ETV Bharat / sports

ডার্বি অতীত,পাহাড়ে নতুন চ্যালেঞ্জ : কিবু ভিকুনা - উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাগান জনতা

পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থাকা মনিপুরের ক্লাব দলের বিরুদ্ধে মোহনবাগান ধারে ও ভারে অনেকটাই এগিয়ে । কিন্তু পাহাড়ে তিন পয়েন্ট জিতে আসা সবসময় কঠিন । তার ওপর ডার্বির সাফল্যের পরে পয়েন্ট নষ্ট করার বদভ্যাস আছে মোহনবাগানের ৷ তাই মনিপুরে খেলতে যাওয়ার আগে দলকে সতর্ক করেছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা ।

image
মোহনবাগান
author img

By

Published : Jan 22, 2020, 7:49 PM IST

কলকাতা, 22 জানুয়ারি : ডার্বি জয়ের রেশ এখনও কাটেনি মোহনবাগানের ৷ দল চ্যাম্পিয়ন হবে ধরে নিয়েই উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাগান সমর্থকরা । ইতিমধ্যে কিবু ভিকুনার মোহনবাগান ইম্ফলে মুখোমুখি হচ্ছে নেরোকা FC-র ৷

পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থাকা মনিপুরের ক্লাব দলের বিরুদ্ধে মোহনবাগান ধারে ও ভারে অনেকটাই এগিয়ে । কিন্তু পাহাড়ে তিন পয়েন্ট জিতে আসা সবসময় কঠিন । তার ওপর ডার্বির সাফল্যের পরে পয়েন্ট নষ্ট করার বদভ্যাস আছে মোহনবাগানের ৷ তাই মনিপুরে খেলতে যাওয়ার আগে দলকে সতর্ক করেছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । কারণ পাহাড়ে কিছুতেই পা হড়কাতে চান না তিনি ৷ ইতিমধ্যে তিনি বলেছেন, "আট ম্যাচে 17 পয়েন্ট পেয়ে আমরা শীর্ষে । পয়েন্ট টেবিলের এই অবস্থান সবসময় তৃপ্তির । তবে কুড়ি ম্যাচের লিগে আটটি ম্যাচ খেলে ফেলার অর্থ মাত্র 40 শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে । বাকি 60 শতাংশ ম্যাচে লড়াই কঠিন । দলের ছন্দ ধরে রাখা জরুরি ।" নেরোকা FC দলটি যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন কিবু । বিশেষ করে নিজেদের মাঠে প্রতিপক্ষের জন্যে কঠিন অঙ্ক তৈরি করে রাখে তারা । তাই নেরোকা FC-র বিরুদ্ধে দলের রাশটা আরও শক্তভাবে ধরতে চান বাগান কোচ ।

ইতিমধ্যে ডার্বি জিতলেও দলের খেলায় কোচ খুশি নন । তা তিনি সাংবাদিক সম্মেলনেই জানিয়ে দিয়েছিলেন ৷ তবে শুধু কোচ একা নন, দলের নবাগত স্ট্রাইকার পাপা বাবা দিওয়াড়াও সতীর্থদের আত্মতুষ্টি নিয়ে সতর্ক করেছেন । দিওয়াড়া ডার্বিতে গোল পাওয়ায় চিন্তা কমেছে সবুজ মেরুন কোচের । বলছেন, "পাপার ফুটবল নৈপুণ্য নিয়ে সন্দেহ ছিল না । দিন যত গড়াবে পাপা বাবা দিওয়াড়া ভালো তত খেলবেন ।"

কলকাতা, 22 জানুয়ারি : ডার্বি জয়ের রেশ এখনও কাটেনি মোহনবাগানের ৷ দল চ্যাম্পিয়ন হবে ধরে নিয়েই উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাগান সমর্থকরা । ইতিমধ্যে কিবু ভিকুনার মোহনবাগান ইম্ফলে মুখোমুখি হচ্ছে নেরোকা FC-র ৷

পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থাকা মনিপুরের ক্লাব দলের বিরুদ্ধে মোহনবাগান ধারে ও ভারে অনেকটাই এগিয়ে । কিন্তু পাহাড়ে তিন পয়েন্ট জিতে আসা সবসময় কঠিন । তার ওপর ডার্বির সাফল্যের পরে পয়েন্ট নষ্ট করার বদভ্যাস আছে মোহনবাগানের ৷ তাই মনিপুরে খেলতে যাওয়ার আগে দলকে সতর্ক করেছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । কারণ পাহাড়ে কিছুতেই পা হড়কাতে চান না তিনি ৷ ইতিমধ্যে তিনি বলেছেন, "আট ম্যাচে 17 পয়েন্ট পেয়ে আমরা শীর্ষে । পয়েন্ট টেবিলের এই অবস্থান সবসময় তৃপ্তির । তবে কুড়ি ম্যাচের লিগে আটটি ম্যাচ খেলে ফেলার অর্থ মাত্র 40 শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে । বাকি 60 শতাংশ ম্যাচে লড়াই কঠিন । দলের ছন্দ ধরে রাখা জরুরি ।" নেরোকা FC দলটি যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন কিবু । বিশেষ করে নিজেদের মাঠে প্রতিপক্ষের জন্যে কঠিন অঙ্ক তৈরি করে রাখে তারা । তাই নেরোকা FC-র বিরুদ্ধে দলের রাশটা আরও শক্তভাবে ধরতে চান বাগান কোচ ।

ইতিমধ্যে ডার্বি জিতলেও দলের খেলায় কোচ খুশি নন । তা তিনি সাংবাদিক সম্মেলনেই জানিয়ে দিয়েছিলেন ৷ তবে শুধু কোচ একা নন, দলের নবাগত স্ট্রাইকার পাপা বাবা দিওয়াড়াও সতীর্থদের আত্মতুষ্টি নিয়ে সতর্ক করেছেন । দিওয়াড়া ডার্বিতে গোল পাওয়ায় চিন্তা কমেছে সবুজ মেরুন কোচের । বলছেন, "পাপার ফুটবল নৈপুণ্য নিয়ে সন্দেহ ছিল না । দিন যত গড়াবে পাপা বাবা দিওয়াড়া ভালো তত খেলবেন ।"

Intro:ডার্বি জয়ের রেশ এখন রয়েছে সবুজ মেরুন দুনিয়ায়।দল চ্যাম্পিয়ন হবে ধরে নিয়ে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আনন্দের এই সুরের মধ্যেই কিবু ভিকুনার মোহনবাগান ইম্ফলে নেরোকা এফসির মুখোমুখি হচ্ছে। পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থাকা মনিপুরের ক্লাব দলের বিরুদ্ধে মোহনবাগান ধারে ভারে এগিয়ে।কিন্তু পাহাড়ে তিন পয়েন্ট জিতে আসা সবসময় কঠিন।তার ওপর ডার্বির সাফল্যের পরে পয়েন্ট নষ্ট করার বদভ্যাস মোহনবাগানের রয়েছে।তাই মনিপুর খেলতে যাওয়ার আগে দলকে সতর্ক করেছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। ইতিমধ্যে তিনি বলেছেন আট ম্যাচে 17পয়েন্ট পেয়ে তারা শীর্ষে।পয়েন্ট টেবিলের এই অবস্থান সবসময় তৃপ্তির।তবে কুড়ি ম্যাচের লিগে আটটি ম্যাচ খেলে ফেলার অর্থ মাত্র চল্লিশ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে।বাকি ষাট শতাংশ ম্যাচে লড়াই কঠিন।এবং দলের ছন্দ ধরে রাখা জরুরি।নেরোকা এফসি দলটি যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন।বিশেষ করে নিজেদের মাঠে প্রতিপক্ষের জন্যে কঠিন অঙ্ক তৈরি করে রাখে।তাই নেরোকা এফসির বিরুদ্ধে দলের রাশটা আরও শক্তভাবে ধরতে চান কিবু ভিকুনা।ইতিমধ্যে ডার্বি পরবর্তী সাংবাদিক সম্মেলনে বলেছেন জিতলেও দলের খলার গুনগত মানে তিনি অখুশি।বিশেষ করে ফুটবলারদের আত্মতুষ্ট হওয়ার অভ্যাসে বিপদের শঙ্কা দেখছেন। ইতিমধ্যে দলের নবাগত স্ট্রাইকার পাপা বাবা দিওয়াড়া সতীর্থদের আত্মতুষ্টি নিয়ে সতর্ক করেছেন।পাপা বাবা দিওয়াড়ার ডার্বিতে গোল পাওয়ায় চিন্তা কমেছে সবুজ মেরুন কোচের। যদিও বলছেন বাবা দিওয়াড়ার ফুটবল নৈপুণ্য নিয়ে তার সন্দেহ ছিল না। দিন যত গড়াবে বাবা দিওয়াড়া ভালো খেলবেন।ডার্বি জয়ের পরে মোহনবাগান আত্মবিশ্বাসে টগবগ করছে।মনিপুরের মাটিতে নেরোকা এফসির বিরুদ্ধে আত্মবিশ্বাসে ভর দিয়েই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছেন কিবু ভিকুনা।


Body:মোহনবাগান


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.