার কোরোনা আক্রান্ত ।

মহমেডানের একাধিক ফুটবলার কোরোনা আক্রান্ত
মহমেডানের একাধিক ফুটবলার কোরোনা আক্রান্ত

কলকাতা, 21 ডিসেম্বর : শিল্ড থেকে বিদায় নেওয়ার পর আইলিগের মূলপর্বের প্রস্তুতি নেওয়ার আগেই কোরোনা ভাইরাসের জোরাল ধাক্কা মহমেডান স্পোর্টিংয়ে । শোনা যাচ্ছে, ক্লাবের একাধিক সদস্য কোরোনায় আক্রান্ত । যদিও ক্লাবের পক্ষ থেকে সেমিফাইনাল ম্যাচের আগে জানানো হয়েছিল তাদের স্প্যানিশ কোচ কোরোনায় আক্রান্ত । তাই সেমিফাইনালে মাঠে থাকতে পারেননি ।

দলের 14 জন কোভিড পজিটিভ বলে শোনা যাচ্ছে । কিন্তু ক্লাবের পক্ষ থেকে কোনও বিবৃতি এই বিষয়ে দেওয়া হয়নি । তবে সাদাকালো শিবিরের ফুটবল দলের সঙ্গে সবসময় জুড়ে থাকা এক কর্তা জানিয়েছেন, দলের একাধিক ফুটবলার কোরোনায় আক্রান্ত । কিন্তু সতর্কতা সত্ত্বেও কীভাবে আক্রান্ত হল ফুটবল দলের সদস্যরা তাঁরা তা বুঝতে পারছেন না ।

আই লিগ মূল পর্ব শুরু হবে 9 জানুয়ারি । তার আগে আই লিগে অংশ নিতে চলা দলের একাধিক ফুটবলার এবং কোচের কোরোনায় আক্রান্ত হওয়া নিসন্দেহে বড় ধাক্কা । শুধু মহমেডান স্পোর্টিং নয়, রিয়াল কাশ্মীর এবং গোকুলাম এফসিতে কোরোনা আক্রান্তের কথা শোনা যাচ্ছে । আই লিগ মূল পর্ব শুরু হওয়ার আগে তিন দফা কোভিড টেস্টের ব্যবস্থা করা হয়েছে । 16ডিসেম্বর প্রথম টেস্টের পর আক্রান্তের সংখ্যা বেশি ছিল না । 20 ডিসেম্বর দ্বিতীয় টেস্টের পর মহমেডান স্পোর্টিংয়ে আক্রান্তের সংখ্যা বাড়ে । এখন এই অবস্থায় কার গাফিলতি তা নিয়ে চাপানউতোর চলছে ।

আরও পড়ুন :- ব্যাটিং নিয়ে পরামর্শের জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো দরকার দ্রাবিড়কে , বললেন বেঙ্গসরকার

আইএফএ শিল্ড আয়োজনের সময় বায়ো বাবলের পরিকাঠামো না থাকা নিয়ে আঙুল তোলা হয়েছিল । কিন্তু বায়ো বাবলের ব্যবস্থা করার আর্থিক ব্যয় বহন সম্ভব নয় বলে জানিয়েছিলেন আইএফএ কর্তারা । এই অবস্থায় কোভিড আক্রান্তের খবর সামনে আসায় আইএফএকে কাঠগড়ায় দাঁড়াতে হবে ।

কলকাতা, 21 ডিসেম্বর : শিল্ড থেকে বিদায় নেওয়ার পর আইলিগের মূলপর্বের প্রস্তুতি নেওয়ার আগেই কোরোনা ভাইরাসের জোরাল ধাক্কা মহমেডান স্পোর্টিংয়ে । শোনা যাচ্ছে, ক্লাবের একাধিক সদস্য কোরোনায় আক্রান্ত । যদিও ক্লাবের পক্ষ থেকে সেমিফাইনাল ম্যাচের আগে জানানো হয়েছিল তাদের স্প্যানিশ কোচ কোরোনায় আক্রান্ত । তাই সেমিফাইনালে মাঠে থাকতে পারেননি ।

দলের 14 জন কোভিড পজিটিভ বলে শোনা যাচ্ছে । কিন্তু ক্লাবের পক্ষ থেকে কোনও বিবৃতি এই বিষয়ে দেওয়া হয়নি । তবে সাদাকালো শিবিরের ফুটবল দলের সঙ্গে সবসময় জুড়ে থাকা এক কর্তা জানিয়েছেন, দলের একাধিক ফুটবলার কোরোনায় আক্রান্ত । কিন্তু সতর্কতা সত্ত্বেও কীভাবে আক্রান্ত হল ফুটবল দলের সদস্যরা তাঁরা তা বুঝতে পারছেন না ।

আই লিগ মূল পর্ব শুরু হবে 9 জানুয়ারি । তার আগে আই লিগে অংশ নিতে চলা দলের একাধিক ফুটবলার এবং কোচের কোরোনায় আক্রান্ত হওয়া নিসন্দেহে বড় ধাক্কা । শুধু মহমেডান স্পোর্টিং নয়, রিয়াল কাশ্মীর এবং গোকুলাম এফসিতে কোরোনা আক্রান্তের কথা শোনা যাচ্ছে । আই লিগ মূল পর্ব শুরু হওয়ার আগে তিন দফা কোভিড টেস্টের ব্যবস্থা করা হয়েছে । 16ডিসেম্বর প্রথম টেস্টের পর আক্রান্তের সংখ্যা বেশি ছিল না । 20 ডিসেম্বর দ্বিতীয় টেস্টের পর মহমেডান স্পোর্টিংয়ে আক্রান্তের সংখ্যা বাড়ে । এখন এই অবস্থায় কার গাফিলতি তা নিয়ে চাপানউতোর চলছে ।

আরও পড়ুন :- ব্যাটিং নিয়ে পরামর্শের জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো দরকার দ্রাবিড়কে , বললেন বেঙ্গসরকার

আইএফএ শিল্ড আয়োজনের সময় বায়ো বাবলের পরিকাঠামো না থাকা নিয়ে আঙুল তোলা হয়েছিল । কিন্তু বায়ো বাবলের ব্যবস্থা করার আর্থিক ব্যয় বহন সম্ভব নয় বলে জানিয়েছিলেন আইএফএ কর্তারা । এই অবস্থায় কোভিড আক্রান্তের খবর সামনে আসায় আইএফএকে কাঠগড়ায় দাঁড়াতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.