ETV Bharat / sports

পছন্দের মাঠে একের পর এক সুযোগ নষ্ট, হেরে খেতাব জয় কঠিন করল মোহনবাগান - Calcuta League

পছন্দের কল্যাণী স্টেডিয়ামেই ব্যর্থতার অন্ধকার মোহনবাগানে । চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল জয়ে ফেরার দিনেই কলকাতা লিগে হেরে বসল কিবু ভিকুনার দল ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 12, 2019, 10:54 PM IST


কল্যাণী, 12 সেপ্টেম্বর : পছন্দের কল্যাণী স্টেডিয়ামেই ব্যর্থতার অন্ধকার মোহনবাগানে । চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল জয়ে ফেরার দিনেই কলকাতা লিগে হেরে বসল কিবু ভিকুনার দল । কল্যাণীতে তারা 1-2 গোলে হেরে গেল অপেক্ষাকৃত দুর্বল এরিয়ানের বিরুদ্ধে । ম্যাচের শেষ ভাগটি ছিল যথেষ্ট ঘটনাবহুল । মাঠে জলের বোতলও পড়ে ।

আগের দিন ঘরের মাঠে দুরন্ত ফুটবল খেলেছিলেন বেইতিয়া, সালভা চামারোরা । কিন্তু এ দিন শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল । পাসের মায়াজালে প্রতিপক্ষ রক্ষণ ভাঙার কৌশল কার্যত মাঠে মারা গেল । এরিয়ান কোচ রাজদীপ নন্দী রক্ষণভাগ জমাট রেখেছিলেন । ফলে সুযোগ পাচ্ছিল না বাগান । তবে তার মধ্যেই সুযোগ তৈরি হয় । কঠিন দিনে অর্ধেক সুযোগ কাজে লাগাতে হয় । কিন্তু একাধিক সহজ সুযোগ নষ্ট করেন চামারো । ফলে গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধ ।

দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে বাগান । প্রতিপক্ষের তাড়াহুড়োর সুযোগকে কাজে লাগিয়ে বাজিমাত রাজদীপ নন্দীর দলের । 63 মিনিটের মাথায় গোল করে এরিয়ানকে এগিয়ে দেন এজোগো । অন্যদিকে ইস্টবেঙ্গল কালীঘাটের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার খবর মাঠে পৌঁছতেই চাপ বাড়তে থাকে । সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠেন সবুজ-মেরুন ফুটবলাররা । তাঁদের এই অস্থিরতা এরিয়ানকে রাশ তুলে নেওয়ার সুযোগ করে দেয় । 80 মিনিটে বাগানকে ফের ধাক্কা দেয় এরিয়ান । গোল করে ব্যবধান বাড়ান সন্দীপ ।

খেলার শেষদিকে কিছুটা খেলায় ফেরে মোহনবাগান । 89 মিনিটের মাথায় ব্যবধান কমান তরুণ শুভ ঘোষ । তবে সেটা কাজে আসেনি । শেষ পর্যন্ত 1-2 ব্যবধানে হারতে হয় মোহনবাগানকে । শেষ দিকে মাঠে উত্তেজনা ছড়ায় । উত্তেজনা ছড়ায় গ্যালারিতেও । ম্যাচ শেষ মাঠে বোতল পড়ে । দু'দলের খেলোয়াড়দের মধ্যেও বচসা শুরু হয় ।

এ দিন হারের ফলে সাত ম্যাচে 11 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে পড়ল সবুজ-মেরুন ব্রিগেড । ফের জমে গেল লিগের লড়াই ।

ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ বলেছেন, একটা দল জয়ের জন্য খেলতে নেমেছিল । অন্য দল সময় নষ্ট করতে মনযোগী ছিল । দলের পারফরমেন্সে খুশি তিনি । হারের ময়নাতদন্তের পরে তিনি মনে করেন সুযোগ কাজে লাগাতে না পারাতেই পরাজয় । এগারো পয়েন্টে থমকে দল । খেতাব জয় অঙ্কের ওপর নির্ভর করবে । সবুজ মেরুন হেডস্যার মানছেন খেতাব রক্ষা কঠিন হয়ে দাঁড়াল ।


কল্যাণী, 12 সেপ্টেম্বর : পছন্দের কল্যাণী স্টেডিয়ামেই ব্যর্থতার অন্ধকার মোহনবাগানে । চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল জয়ে ফেরার দিনেই কলকাতা লিগে হেরে বসল কিবু ভিকুনার দল । কল্যাণীতে তারা 1-2 গোলে হেরে গেল অপেক্ষাকৃত দুর্বল এরিয়ানের বিরুদ্ধে । ম্যাচের শেষ ভাগটি ছিল যথেষ্ট ঘটনাবহুল । মাঠে জলের বোতলও পড়ে ।

আগের দিন ঘরের মাঠে দুরন্ত ফুটবল খেলেছিলেন বেইতিয়া, সালভা চামারোরা । কিন্তু এ দিন শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল । পাসের মায়াজালে প্রতিপক্ষ রক্ষণ ভাঙার কৌশল কার্যত মাঠে মারা গেল । এরিয়ান কোচ রাজদীপ নন্দী রক্ষণভাগ জমাট রেখেছিলেন । ফলে সুযোগ পাচ্ছিল না বাগান । তবে তার মধ্যেই সুযোগ তৈরি হয় । কঠিন দিনে অর্ধেক সুযোগ কাজে লাগাতে হয় । কিন্তু একাধিক সহজ সুযোগ নষ্ট করেন চামারো । ফলে গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধ ।

দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে বাগান । প্রতিপক্ষের তাড়াহুড়োর সুযোগকে কাজে লাগিয়ে বাজিমাত রাজদীপ নন্দীর দলের । 63 মিনিটের মাথায় গোল করে এরিয়ানকে এগিয়ে দেন এজোগো । অন্যদিকে ইস্টবেঙ্গল কালীঘাটের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার খবর মাঠে পৌঁছতেই চাপ বাড়তে থাকে । সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠেন সবুজ-মেরুন ফুটবলাররা । তাঁদের এই অস্থিরতা এরিয়ানকে রাশ তুলে নেওয়ার সুযোগ করে দেয় । 80 মিনিটে বাগানকে ফের ধাক্কা দেয় এরিয়ান । গোল করে ব্যবধান বাড়ান সন্দীপ ।

খেলার শেষদিকে কিছুটা খেলায় ফেরে মোহনবাগান । 89 মিনিটের মাথায় ব্যবধান কমান তরুণ শুভ ঘোষ । তবে সেটা কাজে আসেনি । শেষ পর্যন্ত 1-2 ব্যবধানে হারতে হয় মোহনবাগানকে । শেষ দিকে মাঠে উত্তেজনা ছড়ায় । উত্তেজনা ছড়ায় গ্যালারিতেও । ম্যাচ শেষ মাঠে বোতল পড়ে । দু'দলের খেলোয়াড়দের মধ্যেও বচসা শুরু হয় ।

এ দিন হারের ফলে সাত ম্যাচে 11 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে পড়ল সবুজ-মেরুন ব্রিগেড । ফের জমে গেল লিগের লড়াই ।

ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ বলেছেন, একটা দল জয়ের জন্য খেলতে নেমেছিল । অন্য দল সময় নষ্ট করতে মনযোগী ছিল । দলের পারফরমেন্সে খুশি তিনি । হারের ময়নাতদন্তের পরে তিনি মনে করেন সুযোগ কাজে লাগাতে না পারাতেই পরাজয় । এগারো পয়েন্টে থমকে দল । খেতাব জয় অঙ্কের ওপর নির্ভর করবে । সবুজ মেরুন হেডস্যার মানছেন খেতাব রক্ষা কঠিন হয়ে দাঁড়াল ।

Intro:পছন্দের কল্যানী স্টেডিয়ামেই ব্যর্থতার অন্ধকার মোহনবাগানে। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল জয় ফেরার দিনেই কলকাতা লিগে হেরে বসল কিবু ভিকুনার দল। কল্যাণীতে তারা ১-২ গোলে হেরে গেল অপেক্ষাকৃত দুর্বল এরিয়ানের বিরুদ্ধে। তাদের এই হারের ফলে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। যদিও ম্যাচের শেষ ভাগটি ছিল যথেষ্ট ঘটনাবহুল। ম্যাচের শেষে জলের বোতলও পড়ে মাঠে।

আগের দিন ঘরের মাঠে দুরন্ত ফুটবল খেলেছিলেন বেইতিয়া, মার্টিনেজ পেরেজরা। কিন্তু এ দিন শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল। পাসের মায়াজালে প্রতিপক্ষ রক্ষন ভাঙার কৌশল কার্যত মাঠে মারা গেল। এরিয়ান কোচ রাজদীপ নন্দী রক্ষণভাগ জমাট রেখেছিলেন। ফলে সুযোগ পাচ্ছিল না বাগান। তবে তার মধ্যেই সুযোগ তৈরি হয়। কঠিন দিনে অর্ধেক সুযোগ কাজে লাগাতে হয়। কিন্তু একাধিক সহজ সুযোগ নষ্ট করেন পেরেজ। ফলে গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে বাগান। প্রতিপক্ষের তাড়াহুড়োর সুযোগকে কাজে লাগিয়ে বাজিমাত রাজদীপ নন্দীর দলের। ৬৩ মিনিটের মাথায় গোল করে এরিয়ানকে এগিয়ে দেন এজোগো। অন্যদিকে ইস্টবেঙ্গল কালীঘাটের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার খবর মাঠে পৌছতেই চাপ বাড়তে থাকে। সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠেন সবুজ-মেরুন ফুটবলাররা। তাদের এই অস্থিরতা এরিয়ানকে রাশ তুলে নেওয়ার সুযোগ করে দেয়। ৮০ মিনিটে বাগানকে ফের ধাক্কা দেয় এরিয়ান। গোল করে ব্যবধান বাড়ান সন্দীপ।

খেলার শেষদিকে কিছুটা খেলায় ফেরে মোহনবাগান। ৮৯ মিনিটের মাথায় ব্যবধান কমান তরুণ শুভ ঘোষ। তবে সেটা কাজে আসেনি। শেষ পর্যন্ত ১-২ গোলে হারতে হয় বাগানকে। শেষ দিকে মাঠে উত্তেজনা ছড়ায়। উত্তেজনা ছড়ায় গ্যালারিতেও। ম্যাচ শেষ মাঠে বোতল পড়ে। খেলোয়াড়দের মধ্যেও বচসা শুরু হয়।

এ দিনের হারের ফলে সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে পড়ল সবুজ-মেরুন ব্রিগেড। ফের জমে গেল লিগের লড়াই।
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ বলেছেন একটা দল জয়ের জন্য খেলতে নেমেছিল। অন্য দল সময় নষ্ট করতে মনযোগী ছিল। দলের পারফরম্যান্সে খুশি তিনি। হারের ময়নাতদন্তের পরে তিনি মনে করেন সুযোগ কাজে লাগাতে না পারাতেই পরাজয়। এগারো পয়েন্টে থমকে দল। খেতাব জয় অনেকরঅঙ্কের ওপর নির্ভর করবে। সবুজ মেরুন হেডস্যার মানছেন খেতাব রক্ষা কঠিন হয়ে দাড়ালো।Body:MbConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.