ETV Bharat / sports

খেতাবি দৌড়ে প্রতিপক্ষ কে ? কিবুর উত্তর, "মোহনবাগানই"

ওঠা-নামার লিগে রংবদলে দিগভ্রষ্ট হতে রাজি নন কিবু । প্রতিটি ম্যাচ খুঁটিয়ে দেখছেন । পিয়ারলেসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হার নোটবুকে উঠেছে । খেতাবি দৌড়ে ইস্টবেঙ্গল না পিয়ারলেস কোন দল প্রতিদ্বন্দ্বী সেই প্রশ্নে সবুজ মেরুন হেডস্যারের উওর, "মোহনবাগান।"

কিবু ভিকুনা
author img

By

Published : Sep 11, 2019, 5:01 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : বদলে যাওয়া পরিস্থিতিতে দলের হাল শক্ত হাতে ধরতে চাইছেন মোহনবাগান কোচ ৷ বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে রাজদীপ নন্দীর এরিয়ানের মুখোমুখি কিবু ভিকুনার দল । ধারে ভারে প্রতিপক্ষের থেকে এগিয়ে থাকলেও বাগান হেডস্যারের গলায় সতর্কতার সুর । কারণ জলকাদা ভরা মাঠে ভালো ফুটবলে নয়, সাফল্য লুকিয়ে থাকে গুঁতোগুতিতে । তবে তারই মধ্যে গত কয়েকটি ম্যাচে মোহনবাগানের মাঝমাঠ কাদা মাঠেই পাসের জাল ছড়িয়েছে ।

ছয় ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে খেতাব ধরে রাখার দৌড়ে বেশ এগিয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । ইতিমধ্যে প্রতিপক্ষ এরিয়ানের শক্তি আর দুর্বলতা মেপে ম্যাচের নীল নকশা তৈরি করে ফেলেছেন বাগান কোচ ৷ রাজদীপ নন্দীর একাদশে যে আফ্রিকান ফুটবলার ছাড়াও ময়দানের পোড়খাওয়া ভারতীয়দের ভিড় রয়েছে তা জানেন কিবু । তাই আরও একটি কঠিন ম্যাচ মোহনবাগান খেলতে নামছে বলে সমীহর সুর বাগান কোচের গলায় ।

আশুতোষ মেহতার চোট । ফ্রান গঞ্জালেস ব্যক্তিগত কারণে প্র্যাকটিসে না এলেও ম্যাচে থাকবেন বলে আশ্বস্ত করেছেন মোহনবাগান কোচ । লিগ টেবিলে 13 পয়েন্ট নিয়ে সবার ওপরে পিয়ারলেস । বৃহস্পতিবার কল্যাণীতে এরিয়ানকে হারাতে পারলে মোহনবাগান শীর্ষে পৌঁছে যাবে । তবে ওঠা-নামার লিগে রংবদলে দিগভ্রষ্ট হতে রাজি নন কিবু । প্রতিটি ম্যাচ খুঁটিয়ে দেখছেন । পিয়ারলেসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হার নোটবুকে উঠেছে । খেতাবি দৌড়ে ইস্টবেঙ্গল না পিয়ারলেস কোন দল প্রতিদ্বন্দ্বী সেই প্রশ্নে সবুজ মেরুন হেডস্যারের উওর, "মোহনবাগান।" সতর্কতার সুর তাঁর প্রতিটি পদক্ষেপে ।

কলকাতা, 11 সেপ্টেম্বর : বদলে যাওয়া পরিস্থিতিতে দলের হাল শক্ত হাতে ধরতে চাইছেন মোহনবাগান কোচ ৷ বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে রাজদীপ নন্দীর এরিয়ানের মুখোমুখি কিবু ভিকুনার দল । ধারে ভারে প্রতিপক্ষের থেকে এগিয়ে থাকলেও বাগান হেডস্যারের গলায় সতর্কতার সুর । কারণ জলকাদা ভরা মাঠে ভালো ফুটবলে নয়, সাফল্য লুকিয়ে থাকে গুঁতোগুতিতে । তবে তারই মধ্যে গত কয়েকটি ম্যাচে মোহনবাগানের মাঝমাঠ কাদা মাঠেই পাসের জাল ছড়িয়েছে ।

ছয় ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে খেতাব ধরে রাখার দৌড়ে বেশ এগিয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । ইতিমধ্যে প্রতিপক্ষ এরিয়ানের শক্তি আর দুর্বলতা মেপে ম্যাচের নীল নকশা তৈরি করে ফেলেছেন বাগান কোচ ৷ রাজদীপ নন্দীর একাদশে যে আফ্রিকান ফুটবলার ছাড়াও ময়দানের পোড়খাওয়া ভারতীয়দের ভিড় রয়েছে তা জানেন কিবু । তাই আরও একটি কঠিন ম্যাচ মোহনবাগান খেলতে নামছে বলে সমীহর সুর বাগান কোচের গলায় ।

আশুতোষ মেহতার চোট । ফ্রান গঞ্জালেস ব্যক্তিগত কারণে প্র্যাকটিসে না এলেও ম্যাচে থাকবেন বলে আশ্বস্ত করেছেন মোহনবাগান কোচ । লিগ টেবিলে 13 পয়েন্ট নিয়ে সবার ওপরে পিয়ারলেস । বৃহস্পতিবার কল্যাণীতে এরিয়ানকে হারাতে পারলে মোহনবাগান শীর্ষে পৌঁছে যাবে । তবে ওঠা-নামার লিগে রংবদলে দিগভ্রষ্ট হতে রাজি নন কিবু । প্রতিটি ম্যাচ খুঁটিয়ে দেখছেন । পিয়ারলেসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হার নোটবুকে উঠেছে । খেতাবি দৌড়ে ইস্টবেঙ্গল না পিয়ারলেস কোন দল প্রতিদ্বন্দ্বী সেই প্রশ্নে সবুজ মেরুন হেডস্যারের উওর, "মোহনবাগান।" সতর্কতার সুর তাঁর প্রতিটি পদক্ষেপে ।

Intro:বদলে যাওয়া পরিস্থিতিতে দলের হাল শক্ত হাতে ধরতে চাইছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। বৃহস্পতিবার কল্যানী স্টেডিয়ামে সবুজ মেরুনের প্রতিপক্ষ রাজদীপ নন্দীর এরিয়ান। ধারে ভারে প্রতিপক্ষের থেকে এগিয়ে থাকলেও মোহনবাগানের হেডস্যারের গলায় সতর্কতার সুর। কারন জলকাদা ভরা ময়দানী ফুটবলে ভালো ফুটবল নয় গুতাগুতিতে সাফল্য লুকিয়ে। তবে তারই মধ্যে গত কয়েকটি ম্যাচে মোহনবাগান মাঝমাঠ কাদা মাঠে পাসের মায়াজাল ছড়িয়েছে। ছয় ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে খেতাব ধরে রাখার দৌড়ে বেশ ভালো ভাবে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। ইতিমধ্যে প্রতিপক্ষ এরিয়ান নিয়ে হোমওয়ার্ক শুরু করেছেন। রাজদীপ নন্দীর একাদশে যে আফ্রিকান ফুটবলার ছাড়াও ময়দানের পোড়খাওয়া ভারতীয়র ভিড় জানেন। তাই আরও একটি কঠিন ম্যাচ মোহনবাগান খেলতে নামছে বলে সমীহর সুর কিবু ভিকুনার গলায়। আশুতোষ মেহতার চোট। ফ্রান গঞ্জালেস ব্যক্তি গত কারনে প্র্যাকটিসে না আসলেও ম্যাচে থাকবেন বলে আশ্বস্ত করেছেন মোহনবাগান কোচ। লিগের পয়েন্ট টেবিলে তেরো পয়েন্ট নিয়ে সবার ওপরে পিয়ারলেস। বৃহস্পতিবার কল্যানী তে জয় মোহনবাগান কে শীর্ষে পৌছে দেবে। তবে ওঠা পড়ার লিগে রংবদলে দিগভ্রষ্ট হতে রাজি নন। প্রতিটি ম্যাচ খুটিয়ে দেখছেন। পিয়ারলেসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হার নোটবুকে উঠেছে। খেতাবি দৌড়ে ইস্টবেঙ্গল না পিয়ারলেস কোন দল প্রতিদ্বন্দ্বী সেই প্রশ্নে সবুজ মেরুন চানক্যের উওর,"মোহনবাগান।" সতর্কতার সুর তার প্রতিটি পদক্ষেপে। যা দলের অঘোষিত রিংটোন বটে।


Body:এরিয়ান


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.